IPL 2024: নিলামের আগে কত জনকে ধরে রাখা যাবে? আইপিএলের নিয়মে বড় বদলের সম্ভাবনা
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
IPL 2024: বদলাতে পারে আইপিএলের নিয়ম। আগামী বছরের আইপিএলের আগে যে মেগা নিলাম অনুষ্ঠিত হবে, তার আগেই খেলোয়ার ধরে রাখা নিয়ে নিয়ম বদলানোর সম্ভাবনা রয়েছে।
মুম্বই: বদলাতে পারে আইপিএলের নিয়ম। আগামী বছরের আইপিএলের আগে যে মেগা নিলাম অনুষ্ঠিত হবে, তার আগেই খেলোয়ার ধরে রাখা নিয়ে নিয়ম বদলানোর সম্ভাবনা রয়েছে। আগামী বছরের আইপিএলের জন্য নিলামের আগে কত জনকে ধরে রাখা যাবে তাই নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে চলতে থাকা চার জন খেলোয়ারের বদলে তিন জনকে ধরে রাখার সিদ্ধান্ত হতে পারে। অন্য এক জন খেলোয়ারের জন্য রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করা যাবে।
আইপিএলের নিয়ম অনুযায়ী চার জন খেলোয়ারই ধরে রাখা যায়। একটি আইপিএল দলের কর্তা এই প্রসঙ্গে বলেন, “কয়েকটি দল ৬ থেকে ৮ জন খেলোয়ার ধরে রাখার কথা বলছে, সবাই বলছে না। আইপিএলের জন্য নিলাম খুব জরুরি, কত জন খেলোয়ার ধরে রাখা যাবে তা যদি বাড়ানো হয়, তা হলে নিলামের গুরুত্ব কমে যাবে”।
advertisement
তবে অনেক ক্ষেত্রে ক্রিকেটাররা দলবদল করলে সমর্থক হারাতে হয় দলগুলিকে। বিরাট কোহলি, যশপ্রীত বুমরা, সচিন তেন্ডুলকার একটি দলের হয়েই আইপিএল খেলেছেন। আইপিএলের নিলাম নিয়ে অন্য এক জন আইপিএল কর্তা বলেন, “আইপিএলের ফ্যান বেস এবং ইপিএলের ফ্যান বেস আলাদা। এখনই সেটা সম্ভব নয়। এটা করতে সময় লাগবে। যদি খেলোয়ার নেওয়ার সিস্টেম সেই রকম করা হয়, তা হলে নিলামের বদলে ড্রাফ্ট সিস্টেম করতে হবে। কিন্তু আইপিএলে নিলামের একটা আলাদা আকর্ষণ আছে”।
advertisement
advertisement
বিভিন্ন দলের কর্তাদার একাধিক মত দিলেও চূড়ান্ত কিছুই করা হয়নি। ২০২৪ সালের আইপিএল চলাকালীনই সব দলের কর্তাদের নিয়ে বিসিসিআইয়ের বসার কথা ছিল, কিন্তু তা বাতিল হয়ে যায়। শোনা যাচ্ছে জুন মাসেই এই নিয়ে এক বার আলোচনা হতে পারে তবে চূড়ান্ত দিনক্ষণ জানানো হয়নি।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 31, 2024 4:13 PM IST