KKR News: এবার কি কেকেআরের অন্দরে অশান্তি! কেন ম্যাচ হারছে কলকাতা? জানা গেল আসল কারণ
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Kolkata Knight Riders: এখনও পর্যন্ত এবারের আইপিএলে ৮ ম্যাচের মধ্যে পাঁচটি হার, ৩টি জয়। একেবারেই গতবারের ছন্দে নেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স।
এখনও পর্যন্ত এবারের আইপিএলে ৮ ম্যাচের মধ্যে পাঁচটি হার, ৩টি জয়। একেবারেই গতবারের ছন্দে নেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। পঞ্জাব কিংসের পর গুজরাত টাইটান্সের বিরুদ্ধে লজ্জার হারের পর দল নিয়ে মুখ খুললেন কেকেআরের মেন্টর ডোয়েইন ব্রাভো। কী কারণে দলের এমন শোচনীয় অবস্থা তা নিয়ে বড় কথা বলে দিলেন কলকাতার মেন্টর।
পঞ্জাবের বিরুদ্ধে ১১২ রান তাড়া করতে পারেনি কেকেআর। মাত্র ৯৬ রানে অলআউট হয়ে গিয়েছিল নাইটরা। গুজরাতের বিরুদ্ধে ১৯৯ রান তাড়া করতে ঘরের মাঠে ৩৯ রানে হারতে হয়েছে কলকাতাকে। লাগাতার ম্যাচ হারের দায় ব্যাটারদের ঘাড়ে দিয়েছেন কেকেআর মেন্টর ডোয়েইন ব্রাভো। দলের ব্যাটাররা সব আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন বলে জানিয়েছেন তিনি।
ব্রাভো বলেছেন,”আমরা মোটেই ভাব ব্যাট করতে পারছি না। আইপিএল খুব কঠিম প্রতিযোগিতা। সেখানে শুরুটা ভাল না হলে আত্মবিশ্বাসের অভাবে ভোগে প্লেয়াররা। আমাদের ক্ষেত্রেও সেটাই হচ্ছে। আমাদের মিডল অর্ডার ভাল ব্যাটিং করতে পারছি না। সেটা যত দ্রুত সম্ভব ঠিক করতে হবে।” দলের পুরো ব্যাটিং লাইনকেই কাঠগড়ায় তুলেছেব ব্রাভো। একা রাসেলের ঘাড়ে দোষ চাপাতে নারাজ ব্রাভো।
advertisement
advertisement
দলের ব্যাটারদের সমালোচনা করলেও বোলারদের প্রশংসা শোনা গিয়েছে কেকেআর মেন্টরের গলায়। বোলাররা অনেক উন্নতি করেছে বলে জানিয়েছেন ডোয়েইন ব্রাভো। দলের পারফরম্যান্স শোধরানোর জন্য যাবতীয় যা করার তাই করবেন বলে জানিয়েছেন কলকাতা নাইট রাইডার্স মেন্টর।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 22, 2025 5:55 PM IST