Miandad: `পাকিস্তানে এলেই কী মরবে ভারত'? মিয়াঁদাদের বিতর্কিত মন্তব্যে মুখ পুড়ল পিসিবির
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
করাচি: জাভেদ মিয়াঁদাদের মুখে কোনও লাগাম নেই কোনদিন। অতীতেও ছিল না, এখনও তাই। ফের একবার বিতর্কিত মন্তব্য করে বসলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট তারকা। মিয়াঁদাদ সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন ভারত এমন করে যেন পাকিস্তানে এলেই ওদের মরতে হবে। আমরা তো বলেছি দেশের সেরা নিরাপত্তা দেওয়া হবে ওদের। তাহলে কিসের এত ভয়?
এর আগেও তো তিনটি যুদ্ধের পর ভারত পাকিস্তানে এসেছিল। কতটা ভালোবাসা পেয়েছিল ওরা নিশ্চয়ই ভুলতে পারে না। এখন তাহলে এরকম মনোভাব কেন? রাজনৈতিক কারণে এক দশক ধরে ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় কোনও সিরিজ হয় না। শুধু আইসিসি এবং এসিসির টুর্নামেন্টেই দেখা হয় দুই দলের। এবারের এশিয়া কাপ পাকিস্তানে হওয়ার কথা থাকলেও ভারতীয় দল সেখানে যাবে না বলে ঘোষণা দিয়েছে।
advertisement
আরও পড়ুন - Litton Das: কেকেআর খেলার সুযোগ দিলে লিটন পুরো চমকে দেবে! জানিয়ে দিলেন সাকিব
আবার ওয়ানডে বিশ্বকাপ ভারতের মাটিতে হওয়ায় পাকিস্তান কী করবে―তা নিয়ে নানা কথাবার্তা শোনা যাচ্ছে। এর মাঝেই ভারতীয় দলকে পাকিস্তানে যাওয়ার আমন্ত্রণ জানালেন দেশটির প্রাক্তন তারকা জাভেদ মিয়াঁদাদ। ২০০৯ সালে শ্রীলঙ্কান ক্রিকেট দলের টিম বাসে সন্ত্রাসী হামলার পর থেকে দীর্ঘদিন পাকিস্তানের মাটিতে কোনো দল যায়নি।
advertisement
advertisement
এরপর শ্রীলঙ্কাসহ বাংলাদেশ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ের মতো দলগুলো সেখানে খেলে এসেছে। কিন্তু নিরাপত্তার দোহাই দিয়ে এখনও পাকিস্তানে যায়নি ভারত। পাকিস্তান বলছে, ভারত যদি এশিয়া কাপ খেলতে সেখানে না যায়, তাহলে তারাও বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। এই অচলাবস্থা নিরসনে ভারতকে এগিয়ে আসতে বললেন মিয়াঁদাদ।
“Forget security. ’We believe that agar maut aani hai toh aani hai. Zindagi aur maut toh allah ke haath mein hai’,” says Javed Miandad https://t.co/x5YILJaMuo
— Circle of Cricket (@circleofcricket) April 12, 2023
advertisement
দুই দেশের মধ্যকার সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজ হয়েছিল ২০১২ সালে। সেবার ভারতের মাটিতে খেলে এসেছে পাকিস্তান। এবার এক ইউটিউব চ্যানেলে ভারতকে আমন্ত্রণ জানিয়ে মিয়াঁদাদ বলেন, নিরাপত্তা বিষয়টি ভুলে যান। আমরা বিশ্বাস করি, মৃত্যু আসার হলে আসবেই।
জন্ম ও মৃত্যু সৃষ্টিকর্তার হাতে। ভারত যদি আজ আমাদের ডাকে, আমরা যাব। তবে তাদেরও আসতে হবে। বিষয়টা হল, সর্বশেষ আমরা তাদের দেশে গিয়েছি। কিন্তু তারা আর আসেনি। এখন তাদের আসার পালা। বিরাট কোহলি, রোহিত শর্মাদের পাকিস্তানের মাটিতে খেলতে দেখতে চায় কোটি কোটি মানুষ মনে করিয়ে দিয়েছেন মিয়াঁদাদ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 13, 2023 2:07 PM IST