KKR: নারিন, উমেশদের ধার কমেছে! কেকেআর অধিনায়ক রানা সব দোষ চাপালেন বোলারদের ঘাড়ে

Last Updated:
নারিন, উমেশদের ধার কমেছে
নারিন, উমেশদের ধার কমেছে
মুম্বই: আগের মতো ধার নেই নাইট রাইডার্স বোলিংয়ে। ইডেনের স্পিন সহায়ক উইকেটে সফল, আর বাইরে গেলেই খেল খতম। আবার দেখা গেল মুম্বইতে। নীতিশ রানা হতাশ নিজের বোলারদের নিয়ে। ভেঙ্কটেশের শতরানে ভর করে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রান তোলে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু শতরান করলেও দলকে জেতাতে পারলেন না তিনি। ব্যাট হাতে একাই লড়ে গেলেন তিনি।
শুধু তাই নয়, নাইট স্পিনারদের টিপস দেওয়া সত্বেও তা কাজে লাগাতে পারলেন না সুনীল নারিন, বরুণ চক্রবর্তীরা। মুম্বইয়ের বিরুদ্ধে হেরে পরপর দুই ম্যাচে হারতে হল কলকাতাকে। তবে এই পরিস্থিতি কাটিয়ে উঠতে চাইছেন দলের অধিনায়ক নীতিশ রানা। ব্যাট হাতে পাননি তিনি, তবুও তিনি মনে করেন আরও ১৫-২০ রান করতে পারলে ম্যাচ জেতা সম্ভব হত।
advertisement
আরও পড়ুন - Ravi Shastri: 'সৌরভের উচিত কোচিং না করে ঠান্ডা ঘরে বসা '! মহারাজকে শাস্ত্রীর বোমা
ম্যাচ শেষে কেকেআর অধিনায়ক বলেন, আমরা যদি ১৫-২০ রান আরও বেশি করতে পারতাম, তাহলে এই ম্য়াচ আমরা জিততে পারতাম। তবে এরজন্য কৃতিত্ব দেওয়া উচিত পীযূষ চাওলাকে। পীযূষ ভাই খুব ভালো বল করেছে। তবে খারাপ লাগছে বেঙ্কির জন্য। শতরান করেও ম্যাচ জিততে পারলাম না। খুব ভাল খেলেছে ও। খুব খারাপ লাগছে ওর জন্য। তবে তোমার সেরা বোলাররা যদি রান দিয়ে ফেলে তাহলে সেই ম্যাচ জেতা সম্ভব নয়।
advertisement
advertisement
নারিনকে নিয়ে কার্যত ছেলেখেলা করেন ইশান কিষাণ। বোলারদের ব্যর্থতা যে বেশ চাপে রেখেছে তা বলার অপেক্ষা রাখে না। এখন দেখার কেকেআর বোলাররা কত তাড়াতাড়ি ছন্দে ফিরতে পারেন। সুয়স শর্মা উইকেট পেলেও মার খেয়েছেন। কোচ পন্ডিত নিজেও কথা বলছেন বোলারদের সঙ্গে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
KKR: নারিন, উমেশদের ধার কমেছে! কেকেআর অধিনায়ক রানা সব দোষ চাপালেন বোলারদের ঘাড়ে
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement