IPL 2025 RCB vs LSG: শুক্রবার কি হবে আইপিএলে আরসিবি বনাম এলএসজি ম্যাচ? বড় আপডেট দিলেন বোর্ড কর্তা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2025 RCB vs LSG: শুক্রবার আইপিএলে ম্যাচ রয়েছে এলএসজি বনাম আরসিবির। সেই ম্যাচ আদৌ হবে কিনা তা নিয়ে ছিল জল্পনা। অবশেষে শুক্রবারের ম্যাচ নিয়ে আপডেট দিল বোর্ড।
বৃহস্পতিবার ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির কারণে মাঝপথেই বন্ধ করে দেওয়া হয়েছিল পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ। এমন পরিস্থিতিতে আইপিএলের ভবিষ্যত কী তা নিয়েও উঠে গিয়েছে প্রশ্ন। শুক্রবার আইপিএলে ম্যাচ রয়েছে এলএসজি বনাম আরসিবির। সেই ম্যাচ আদৌ হবে কিনা তা নিয়ে ছিল জল্পনা। অবশেষে শুক্রবারের ম্যাচ নিয়ে আপডেট দিল বোর্ড।
আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল সাফ জানিয়ে দিয়েছেন, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত শুক্রবারের ম্যাচ হবে বলেই এখনও পর্যন্ত খবর। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে অরুণ ধুমল বলেছেন,”সরকারের তরফে আমাদের কোনও নির্দেশ দেওয়া হয়নি। এখনও পর্যন্ত যা খবর তাতে ম্যাচ হবে। তবে প্রতি মুহূর্তে পরিস্থিতি বদলাচ্ছে। কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত নেবে তা মেনে নেওয়া হবে।”
advertisement
প্রসঙ্গত, জম্মুতে পাকিস্তানের হামলার পরই নিরাপত্তার কারণে আর কোনও ঝুঁকি নেওয়া হয়নি। ধরশালায় বন্ধ করা হয় দিল্লি-পঞ্জাব ম্যাচ। মাঠের আলো নিভিয়ে দেওয়া হয়। দর্শকদের মাঠ ছাড়তে বলা হয়। এর পরেই ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। এমন উত্তেজনার পরিস্থিতিতে আইপিএলে ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। জরুরি ভিত্তিতে বৈঠকে বিসিসিআই কর্তারা।
advertisement
advertisement
মনে করা হয়েছিল, বৃহস্পতিবারের ম্যাচ বাতিলের পর, এবারের আইপিএল এখানেই স্থগিত হয়ে যেতে পারে। তবে কেন্দ্রীয় সরকারের তেমন কোনও সিদ্ধান্ত এখনও না আসায় শুক্রবারের ম্য়াচ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া শুক্রবারের ম্যাচ লখনউতে। ফলে সেখানে বিপদও কম। তবে শেষ পর্যন্ত কী হয় সেদিতে নজর সকলের।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 09, 2025 11:16 AM IST