`অনেকে বলত চেয়ার আগলে বসে আছি', এটিকে সরতেই কৃতিত্ব দাবি কুণাল ঘোষের

Last Updated:
মোহনবাগানের আগে থেকে এটিকে সরানোর কৃতিত্ব শুধুই কুনালের?
মোহনবাগানের আগে থেকে এটিকে সরানোর কৃতিত্ব শুধুই কুনালের?
কলকাতা: মোহনবাগান সমর্থকদের দুই হাতে লাড্ডু। একদিকে ভারত সেরা ট্রফি, অন্যদিকে রিমুভ এটিকে সফল। সমর্থকদের খুশি হওয়াটাই স্বাভাবিক। তাদের দীর্ঘদিনের আন্দোলন সার্থক হয়েছে। কিন্তু মোহনবাগানে এখন এটিকে সরানোর পেছনে কার বেশি কৃতিত্ব এই এই নিয়ে ঠান্ডা লড়াই চলছে। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ।
মোহনবাগান ক্লাবের ভাইস প্রেসিডেন্ট কুণাল ঘোষ একটি ফেসবুক পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, কারা বলছিল, এটিকে সরাতে কর্মসমিতি কিছু করছে না? কারা বলছিল শুধু পদে বসে আছি? আজ সঞ্জীব গোয়েঙ্কাকে ধন্যবাদ জানানোর পাশাপাশি বলব, মনে রাখবেন, সহ সভাপতি হিসেবে প্রথম বৈঠকে আমিই প্রথম আনুষ্ঠানিকভাবে এটিকে সরানোর আলোচনার দরজা খোলার কথা বলি।
advertisement
advertisement
কর্মসমিতি সম্মত হয়। তারপর থেকেই প্রক্রিয়া চলছিল। কুণাল ঘোষ আরও বললেন, সঞ্জীববাবু নিজে একজন মোহনবাগানি। আজকের কর্পোরেট যুগে এত খরচ করেন ক্লাবে, তাঁকে অপমান করে এই কাজটা হত না। আলোচনা ঠিক পথেই এগিয়েছে। ক্লাবের স্পোর্টস লাইব্রেরি উদ্বোধনের দিনও আমি বলেছিলাম, সঞ্জীববাবু নীতিগতভাবে রাজি।
advertisement
আমরা ঘোষণার অপেক্ষায় রয়েছি। কুনাল ঘোষ শেষে জানিয়েছেন তিনি খুশি অবশেষে মোহনবাগান সমর্থকদের দাবি সফলতা লাভ করায়। কারণ দিনের শেষে মোহনবাগান অসংখ্য মানুষের ভালোবাসার ক্লাব। তাদের সেন্টিমেন্টর দাম আছে। এখান থেকে ক্লাব সাফল্যের দিকে যাক সেটাই চেয়েছেন তিনি। তবে যারা বলছিলেন তিনি চেয়ার আগলে বসে আছেন তারা নিশ্চয়ই এরপর আর কথা বলবেন না জানিয়েছেন কুনাল।
বাংলা খবর/ খবর/খেলা/
`অনেকে বলত চেয়ার আগলে বসে আছি', এটিকে সরতেই কৃতিত্ব দাবি কুণাল ঘোষের
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
  • দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি

  • উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস !

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement