KKR vs RR: জয়ে ফেরার লড়াই কেকেআর ও রাজস্থানের, কেমন হবে দুই দলের একাদশ? রইল মেগা ম্যাচের সব আপডেট

Last Updated:

KKR vs RR IPL 2025: বুধবার অ্যাওয়ে ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ কোচ রাহুল দ্রাবিড়ের রাজস্থান রয়্যালস। দুই দলই তাদের প্রথম ম্যাচ হারের পর জয়ে ফিরতে মরিয়া।

News18
News18
গুয়াহাটি: গতবারের চ্যাম্পিয়ন হওয়ার স্মৃতি এখন অতীত। নতুন মরশুমের প্রথম ম্যাচে আরসিবির বিরুদ্ধে একপেশে ম্যাচে হেরে বাস্তবের মাটিতে নেমে এসেছে কলকাতা নাইট রাইডার্স। বুধবার অ্যাওয়ে ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ কোচ রাহুল দ্রাবিড়ের রাজস্থান রয়্যালস। প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারের মুখ দেখতে হয়েছে রাজস্থানকেও। ফলে দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরতে মরিয়া দুই দল।
নীতিশের বদলার ম্যাচ: রাজস্থানের বিরুদ্ধে বরাবর শক্ত লড়াইয়ের সম্মুখীন হয় নাইটরা। তবে এবারের ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা একটু আলাদা। একসময় কেকেআরের অধিনায়ক তথা দীর্ঘ বছরের সঙ্গী নীতিশ রানা এবার প্রতিপক্ষ দলের সদস্য। কেকেআর তাঁকে রিটেন না করায় ও নিলামে না দলে নেওয়া পুরোনো দলের প্রতি অভিমান রয়েছে নীতিশের। তাই কেকেআরের বিরুদ্ধে জ্বলে উঠতে মরিয়া রানা।
advertisement
কেকেআরের ঘুড়ে দাঁড়ানোর লড়াই: প্রথম ম্যাচে কেকেআরের পারফরম্যান্সের পর একাধিক বিষয় নিয়ে উঠছে প্রশ্ন। অধিনায়ক অজিঙ্কে রাহানে ও সুনীল নারিন ছাড়া সেভাবে কেউ নজরকাড়া পারফরম্যান্স করতে পারেনি। ব্যাটিংয়ে মিডল অর্ডারের ব্যর্থতা ও বোলিং অ্যাটাকে নারিন ছাড়া সকলেই পুরোপুরি ডাহা ফেল করে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে যাবতীয় ভুল ত্রুটি শুধরে নামতে চাইছে নাইটরা। গুয়াহাটির উইকেট স্পিন সহায়ক হওয়ায় স্পিন অ্যাটাকে ভরসা করেই জয়ের রণনীতি সাজাচ্ছে নাইটরা।
advertisement
advertisement
চমক দিতে তৈরি রয়্যালসরা: অপরদিকে, রাজস্থান রয়্যালসেরও অবস্থাও খুব একটা ভাল নয়। প্রথম ম্যাচে রাজস্থানের বোলিং নিয়ে ছেলেখেলা করেছে সানরাইজার্স। ব্যাটিংয়ে প্রাপ্তি বলতে সঞ্জু স্যামসন, ধ্রুব জুরেল ও শিমরন হেটমায়ারদের ফর্ম। রাহুল দ্রাবিড় দ্বিতীয় ম্যাচে নামার আগে নেটে দলের সঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছেন। ধরে ধরে শোধরানোর চেষ্টা করেছেন ত্রুটি। কেকেআরের বিরুদ্ধে জয়ে ফিরতে বদ্ধপরিকর রয়্যালসরা।
advertisement
পিচ রিপোর্ট: গুয়াহাটিতে এখনও পর্যন্ত আইপিএলে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথমে ব্যাট করা দল দুটি ম্যাচে জিতেছে, যেখানে রান তাড়া করা দল মাত্র একটি ম্যাচে জয়লাভ করেছে। আইপিএলে এখানে প্রথম ইনিংসের গড় স্কোর ১৮০। ব্যাটসম্যান সহায়ক উইকেট হলেও সাহায্য পাবে স্পিনাররা।
advertisement
কেকেআরের সম্ভাব্য একাদশ: কুইন্টন ডিকক / রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সুনীল নারিন, অজিঙ্কে রাহানে, আংক্রিশ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, আনরিখ নকিয়া/রভম্যান পাওয়েল, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী। ইমপ্যাক্ট প্লেয়ার- বৈভব অরোরা / মায়াঙ্ক মার্কান্ডে।
রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ: যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসনস রিয়ান পরাগ (অধিনায়ক), নীতিশ রানা, ধ্রুব জুরেল (উইকেটকিপার), শিমরন হেটমায়ার, শুভম দুবে, জোফ্রা আর্চার, মাহেশ থিকসানা, তুষার পাণ্ডে, ফজলহক ফারুকি। ইমপ্যাক্ট প্লেয়ার: সঞ্জু স্যামসন / সন্দীপ শর্মা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
KKR vs RR: জয়ে ফেরার লড়াই কেকেআর ও রাজস্থানের, কেমন হবে দুই দলের একাদশ? রইল মেগা ম্যাচের সব আপডেট
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement