IND vs ENG: দুই ইনিংসেই ইংরেজদের 'শাসন' করলেন রাহুল, তারপরও ওপেনিং নিয়ে চিন্তা কমছে না ভারতের

Last Updated:

IND vs ENG Test Series: ইংল্যান্ড সফরের আগে টেস্ট সিরিজের প্রস্তুতিতে দুর্দান্ত ফর্ম দেখালেন ভারতের অভিজ্ঞ ব্যাটার কেএল রাহুল। ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে দ্বিতীয় অনানুষ্ঠানিক টেস্টে দুই ইনিংসেই ব্যাট হাতে উজ্জ্বল পারফরম্যান্স উপহার দিয়েছেন তিনি।

News18
News18
নর্থাম্পটন, ইংল্যান্ড: ইংল্যান্ড সফরের আগে টেস্ট সিরিজের প্রস্তুতিতে দুর্দান্ত ফর্ম দেখালেন ভারতের অভিজ্ঞ ব্যাটার কেএল রাহুল। ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে দ্বিতীয় অনানুষ্ঠানিক টেস্টে দুই ইনিংসেই ব্যাট হাতে উজ্জ্বল পারফরম্যান্স উপহার দিয়েছেন তিনি। প্রথম ইনিংসে দারুণ এক সেঞ্চুরি করার পর দ্বিতীয় ইনিংসেও অর্ধশতক হাঁকিয়ে টেস্ট দলে ওপেনার হিসেবে নিজের দাবি জোরালো করলেন রাহুল।
প্রথম ইনিংসে কেএল রাহুল ১৬৮ বলে ১৫টি চার ও একটি ছক্কার সাহায্যে ১১৬ রানের ইনিংস খেলেন, যা ভারত এ দলের ৩৪৮ রানের সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দ্বিতীয় ইনিংসে তিনি ৬৪ বলে ৫১ রান করে আউট হন, যেখানে ছিল ৯টি চমৎকার চার। রাহুল প্রথম উইকেটে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ১১ রানের জুটি গড়ার পর অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের সঙ্গে ৮৮ রানের জুটি গড়েন। অভিমন্যু ঈশ্বরণ নিজেও ছিলেন দুর্দান্ত ফর্মে। তিনি ৯২ বলে ৮০ রানের ইনিংস খেলেন, যা ভারত এ-কে দ্বিতীয় ইনিংসে ভালো ভিত্তি দেয়। খেলা শেষে ভারত এ দল ৪ উইকেটে ১৬৩ রান তুলে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ১৮৪ রানের লিড গড়ে।
advertisement
এর আগে, ভারত এ দলের বোলাররা ইংল্যান্ড লায়ন্সকে ৩২৭ রানে অলআউট করে দেয় এবং প্রথম ইনিংসে ২১ রানের লিড নিশ্চিত করে। খলিল আহমেদ ছিলেন বোলিং আক্রমণের মূল স্তম্ভ। তিনি ৪টি উইকেট নিয়ে ইংলিশ মিডল অর্ডারের কোমর ভেঙে দেন। এছাড়া অংশুল কাম্বোজ ও তুষার দেশপান্ডে দুটি করে উইকেট নিয়ে তাঁকে সমর্থন দেন। বিশেষ করে খলিল আহমেদের এক ওভারে পরপর দুই বলে অধিনায়ক জেমস রেভ ও জর্জ হিলকে আউট করে চাপ সৃষ্টি করেন তিনি। ইংল্যান্ডের পক্ষে জশ ট্যাং অপরাজিত ৩৬ রান করে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন।
advertisement
advertisement
দ্বিতীয় ইনিংসে যেখানে কেএল রাহুলের ব্যাটিং প্রশংসিত হচ্ছে। সেখানে ভারতীয় দলের অপর ওপেনার যশস্বী জয়সওয়ালকে নিয়ে বাড়ছে চিন্তা। কার দুই ইনিংসেই বড় রান করতে ব্যর্থ হয়েছেন তিনি। তরুণ ওপেনার প্রথম ইনিংসে করেছিলেন ১৭ রান। দ্বিতীয় ইনিংসে করলেন মাত্র ৫ রান। ফলে গৌতম গম্ভারের চিন্তা বাড়ারই কথা। দ্বিতীয় ইনিংসে শেষদিকে ধ্রুব জুরেল ও নীতীশ কুমার রেড্ডি অপরাজিত থেকে ভারত এ-র লিড আরও বাড়ানোর পথে এগোচ্ছেন। ম্যাচের বর্তমান পরিস্থিতিতে ভারত এ দলের হাতে স্পষ্টভাবে নিয়ন্ত্রণ রয়েছে, যা মূল দলের জন্য একটি আশাব্যঞ্জক বার্তা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ENG: দুই ইনিংসেই ইংরেজদের 'শাসন' করলেন রাহুল, তারপরও ওপেনিং নিয়ে চিন্তা কমছে না ভারতের
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement