IND vs ENG: চোখে সর্ষে ফুল দেখল ইংরেজ ব্যাটারা! আগুন ঝরাল ভারতীয় পেসার, অল্পের জন্য মিস হ্যাটট্রিক
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India Avs England: ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ইন্ডিয়া এ-এর হয়ে দ্বিতীয় অনানুষ্ঠানিক টেস্টে নজরকাড়া পারফরম্যান্স উপহার দিলেন বাঁহাতি ফাস্ট বোলার খলিল আহমেদ।
ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ইন্ডিয়া এ-এর হয়ে দ্বিতীয় অনানুষ্ঠানিক টেস্টে নজরকাড়া পারফরম্যান্স উপহার দিলেন বাঁহাতি ফাস্ট বোলার খলিল আহমেদ। যদিও আসন্ন ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত ভারতীয় মূল দলে খলিলের নাম নেই, তবু নর্থাম্পটনের কাউন্টি গ্রাউন্ডে তার বল হাতে বিধ্বংসী পারফরম্যান্স নির্বাচকদের নতুন করে ভাবাতে বাধ্য করবে।
তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার পরপরই খলিল ইংল্যান্ড লায়ন্সের ব্যাটিং লাইনআপে ধস নামান। ৫৫তম ওভারের প্রথম বলেই জেমস রিউকে সাজঘরে ফেরান তিনি। পরের বলেই জর্জ হিলকে বোল্ড করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান। যদিও তৃতীয় বলে ক্রিস ওকস রক্ষণাত্মক ভঙ্গিতে খেলায় হ্যাটট্রিক হাতছাড়া হয়। খলিল তবু তার আগ্রাসী স্পেলে দারুণ প্রভাব ফেলেন। এর আগে ৫১তম ওভারে জর্ডান কক্সকে উইকেটরক্ষক ধ্রুব জুরেলের হাতে ক্যাচ দিয়ে ফেরান তিনি। পরে ৫৭তম ওভারে আবারও ওকসকে আউট করে চতুর্থ উইকেট তুলে নেন।
advertisement
এই পারফরম্যান্স এমন এক সময়ে এল যখন ভারতীয় দলে বাঁহাতি পেস বোলারের অভাব স্পষ্ট। ইংল্যান্ড সফরের ৫ ম্যাচের টেস্ট সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে কেবল একজন বাঁহাতি পেসার হিসেবে রয়েছেন অর্শদীপ সিং। এই অবস্থায় খলিলের ফর্ম ভারতীয় টিম ম্যানেজমেন্টকে দ্বিতীয় বিকল্প হিসেবে ভাবতে বাধ্য করতে পারে।
advertisement
advertisement
খলিল আহমেদের এই অনুপ্রেরণাদায়ক বোলিং স্পেল প্রমাণ করে, তিনি এখনও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার মতো সক্ষম। যদি টিম ইন্ডিয়াকে সিরিজের মাঝপথে কোনও পরিবর্তন করতে হয়, তবে খলিল আহমেদ হতে পারেন সেরা বিকল্প।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 09, 2025 9:47 AM IST