IPL auction 2022, Hangargekar : ভারতের অনূর্ধ্ব উনিশের এই অলরাউন্ডারের জন্য ঝাঁপাবে একাধিক ফ্র্যাঞ্চাইজি,দেখুন

Last Updated:

IPL Mega auction 2022 Rajvardhan Hangargekar can get attractive bids. আইপিএল নিলামে তাক লাগিয়ে দিতে পারেন অনূর্ধ্ব উনিশের রাজবর্ধন হাঙ্গরগেকর

ব্যাটে, বলে নজর কাড়তে তৈরি রাজবর্ধন
ব্যাটে, বলে নজর কাড়তে তৈরি রাজবর্ধন
রাত পোহালেই আইপিএলের বড় নিলাম। সেই নিলামেও ভাল দর উঠতে পারে ভারতের বর্তমান অনুর্দ্ধ ১৯ দলের কয়েকজন ক্রিকেটারের। ভারতের তারকা অফ স্পিনার রবিচন্দ্রণ অশ্বিন মনে করেন বর্তমান অনুর্দ্ধ ১৯ দলের বোলিং অলরাউন্ডার রাজবর্ধন হাঙ্গারগেকার ভবিষ্যতের তারকা। আসন্ন নিলামে তার জন্য চড়া দর হাকতে পারেন ফ্র্যাঞ্চাইজির মালিকরা।
advertisement
advertisement
এমনটাই মনে করছেন ভারতের হয়ে টেস্টে তৃতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। রাজবর্ধন হাঙ্গারগেকার অনুর্দ্ধ ১৯ দলে ৫ নম্বরে ব্যাট করেছেন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১৭ বলে ৩৯ রানের ইনিংসে ফিনিশার হিসেবে তার দক্ষতার পরিচয় পাওয়া গেছে। জোরে বোলার হিসেবে তিনি সুইং করাতেও পারদর্শী। অশ্বিনের বক্তব্য, এই খেলোয়াড়কে নিশ্চিতভাবেই আইপিএল নিলামে কোনো দল কিনবে।
advertisement
তার নাম রাজবর্ধন হাঙ্গারগেকার। ও একজন ডানহাতি মিডিয়াম পেস বোলার, ভাল ইনসুইংও করতে পারে। ইনসুইং বরাবরই ব্যাটারদের বিপাকে ফেলে। ইশান্ত শর্মার পর আরেকজন ভাল ইনসুইং বোলার খুঁজে পাওয়া গেছে। লোয়ার অর্ডারে নেমে ওর দ্রুত রান তোলার ও বড় শট মারার অসাধারণ ক্ষমতা রয়েছে। তাই আমার মনে হয় নিলামে তাকে নেওয়ার জন্য একের পর এক দর উঠবে।
advertisement
সবার নজরে আসবে ও। ভারতের অনুর্দ্ধ ১৯ দলের অধিনায়ক ইয়াশ ধুলকে কোনো দল নেবে কিনা তা নিশ্চিত করে বলতে পারছেন না অশ্বিন। যদিও অতীতে অনুর্দ্ধ ১৯ দলের অধিনায়কদের প্রতি বিশেষ আগ্রহ ছিল ফ্র্যাঞ্চাইজিদের। প্রিয়ম গার্গকে সানরাইজার্স হায়দারাবাদ ও পৃথ্বী শাহকে দিল্লি ক্যাপিটালস কিনেছিল। অশ্বিনের বক্তব্য, ইয়াশ ধুল খুবই প্রতিভাবান ব্যাটার। গতবার সানরাইজার্স প্রিয়ম গার্গকে নিয়েছিল।
বাংলা খবর/ খবর/খেলা/
IPL auction 2022, Hangargekar : ভারতের অনূর্ধ্ব উনিশের এই অলরাউন্ডারের জন্য ঝাঁপাবে একাধিক ফ্র্যাঞ্চাইজি,দেখুন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement