Kuldeep Yadav, IPL : কেকেআরকে দেখলেই জ্বলে উঠছেন! কোন মন্ত্রে বদলে গেলেন কুলদীপ যাদব ? জানুন
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Kuldeep Yadav says wicket of Andre Russell most satisfying against KKR. কেকেআরের বিরুদ্ধে তাকে সবচেয়ে আনন্দ দিয়েছে আন্দ্রে রাসেলের উইকেট।
#মুম্বই: কলকাতা নাইট রাইডার্স দলের বিপক্ষে প্রথম সাক্ষাৎকারে চারটি উইকেট নিয়েছিল। দ্বিতীয় সাক্ষাৎকারেও সেই চার উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। কেকেআর ব্যাটসম্যানরা ধরতে পারেননি চায়নাম্যান বোলারকে। রাসেল, নারিন, শ্রেয়স আইয়ার কুলদীপের মায়াজাল কেটে বের হতে পারেননি। পুরনো ফ্রাঞ্চাইজির বিপক্ষে ভেতর ভেতর অনেক রাগ জমা ছিল কুলদীপ যাদবের। মুখে না বললেও প্রমাণ পাওয়া যাচ্ছে পারফরম্যান্সে।
এটা ঠিক কথা, কেকেআর জার্সিতে শেষ দুটি বছর বলার মত পারফর্ম করতে পারেননি কুলদীপ। প্রচুর মার খেয়েছিলেন। মাঝের সময়টা অস্ত্রোপচার। তারপর ফিট হয়ে ফিরে আসার লড়াই সহজ ছিল না। কিন্তু হাল ছাড়েননি। ছোটবেলার কোচ প্রতিনিয়ত অনুশীলন করে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। কুলদীপ অবশ্য বলছেন কেকেআরের বিরুদ্ধে যুদ্ধ করার ছিল না। অভিমান থাকতে পারে। কিন্তু কেকেআর তার পুরনো দল।
advertisement
advertisement
💜💙 @DelhiCapitals #KKRHaiTaiyaar #DCvKKR #IPL2022 pic.twitter.com/0b4UE6iDCC
— KolkataKnightRiders (@KKRiders) April 29, 2022
Kuldeep Yadav says wicket of Andre Russell most satisfying তিনি বরং খুশি নিজের বর্তমান ফর্ম নিয়ে। পাশাপাশি যুজবেন্দ্র চাহাল যেভাবে পারফর্ম করে চলেছেন, তাতে আরো খুশি কুলদীপ যাদব। মন থেকে চাইছেন এবারের আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারী হন চাহাল। পার্পেল ক্যাপ উঠুক তার মাথায়। কুলচা জুটি টি টোয়েন্টি বিশ্বকাপে ফিরবে এমন সম্ভাবনা উজ্জ্বল। কুলদীপ যাদব অবশ্য এই মুহূর্তে শুধুই আইপিএল নিয়ে ভাবতে চান।
advertisement
ভারতের জার্সিতে সুযোগ পেলে জীবন বাজি রাখবেন সেই কথা আগেই দিয়ে রেখেছেন চায়নাম্যান বোলার। কুলদীপ জানিয়েছেন যখন তার খারাপ সময় গিয়েছিল প্রতিনিয়ত পাশে ছিলেন চাহাল। তাকে সাহস দিয়েছেন, আত্মবিশ্বাস দিয়েছেন। ফিরে আসার লড়াই জারি রাখার অনুপ্রেরণা দিয়েছেন।
ছোট ছোট পরামর্শ দিয়েছিলেন, যেগুলো মেনে চলে সফল হয়েছেন কুলদীপ। তাই বড় দাদা হিসেবে দেখেন চাহালকে। আপাতত ব্যক্তিগত লক্ষ্য দিল্লির ম্যাচ খেলা এবং যত বেশি সম্ভব উইকেট নেওয়া। কেকেআরের বিরুদ্ধে তাকে সবচেয়ে আনন্দ দিয়েছে আন্দ্রে রাসেলের উইকেট। যেভাবে তিনি রাসেলকে বোকা বানিয়েছেন, সেটা খুব মজার বলছেন কুলদীপ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 29, 2022 3:30 PM IST