IPL Trophy Tour: কেকেআর জিতেছিল যে ট্রফিটা সেই ট্রফিটা এবার আপনিও দেখতে পারবেন, আসছে নাকি আপনার জেলায়

Last Updated:

IPL Trophy Tour: আইপিএল ঘিরে জেলায় বিরাট আয়োজন! উন্মাদনায় ফুটছে শহর

+
আইপিএল title=আইপিএল ট্রফি (ছবি সৌজন্য - ইন্টারনেট)
/>

আইপিএল ট্রফি (ছবি সৌজন্য - ইন্টারনেট)

কোচবিহার: আর অল্প সময়ের মধ্যেই শুরু হতে চলেছে বছরের অন্যতম ক্রিকেট পার্বণ আইপিএল। আর সেই ক্রিকেট উন্মাদনাকে বাড়িয়ে তুলতে উত্তরবঙ্গের আসতে চলেছে আইপিএলের ট্রফি। শেষ বছরের বিজয়ী দল কেকেআর-এর পক্ষ থেকে এই ট্রফি ট্যুর করা হচ্ছে। আগামী ২ মার্চ শিলিগুড়ির সিটি সেন্টার মলে এই ট্রফি প্রদর্শন করা হবে। তারপর ৫ তারিখে এই ট্রফি আসবে কোচবিহার রাজবাড়ি স্টেডিয়ামে। ইতিমধ্যেই কেকেআর-র অফিসিয়াল ফেসবুক পেজেও এই ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র সামনে থেকে ট্রফি দেখাই নয়। ট্রফির সঙ্গে ছবিও তুলতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।
কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত দত্ত জানান, “বিগত বছরে আইপিএল জয় করেছিল কেকেআর। তাই কেকেআর-এর পক্ষ থেকে গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় এই ট্রফি প্রদর্শনী করা হবে। ক্রিকেট প্রেমীদের মধ্যে আইপিএলের উন্মাদনাকে আরোও একধাপ এগিয়ে নিয়ে যেতে এই ব্যবস্থা করা হচ্ছে। একেবারেই সামনে থেকে এই ট্রফি কে শুধুই দেখতে পাওয়া যাবে না। ট্রফির সঙ্গে দাঁড়িয়ে ছবিও তুলতে পারবেন সমর্থকরা। ইতিমধ্যে এই গোটা বিষয় নিয়ে আলোচনা পর্ব শেষ হয়েছে। কেকেআরের পক্ষ থেকে দিন জানিয়ে দেওয়া হয়েছে।”
advertisement
advertisement
তিনি আরও জানান, “আগামী ৫ মার্চ কোচবিহার রাজবাড়ি স্টেডিয়ামে এই প্রদর্শনী হতে চলেছে। তিনটে থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত চলবে এই প্রদর্শনী। এছাড়া দর্শকদের সঙ্গে বেশ কিছু টেবিল গেমসও খেলা হতে পারে এমনটাই জানতে পারা গিয়েছে।” কোচবিহারের এক ক্রিকেটপ্রেমী ব্যক্তি সন্দীপন পাল জানান, “কোচবিহারে কেকেআরের জেতা ট্রফি আসবে এটা শুনেই মনে শিহরণ জাগছে। ট্রফির সামনে দাঁড়িয়ে ট্রফিকে সামনে থেকে দেখার অপেক্ষায় রয়েছে। এছাড়া ছবি তো তুলবই। তবে বিশেষত ধন্যবাদ দেওয়া উচিত জেলা ক্রীড়া সংস্থাকে। যারা এই আয়োজনটি ব্যবস্থা করতে পেরেছেন।”
advertisement
বর্তমান সময়ে ইতিমধ্যেই আইপিএল নিয়ে উদ্দীপনা বাড়তে শুরু করেছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। এই উন্মাদনাকে আরোও কয়েকগুণ বাড়িয়ে দেবে এই ট্রফি প্রদর্শনী। ট্রফি প্রদর্শনের দিন প্রচুর সংখ্যক মানুষ আসবেন এমনটাই আশা রাখছেন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। তবে শহরের ক্রিকেটপ্রেমীদের মধ্যে আইপিএল কে কেন্দ্র করে এক আলাদা আমেজ তৈরি করতে চলেছে এই ট্রফি প্রদর্শনী।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL Trophy Tour: কেকেআর জিতেছিল যে ট্রফিটা সেই ট্রফিটা এবার আপনিও দেখতে পারবেন, আসছে নাকি আপনার জেলায়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement