হোম /খবর /খেলা /
কেকেআরকে চ্যাম্পিয়ন করতেই এসেছি, সাফ বার্তা শ্রেয়স আইয়ারের

Shreyas Iyer KKR: কেকেআর জার্সিতে নিজের চূড়ান্ত লক্ষ্য জানিয়ে দিলেন নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ার

কেকেআর জার্সিতে নিজেকে প্রমাণ করতে মরিয়া শ্রেয়স আইয়ার

কেকেআর জার্সিতে নিজেকে প্রমাণ করতে মরিয়া শ্রেয়স আইয়ার

KKR captain Shreyas Iyer shares thoughts and expectations in IPL for Kolkata fans. কেকেআরকে চ্যাম্পিয়ন করতে এসেছি, সাফ বার্তা শ্রেয়স আইয়ারের

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক হিসেবে নিজেদের মিডিয়ায় প্রথম সাক্ষাৎকার দিলেন শ্রেয়স আইয়ার। শাহরুখ খানের দলের সোনালী, বেগুনি জার্সি গায়ে মাঠে নামার জন্য মরিয়া তিনি। ভারতীয় দলের হয়ে দুরন্ত ছন্দে রয়েছেন। টি টোয়েন্টি সিরিজ শেষ করে খেলবেন টেস্ট সিরিজ। টি টোয়েন্টিতে সিরিজের সেরা নির্বাচিত হয়েছেন। কেকেআর অধিনায়ক হিসেবে তার প্রথম কর্তব্য এমন একটা দলের পরিবেশ তৈরি করা যেখানে সকলে মিলে একটা লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে।

আরও পড়ুন - Irfan Pathan, T20 World Cup : টি ২০ বিশ্বকাপে ভারতীয় দলে একজন বাঁ-হাতি বোলারের প্রয়োজন দেখছেন ইরফান

লড়াকু মানসিকতা রাখার পাশাপাশি দলে প্রত্যেকের গুরুত্ব অপরিসীম বুঝিয়ে দিতে চান শ্রেয়স আইয়ার। কেকেআর জার্সির মর্যাদা রাখতে চান এবং কলকাতাবাসীর জন্য মাঠে নিজের সেরাটা উজাড় করে দিতে চান মুম্বইকার। অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে কথা হয়েছে। শীঘ্রই ব্লু প্রিন্ট নিয়ে আলোচনা হবে। কেকেআর জার্সিতে কলকাতাকে তৃতীয় বার চ্যাম্পিয়ন করার চেষ্টা করবেন শ্রেয়স আইয়ার পরিষ্কার জানালেন।

২০১৮ সালে দিল্লি ক্যাপিটালস ক্যাপ্টেন করেছিল শ্রেয়সকে। মাত্র ২৩ বছর বয়সে মুম্বইয়ের ছেলেকে নেতা করার পিছনে কারণই ছিল, সামনের দিকে তাকানো। শুরুতে নিজেকে গোছাতে না পারলেও ধীরে ধীরে আইপিএলে সর্বকনিষ্ঠ ক্যাপ্টেন সাফল্য পেতে শুরু করেছিলেন। নিজে যেমন পেয়েছিলেন, টিমকেও তেমনই সাফল্য দিয়েছিলেন। কিন্তু গত মরসুমের আগে চোটের কারণে ছিটকে গিয়েছিলেন মাঠ থেকে। তাঁর বদলে দিল্লি নেতা হিসেবে বেছে নিয়েছিল ঋষভ পন্থকে।

আইপিএলের দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে শ্রেয়স ব্যাট হাতে আবার সাফল্য পেয়েছিলেন ঠিকই, কিন্তু অধিনায়কত্বের ভূমিকা থেকে তাঁকে সরানো কোনও ভাবেই মেনে নিতে পারেননি। সেই কারণেই গত আইপিএলের পরই আর দিল্লিতে থাকতে চাননি তিনি। আইপিএলের মেগা নিলামে তাই সবচেয়ে বেশি আগ্রহ ছিল শ্রেয়সকে নিয়েই। সব টিমই তাঁকে নেওয়ার জন্য মরিয়া ঝাঁপিয়েছিলেন।

শেষ পর্যন্ত ১২.২৫ কোটি টাকায় শ্রেয়সকে কিনে নেয় কেকেআর। একদিকে প্যাট কামিন্সের মতো অভিজ্ঞ বোলার রয়েছেন হাতে। অজিঙ্ক রাহানে, নীতিশ রানার মতো অভিজ্ঞ ভারতীয় ক্রিকেটারদের পাশে পাচ্ছেন। সেই সঙ্গে আন্দ্রে রাসেল, টিম সাউদি, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ারদের মতো ক্রিকেটাররাও থাকছেন। তারুণ্য বেশি হলেও গভীরতাও কম নেই টিমে। শ্রেয়সের মতো ক্যাপ্টেনের ক্ষেত্রে সাফল্য পেতে সুবিধাই হবে বলে মনে করছেন অনেকে।

Published by:Rohan Chowdhury
First published:

Tags: IPL 2022, Kkr, Shreyas Iyer