রেকর্ড 'পতন' ভারতীয় মুদ্রার! বিদেশি লগ্নি প্রত্যাহার বাড়তেই এই হাল? ১ ডলার এখন কত টাকা জানেন!
- Published by:Tias Banerjee
Last Updated:
Rupee Record Low: ভয়াবহ ধস ভারতীয় মুদ্রার। সেনসেক্সের ৩০টি শেয়ারের মধ্যে ২৪টিই দিনের শেষে লাল চিহ্নে বন্ধ হয়েছে। আদানি পোর্টস, ইটারনাল, ইন্ডিগো, অ্যাক্সিস ব্যাঙ্ক এবং পাওয়ারগ্রিডের মতো শেয়ারে সর্বাধিক বিক্রি দেখা যায়, কোনও কোনও ক্ষেত্রে পতন হয়েছে সর্বোচ্চ ৭.৫২ শতাংশ পর্যন্ত।
advertisement
চলতি সপ্তাহেই প্রায় ১ শতাংশের বেশি দুর্বল হয়েছে ভারতীয় টাকা। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তি বৃদ্ধি, সোনা-সহ বিভিন্ন আমদানিকারক সংস্থার তরফে ডলারের বাড়তি চাহিদা, অফশোর বাজারে জল্পনাভিত্তিক কেনাবেচা এবং ইক্যুইটি বাজার থেকে বিদেশি তহবিলের ধারাবাহিক বহিঃপ্রবাহ—এই সব মিলিয়েই টাকার উপর চাপ বেড়েছে। জানুয়ারি মাসেই বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা ভারতীয় শেয়ারবাজার থেকে প্রায় ৩.৫ বিলিয়ন ডলার তুলে নিয়েছেন।
advertisement
advertisement
advertisement
advertisement
সেনসেক্সের ৩০টি শেয়ারের মধ্যে ২৪টিই দিনের শেষে লাল চিহ্নে বন্ধ হয়েছে। আদানি পোর্টস, ইটারনাল, ইন্ডিগো, অ্যাক্সিস ব্যাঙ্ক এবং পাওয়ারগ্রিডের মতো শেয়ারে সর্বাধিক বিক্রি দেখা যায়, কোনও কোনও ক্ষেত্রে পতন হয়েছে সর্বোচ্চ ৭.৫২ শতাংশ পর্যন্ত। যদিও টেক মাহিন্দ্রা, হিন্দুস্তান ইউনিলিভার, ইনফোসিস, এশিয়ান পেইন্টস, টিসিএস এবং আল্ট্রাটেক সিমেন্টের মতো কয়েকটি শেয়ার সীমিত লাভ ধরে রাখতে পেরেছে।
advertisement
শুক্রবার মার্কিন ডলারের তুলনায় রেকর্ড সর্বনিম্ন স্তরে বন্ধ হয়েছে ভারতীয় টাকা। দিনের শেষে এক ডলারের দাম দাঁড়ায় ৯১.৯৭ টাকা। বিশেষজ্ঞদের মতে, বিদেশি লগ্নির গতি এবং আন্তর্জাতিক মুদ্রাবাজারে ডলারের অবস্থান আগামী দিনে টাকার গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আপাতত বাজারে অনিশ্চয়তা এবং অস্থিরতার আবহেই লেনদেন চলবে বলেই মত অর্থনৈতিক মহলের।







