Jasprit Bumrah: ভারতের এক নম্বর পেসারের আবার চোট! পায়ে ব্যান্ডেজ, ইডেন টেস্টের আগে গম্ভীর, গিলের চিন্তা রক্তচাপ বাড়ল!

Last Updated:

Jasprit Bumrah: ২০২৫ সালের শুরুর দিকে সিডনি টেস্ট ম্যাচ চলাকালীন জসপ্রীত বুমরাহ চোট পান। তখন থেকেই তাঁর ফিটনেস নিয়ে অনিশ্চয়তা ও জল্পনা অব্যাহত রয়েছে।

News18
News18
কলকাতা: ২০২৫ সালের শুরুর দিকে সিডনি টেস্ট ম্যাচ চলাকালীন জসপ্রীত বুমরাহ চোট পান। তখন থেকেই তাঁর ফিটনেস নিয়ে অনিশ্চয়তা ও জল্পনা অব্যাহত রয়েছে।
এখন বছর শেষের পথে, তবুও বুমরাহর ফিটনেস নিয়ে প্রশ্ন আগের মতোই রয়ে গেছে। সব সময় এক ধরনের আশঙ্কা থাকে, তিনি কি ম্যাচ খেলবেন, নাকি শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করবেন?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ শুরু হতে আর মাত্র তিন দিন বাকি। অস্ট্রেলিয়া সফর থেকে ফিরে আসার পরই প্রস্তুতি শুরু করে দিয়েছে। অনুশীলনে শুভমান গিল, জসপ্রীত বুমরাহ, সাই সুদর্শন, রবীন্দ্র, যশস্বী জয়সওয়াল, ওয়াশিংটন সুন্দর এবং নীতীশ কুমার রেড্ডির মতো খেলোয়াড়রা অংশ নেন।
advertisement
advertisement
তবে ইডেনে বুমরাহকে যে অবস্থায় দেখা গেছে, তা কিছুটা উদ্বেগজনক এবং চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় পেসার বোলার জসপ্রীত বুমরাহ অনুশীলনে ধীর গতিতে শুরু করেন এবং প্রায় আধ ঘণ্টা ওয়ার্ম-আপ করেন। এর পর তিনি ছোট রান-আপ নিয়ে কিছুক্ষণ বল করেন। তার পর ড্রেসিংরুমে ফিরে যান। তাঁকে ডান হাঁটুতে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা যায়।
advertisement
এখন প্রশ্ন উঠছে, দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিপক্ষে যদি বুমরাহ না খেলেন তবে পুরো দলের ভারসাম্যই বদলে যাবে।সেশনের শুরু হয়েছিল কোচ গৌতম গম্ভীর, সিতাংশু কোটক ও মর্নে মর্কেলের উপস্থিতিতে যাঁরা প্রথমে প্রায় ১০ মিনিট ধরে পিচ পরিদর্শন করেন। পরে গম্ভীর কিউরেটর সুজন মুখার্জির সঙ্গেও আলোচনা করেন।
আরও পড়ুন- পুরনো অভ্যাস বদলাননি গম্ভীর! ইডেন টেস্টের আগে কালীঘাটে পুজো দিলেন ভারতীয় কোচ
অনুশীলন সেশন থেকে কিছুই স্পষ্ট বোঝা যায়নি। কারণ শুভমান গিল, যশস্বী জয়সওয়াল ও সুদর্শন তিনজনই নেটে ব্যাটিং করেছেন। সাই সুদর্শন সেন্টার উইকেটে দীর্ঘ ব্যাটিং সেশন করেন, সেখানে পরে গম্ভীর নিজেও যোগ দেন এবং তাঁর লেগ-সাইড শট খেলার উপর বিশেষ মনোযোগ দেন। ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাডেজা পাশের উইকেটে জয়সওয়ালকে বল করছিলেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Jasprit Bumrah: ভারতের এক নম্বর পেসারের আবার চোট! পায়ে ব্যান্ডেজ, ইডেন টেস্টের আগে গম্ভীর, গিলের চিন্তা রক্তচাপ বাড়ল!
Next Article
advertisement
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
  • অমিত শাহ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ দিয়েছেন, অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে.

  • জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর মহম্মদ, পেশায় চিকিৎসক, বিস্ফোরক গাড়িটি চালাচ্ছিলেন.

  • দিল্লি, গুরগাঁও, নোয়ডা এবং গাজিয়াবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে, চলছে কড়া তল্লাশি.

VIEW MORE
advertisement
advertisement