Kick Boxing National Championship: কলকাতায় এবার কিক বক্সিং-এর জাতীয় প্রতিযোগিতা, কোথায়-কবে? জানুন

Last Updated:

দু'দিন ধরে এই চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। (Kick Boxing National Championship)

Kick Boxing National Championship
Kick Boxing National Championship
#কলকাতা: জাপানে উৎপত্তি হলেও এ রাজ্যেও দিনদিন জনপ্রিয়তা বাড়ছে মার্শাল আর্টের অন্যতম খেলা কিক বক্সিং (Kick Boxing National Championship)। মূলত, আত্মরক্ষা এবং ফিটনেসের জন্য ক্যারাটে, বক্সিং এবং মুই থাই থেকে এই খেলা বর্তমানে কিক বক্সিং রূপে জনপ্রিয়তা পেয়েছে (Kick Boxing National Championship)। ন্যাশনাল ওয়েলফেয়ার টিম এবং কে ওয়ান কিকবক্সিং হাতে হাত মিলিয়ে জাতীয় ভাবে বক্সিং  চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হতে চলেছে আগামী ৯ এবং ১০ এপ্রিল, ২০২২ (Open NWT Championship K1 kick Boxing & Boxing (pro) । দু'দিন ধরে এই চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। (Kick Boxing National Championship)
শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে  এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান, ন্যাশনাল ওয়েলফেয়ার টিমের জাতীয় সভাপতি মিলন কুমার মাজি। তিনি জানান, তাঁদের এই প্রয়াস এই বছর প্রথম। তিনি আরও বলেন, দেশের ২১ টি রাজ্য থেকে ১০০ জনের বেশি প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।  বিজয়ীদের জন্য থাকছে নগদ পুরস্কার। মোট চারটি ক্যাটেগরির ক্ষেত্রে প্রতি ক্যাটেগরিতে ১০ জন করে পাবেন নগদ পুরস্কার ।
advertisement
advertisement
জাতীয় চ্যাম্পিয়নশিপ নিয়ে অত্যন্ত আশাবাদী মিলন কুমার মাজি জানান, 'বর্তমানে খেলাধুলার প্রতি অনেকের আগ্রহ কমে যাচ্ছে আমরা বিভিন্ন জায়গায় বিনামূল্যে ক্যাম্প সংগঠিত করছি এবং সেখান থেকে কীভাবে ভালো ভালো খেলোয়াড় বেরিয়ে আসতে পারে সেই বিষয়টিও দেখছি।' তাঁর দাবি, 'ন্যাশনাল ওয়েলফেয়ার টিম সারা বছর ধরেই ক্রীড়া ক্ষেত্রে যাতে সেরা প্রতিভা তুলে আনা যায়, তার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই চ্যাম্পিয়নশিপ থেকে বিজয়ীরা যাতে বিশ্ব দরবারে ভারতকে আগামী দিনে প্রতিনিধিত্ব করতে পারেন সেই বিষয়টিও আমরা দেখছি। আগামী দিনে রাজ্যের প্রতিটি জেলায় আমরা কিকবক্সিং অ্যাকাডেমি তৈরি করব।'
advertisement
আরও পড়ুন: চিনে ফের ভয়ঙ্কর করোনা সংক্রমণ-আতঙ্ক! লকডাউন জারি করে 'ঘরবন্দি' ৯০ লক্ষ মানুষ
এদিনের সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন K1 কিক বক্সিং এর সভাপতি রবি জনসন, সাধারণ সম্পাদক রাজেশ বেঞ্জামির মূর্মুর, ভাইস প্রেসিডেন্ট অভিষেক গুপ্তা  প্রমুখ। প্রত্যেকেই একবাক্যে বলছেন, ক্রীড়া ক্ষেত্রে যদি কোনো সংস্থা – ক্লাব যদি তাঁদের সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে পারেন বলেও জানান তারা। আগামীদনে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করাই তাদের অন্যতম লক্ষ্য একথা স্পষ্ট তাঁদের কথায়। তাঁরাও প্রত্যেকে এক বাক্যে বলেন, এই চ্যাম্পিয়নশিপ থেকে বিজয়ীরা যাতে বিশ্ব দরবারে ভারতকে আগামী দিনে প্রতিনিধিত্ব করতে পারেন সেই বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Kick Boxing National Championship: কলকাতায় এবার কিক বক্সিং-এর জাতীয় প্রতিযোগিতা, কোথায়-কবে? জানুন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement