Sanjana Ganesan : মাঠে স্বামীর আগুনে স্পেল দেখে আহ্লাদে আটখানা সঞ্জনা! কি লিখলেন দেখুন
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Jasprit Bumrah 5 wickets spell against KKR gets Sanjana Ganesan emotional. মাঠে স্বামীর আগুনে স্পেল দেখে আহ্লাদে আটখানা সঞ্জনা
#মুম্বই: পতির পুণ্যে সতীর পুণ্য, না হলে খরচ বাড়ে। এখানে অবশ্য পুণ্যের ব্যাপার ছিল না। ছিল ক্রিকেটের ব্যাপার। লড়াইয়ের ব্যাপার। জসপ্রীত বুমরাহর স্ত্রী সঞ্জনা গণেশন কেকেআরের বিরুদ্ধে দুরন্ত স্পেল দেখে যেন ভাষা হারিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ' হলি মোলি, আমার স্বামী পুরো আগুন'। এরপর আগুনের ছবি দেন তিনি।
কিছুদিন আগেই তার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়ে গিয়েছিল। ১০ ম্যাচ খেলে মাত্র ৫ উইকেট জসপ্রীত বুমরাহর নামের পাশে বেমানান। রবি শাস্ত্রী জানিয়েছিলেন এই নিয়ে চিন্তা করার কিছু নেই। সঠিক সময়ে ফর্মে ফিরে আসবেন বুমরাহ। সেটাই হল। আজ কেকেআরের বিরুদ্ধে ফিরতি ম্যাচে জ্বলে উঠলেন দেশের সেরা পেস বোলার। ৪ ওভারে ১০ রান দিয়ে ৫ উইকেট তুলে নিলেন তিনি। বুমরাহ জানিয়ে দিলেন নিজের ছন্দ খুঁজে পাচ্ছিলেন না।
advertisement
Holy moly! My husband is 🔥🔥🔥
— Sanjana Ganesan (@SanjanaGanesan) May 9, 2022
advertisement
কিন্তু সেটা নিয়ে বেশি চাপে ছিলেন না। জানতেন নিজের স্বাভাবিক বোলিং করতে পারলে ফর্মে ফিরবেন। অনুশীলনেও কঠিন পরিশ্রম চালিয়ে গিয়েছিলেন। অধিনায়ক রোহিত শর্মার সমর্থন ছিল সব সময়। উইকেটের চরিত্র দেখে বুমরাহ শর্ট বল করবেন ভেবে রেখেছিলেন। আজ আইপিএলে প্রথম বার পাঁচ উইকেট নিলেন বুমরাহ। বিশেষ করে এদিন রাসেলকে যেভাবে আউট করলেন বুমরাহ তার জন্য কোন প্রশংসা যথেষ্ট নয়।
advertisement
আর নাইটদের যাত্রা শেষের পেছনে হয়তো সবচেয়ে বড় ভূমিকাটা থাকবে জসপ্রীত বুমরাহর। খুব স্বাভাবিক ব্যাপার স্বামীর এরকম দুরন্ত পারফরম্যান্স দেখে খুশি হবেন যে কোন স্ত্রী। তবে মজার বিষয় এই পারফরম্যান্স দাম পেল না। মুম্বইকে হারিয়ে ম্যাচটা জিতে নিল কেকেআর
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 10, 2022 12:09 AM IST