Gambhir vs Sreesanth: কোহলির পর শ্রীসন্থের সঙ্গে ঝামেলা গম্ভীরের! এমন ভাষা বলেছেন কেকেআর মেন্টর, মুখে আনতে পারলেন না শ্রী

Last Updated:

Gautam Gambhir vs Sreesanth Fight During Legends League Cricket 2023: গত আইপিএলেও বিরাট কোহলির সঙ্গে গৌতম গম্ভীরের বিবাদ নিয়ে কম জলঘোলা হয়নি। এবার লেজেন্ডস ক্রিকেট লিগে শ্রীসন্থকে নাকি মুখে আনা যায় না এমন ভাষায় আক্রমণ করেছেন গম্ভীর।

নিজের ডাকাবুকো স্বভাবের কারণে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর। গত আইপিএলেও বিরাট কোহলির সঙ্গে গৌতম গম্ভীরের বিবাদ নিয়ে কম জলঘোলা হয়নি। এবার ফের একবার ক্রিকেটে মাঠে ঝামেলায় জড়ালেন কেকেআরের নতুন মেন্টর। লেজেন্ডস লিগ ক্রিকেটে শ্রীসন্থকে নাকি মুখে আনা যায় না এমন ভাষায় আক্রমণ করেছেন গম্ভীর।
লেজেন্ডস লিগে ইন্ডিয়া ক্যাপিটালসের হয়ে খেলছেন গৌতম গম্ভীর। শ্রীসন্থ খেলছেন গুজরাত জায়ান্টসের হয়ে। দুই দলের খেলা চলাকলীন শ্রীসন্থের বলে পরপর একটি ছয় ও একটি চার মারেন গম্ভীর। তৃতীয় বলে শ্রীসন্থ ডট করলে গম্ভীরের দিকে আক্রমণাত্মক দৃষ্টিতে তাকান শ্রীসন্থ। যা তাঁর স্বভাবজাত। এতেই চটে যান গম্ভীর। কদর্য ভাষায় আক্রমণ করেন বলে অভিযোগ করেছেন শ্রীসন্থ। কী বলেছেন গম্ভীর তাও খুব শীঘ্রই জানা যাবে বলে জানিয়েছেন শ্রীসন্থ।
advertisement
advertisement
২২ গজের ঝামেলা আম্পায়ারদের হস্তক্ষেপে থামলেও ম্যাচ শেষ হতেই আরও একটি ভিডিও শেয়ার করেন শ্রীলন্থ। সেখানে নিজের লড়াইয়ের কথা বলার পাশাপাশি গম্ভীর যে ইনেক সিনিয় ক্রিকেটারদেরও সম্মান করেন না সেই অভিযোগও করেন। এদিনের ঝামেলায় তাঁর কোনও দোষ নেই বলেও জানান শ্রীসন্থ।
advertisement
advertisement
প্রসঙ্গত, নিজের ক্রিকেট কেরিয়ারেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন গম্ভীর। তা সে ভারত-পাকিস্তান ম্যাচে শাহিদ আফ্রিদির সঙ্গে ঝামেলা হোক, আর আইপিএলে বিরাট কোহলির আরসিবির সঙ্গে ঝামেলা। তবে এবার শ্রীসন্থের সঙ্গে গম্ভীরের ঝামেলার জল কতদূর গড়ায় সেটাই দেখার।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Gambhir vs Sreesanth: কোহলির পর শ্রীসন্থের সঙ্গে ঝামেলা গম্ভীরের! এমন ভাষা বলেছেন কেকেআর মেন্টর, মুখে আনতে পারলেন না শ্রী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement