KKR News: লাগাতার ব্যর্থতার পর রাসেলকে নিয়ে মুখ খুলল কেকেআর! নেওয়া হল কঠিন সিদ্ধান্ত? কী জানাল নাইট ম্যানেজমেন্ট

Last Updated:
Kolkata Knight Riders: এক সময় কেকেআরের সবথেকে বড় ম্যাচ উইনার ছিলেন আন্দ্রে রাসেল। নাইটদের বহু যুদ্ধ জয়ের কারিগর তিনি। কিন্তু এবার আইপিএলে নিজের চেনা ছন্দের একেবারে ধারেকাছে নেই ক্যারিবিয়ান তারকা।
1/5
এক সময় কেকেআরের সবথেকে বড় ম্যাচ উইনার ছিলেন আন্দ্রে রাসেল। নাইটদের বহু যুদ্ধ জয়ের কারিগর তিনি। কিন্তু এবার আইপিএলে নিজের চেনা ছন্দের একেবারে ধারেকাছে নেই ক্যারিবিয়ান তারকা।
এক সময় কেকেআরের সবথেকে বড় ম্যাচ উইনার ছিলেন আন্দ্রে রাসেল। নাইটদের বহু যুদ্ধ জয়ের কারিগর তিনি। কিন্তু এবার আইপিএলে নিজের চেনা ছন্দের একেবারে ধারেকাছে নেই ক্যারিবিয়ান তারকা।
advertisement
2/5
আইপিএল ২০২৫-এ  কেকেআরের হয়ে আন্দ্রে রাসেল করেছেন ৮ ম্যাচে মাত্র ৫৫ রান। বেশ কয়েকটি ম্যাচ ফিনিশ করার মত সুযোগ পেয়েও তা করতে পারেনি রাসেল। রাসেলকে বাদ দেওয়ার দাবিও উঠেছে বিভিন্ন মহলে।
আইপিএল ২০২৫-এ কেকেআরের হয়ে আন্দ্রে রাসেল করেছেন ৮ ম্যাচে মাত্র ৫৫ রান। বেশ কয়েকটি ম্যাচ ফিনিশ করার মত সুযোগ পেয়েও তা করতে পারেনি রাসেল। রাসেলকে বাদ দেওয়ার দাবিও উঠেছে বিভিন্ন মহলে।
advertisement
3/5
কিন্তু একের পর এক ম্যাচে ব্যর্থ হওয়ার পরও কেন রাসেলকে বসাচ্ছে না কেকেআর? দলে রভম্যান পাওয়েলের মত অপশন থাকতেও কেন তাকে খেলানো হচ্ছে না? এই সকল প্রশ্নের মধ্যেই রাসেলকে নিয়ে মুখ খুললেন কেকেআর মেন্টর ডোয়েইন ব্রাভো।
কিন্তু একের পর এক ম্যাচে ব্যর্থ হওয়ার পরও কেন রাসেলকে বসাচ্ছে না কেকেআর? দলে রভম্যান পাওয়েলের মত অপশন থাকতেও কেন তাকে খেলানো হচ্ছে না? এই সকল প্রশ্নের মধ্যেই রাসেলকে নিয়ে মুখ খুললেন কেকেআর মেন্টর ডোয়েইন ব্রাভো।
advertisement
4/5
লাগাতার ব্যর্থতার পরও রাসেলের পাশে দাঁড়াচ্ছে কেকেআর। ব্রাভো বলেছেন,"একা রাসেলকে দোষ দিয়ে লাভ নেই। দল হিসেবেও আমরা ভাল ব্যাট করতে পারছি না। রাসেল যথেষ্ট অভিজ্ঞ। সমস্যা সবার হচ্ছে। আমাদের দল হিসেবে ভাল করতে হবে।"
লাগাতার ব্যর্থতার পরও রাসেলের পাশে দাঁড়াচ্ছে কেকেআর। ব্রাভো বলেছেন,"একা রাসেলকে দোষ দিয়ে লাভ নেই। দল হিসেবেও আমরা ভাল ব্যাট করতে পারছি না। রাসেল যথেষ্ট অভিজ্ঞ। সমস্যা সবার হচ্ছে। আমাদের দল হিসেবে ভাল করতে হবে।"
advertisement
5/5
এছাড়াও ব্রাভো বলেছেন,"বেশির ভাগ সময় রাসেল যখন ব্যাট করতে আসছে তখন ওভার পিছু ১৫ রানের বেশি দরকার পড়ছে। সবসময় সেটা করা সম্ভব নয়। আগের ব্যাটারদের রাসলকে ম্যাচ ফিনিশ করার মত মঞ্চ তৈরি করে দিতে হবে।"
এছাড়াও ব্রাভো বলেছেন,"বেশির ভাগ সময় রাসেল যখন ব্যাট করতে আসছে তখন ওভার পিছু ১৫ রানের বেশি দরকার পড়ছে। সবসময় সেটা করা সম্ভব নয়। আগের ব্যাটারদের রাসলকে ম্যাচ ফিনিশ করার মত মঞ্চ তৈরি করে দিতে হবে।"
advertisement
advertisement
advertisement