KKR's Biriyani Love|| ক্রমেই বাঙালি হয়ে উঠছে কেকেআর, বিরিয়ানিতে আলুর মোক্ষম আবেগ ছুঁয়ে এত্ত বড় কথা বলে দিল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
KKR's Biriyani Love|| বাঙালির বিরিয়ানির আলু প্রেম এতটাই জোরালো যে দক্ষিণী সুপারস্টার এবং সারা ভারতের এখন পরিচিত মুখ আল্লু অর্জুনকেও খোঁচা দিতে ছাড়েনি৷
কলকাতা: কেকেআর আর কলকাতারা সম্পর্ক পায়ে পায়ে পনেরো বছর হয়ে গেছে৷ ধীরে ধীরে বাঙালি আবেগের সঙ্গে মিশে গেছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স৷ ফ্রাঞ্চাইজি বেসড টুর্নামেন্ট আইপিএল এখন বিভিন্ন শহরের প্রাণ ভোমরা৷ শুক্রবার কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের আগে এক মজার পোস্ট করেছিল কেকেআর৷
দক্ষিণী শহর হায়দরাবাদের বিরিয়ানি বিখ্যাত আর কলকাতার মানুষও বিরিয়ানি খেতে ভালবাসে৷ কিন্তু দুটো বিরিয়ানির ধরণে খানিকটা আলাদা৷ আর কলকাতা বিরিয়ানির এক বিশাল বৈশিষ্ট্য তাদের আলু৷ এই আলুর স্বাদের ভাগ বাঙালি কখনই করে না৷ বা বলা যায় এই স্বাদের ভাগ তারা আদপে করতেও চায় না৷
আরও দেখুন -
advertisement
advertisement
বাঙালির বিরিয়ানির আলু প্রেম এতটাই জোরালো যে দক্ষিণী সুপারস্টার এবং সারা ভারতের এখন পরিচিত মুখ আল্লু অর্জুনকেও খোঁচা দিতে ছাড়েনি৷ কেকেআর নিজেদের পোস্টে বলেছে ‘Hey, @SunRisers admin! Let's share our love for biryanis and have a great game tonight! অর্থাৎ সানরাইজার্সের প্রশাসক আজ রাতে বিরিয়ানি প্রেম জমুক একটা দারুণ খেলার সঙ্গে৷’ এটা বলেই ক্ষান্ত হয়নি কেকেআর তারা আরও যোগ করেছে, ‘ P.S. Just like you love 𝘼𝙡𝙡𝙪 in your films, we love 𝘼𝙡𝙪 in our biryani’ - অর্থাৎ পুনশ্চ যেমন তোমরা সিনেমায় আল্লুকে ভালবাস তেমনিই আমরা বিরিয়ানিতে আলুকে ভালবাসি৷
advertisement
Hey, @SunRisers admin! Let's share our love for biryanis and have a great game tonight! 🙌
P.S. Just like you love 𝘼𝙡𝙡𝙪 in your films, we love 𝘼𝙡𝙪 in our biryani 😉 pic.twitter.com/jOKa09ly03 — KolkataKnightRiders (@KKRiders) April 14, 2023
ট্যুইটে অবশ্য দক্ষিণকে বধ করে বিরিয়ানিতে মেখে খেয়ে নেওয়ার একটা সূক্ষ্ম খোঁচা ছিল৷ কিন্তু দিনের শেষে অবশ্য লড়েও ঘরের মাঠে ইডেনে কেকেআরকে হারতেই হল৷
advertisement
কেকেআর বোলারদের বিরুদ্ধে হাতের সুখ করে নেয় সানরাইজার্স হায়দরাবাদ৷ ২০ ওভারে এদিন তারা ৪ উইকেটে ২২৮ রানের বিশাল রান খাড়া করে৷ অন্যদিকে রান তাড়া করতে নেমে শুরু খুব নড়বড়ে ফের একবার রিঙ্কু সিংয়ের ব্যাটে ভর দিয়ে ২০০ রান পার করলেও শেষমেশ হারতেই হয়৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 15, 2023 10:03 AM IST