KKR News: এবার কী করবেন রাহানে? সিএসকে ম্যাচ হেরেই বড় ঘোষণা করে দিলেন কেকেআর অধিনায়ক!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Kolkata Knight Riders: সিএসকের বিরুদ্ধে হারের পর স্বপ্নভঙ্গ কেকেআরের। এখন শুধু খাতায়-কলমে এবং অন্যের উপর ভরসা ছাড়া প্লেঅফে ওঠার আর কোনও উপায় নেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।
কলকাতা: দিল্লি ও রাজস্থানের বিরুদ্ধে পরপর জয়ে যে স্বপ্ন দেখতে শুরু করেছিল কেকেআর, তা সিএসকের বিরুদ্ধে হারের পর ভঙ্গ হয়েছে। এখন শুধু খাতায়-কলমে এবং অন্যের উপর ভরসা ছাড়া প্লেঅফে ওঠার আর কোনও উপায় নেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। সিএসকের বিরুদ্ধে হারের পর স্বভাবতই হতাশ কেকেআর অধিনায়ক। হারের প্রধান কারণ হিসেবে বৈভব অরোরার এক ওভারে ৩০ দেওয়াকেই বেছে নিলেন তিনি।
সিএসকের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৭৯ রান করেছিল কেকেআর। ডিফেন্ড করতে নেমে একটা সময় চেন্নাইয়ের ৬০ রানে ৫ উইকেট ফেলে দিয়েছিল নাইটরা। সেখাা থেকে ডিওয়াল্ড ব্রেভিস ও শিবম দুবে সিএসকের হয়ে ম্যাচ উইনিং ইনিংস খেলেন। বিশেষ করে বৈভব অরোরা এক ওভারে ডিওয়াল্ড ব্রেভিস ৩০ রান করে। সেটাই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে যায়।
advertisement
ম্যাচ শেষে সেই কথাই শোনা গেল অজিঙ্কে রাহানে গলাতেও। রাহানেকে প্রশ্ন করা হয়, ওই ওভারই কি তাঁদের হারিয়ে দিল? জবাবে রাহানে বলেন, “একদমই। এই ফরম্যাটে অবশ্য এই ধরনের ঘটনা হতেই পারে। একটা ওভার সব বদলে দিতে পারে। ম্যাচ হারার ধাক্কা সামলানো কঠিন। আমার মনে হয় ১০-১৫ রান কম করেছি। এই উইকেটে ১৯০ থেকে ১৯৫ রান দরকার ছিল।”
advertisement
advertisement
প্রসঙ্গত, গ্রুপ পর্বে এখনও কেকেআরের দুটি ম্যাচ বাকি রয়েছে। আরসিবি ও সানরাইজার্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে নাইটরা। আপাতত এই দুটি ম্যাচ জেতাই লক্ষ্য বলে জানিয়েছেন কেকেআর অধিনায়ক। “প্লেঅফের অঙ্ক নিয়ে না ভেবে দুটি ম্যাচে জিতে পরে ওইসব ভাবা যাবে”- বলে মত অজিঙ্কে রাহানের।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 08, 2025 9:06 AM IST