Mr Asia: বাংলার গৌরব বডি-বিল্ডিংয়ে মিস্টার এশিয়া, আবারও সোনা জয়, শখ এখন দেশকে এনে দিচ্ছে সম্মান

Last Updated:

Body Building: ২০১৯, ২০২০ ও ২০২১ সালে তিনবার ‘মিস্টার ইন্ডিয়া’ হন। ২০২২ সালে একবার ‘মিস্টার ইউনিভার্স’ও হয়েছেন।

+
সোনা

সোনা জয়ী

উত্তর ২৪ পরগনা: নিজের সামান্য শখই যে একদিন তাকে ভারত সেরা করে তুলবে, তা হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি বারাসতের এই যুবক। মিস্টার ইন্ডিয়া, মিস্টার ইউনিভার্স, মিস্টার ওয়ার্ল্ড-র পর এবার বডি বিল্ডিংয়ে মিস্টার এশিয়ায় হয়ে সোনা জয় করলেন গৌরব মুখোপাধ্যায়। আর পাঁচটা ছেলের মতোই প্রথমে জিমে গিয়েছিলেন সুঠাম চেহারা বানানোর আশায়। তারপর তিনি দেখেন, বেশ কিছু সিনিয়র যাঁরা বেঙ্গল বা জেলা স্তরে বডি বিল্ডিং করছেন। তাঁদের সঙ্গে থাকতে থাকতে শুরু হয় গৌরবের পথ চলা।
প্রথমদিকে ভাল কোনও কোচ ছিল না তাঁর। এরপর বিষয়টিকে গুরুত্ব দিয়ে, ২০১৯, ২০২০ ও ২০২১ সালে তিনবার ‘মিস্টার ইন্ডিয়া’ হন। ২০২২ সালে একবার ‘মিস্টার ইউনিভার্স’ও হয়েছেন। সেখান থেকেও আনেন সোনা।
advertisement
advertisement
২০২৪ সালে মিস্টার ওয়ার্ল্ড ইন্টারন্যাশনালে সেরার সেরা হন বাংলার এই ছেলেই। এবার যেন মিস্টার এশিয়া ইন্টারন্যাশনালে সোনা জয় করে তিনি বিশ্বের সেরা বডি বিল্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন।
এশিয়ার ১৫ টি দেশের প্রতিযোগীরা এই প্রতিযোগিতা অংশ নিয়েছিল। কঠোর ডায়েট প্ল্যান, ও পরিশ্রমের মধ্যে দিয়ে গৌরবের এই শারীরিক গঠন তৈরি তাক লাগায় বিচারকদেরও। আগামী দিনে অলিম্পিকে যাওয়ার প্রস্তুতি নিয়ে এগিয়ে চলেছেন বাংলার এই বডি বিল্ডার গৌরব মুখোপাধ্যায় বলেই জানান। এদিন তার এই সাফল্যে দত্তপুকুর দ্য ফিটনেস স্টেশনের পক্ষ থেকে কেক কেটে চলে সেলিব্রশন।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mr Asia: বাংলার গৌরব বডি-বিল্ডিংয়ে মিস্টার এশিয়া, আবারও সোনা জয়, শখ এখন দেশকে এনে দিচ্ছে সম্মান
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement