IPL Auction 2022, Pat Cummins: সেরা ফাস্ট বোলার হিসেবে প্যাট কামিন্সকে তুলে নিল কলকাতা নাইট রাইডার্স
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
IPL Auction 2022 Updates KKR buys Pat Cummins for 7 crore 25 lacs. প্রায় অর্ধেক দামে ৭ কোটি ২৫ লাখে প্যাট কামিন্সকে দলে নিল কেকেআর
#বেঙ্গালুরু: আইপিএল নিলামে নামার আগে পকেটে রয়েছে ৪৮ কোটি টাকা। কিন্তু হিসাব করে প্রয়োজন মতো দল গড়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ কেকেআর শিবিরের কাছে। এমনিতে এবার আইপিএলের মেগা নিলামের আগে চার খেলোয়াড়কে রিটেন করেছে কেকেআর - আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন এবং ভেঙ্কটেশ আইয়ার। সেক্ষেত্রে নিলামে একাধিক পেসার লাগবে কেকেআরের। সেক্ষেত্রে পুরনো ভরসা তথা বিশ্বের এক নম্বর টেস্ট বোলার কামিন্সের জন্য ঝাঁপাতে পারে নাইট বাহিনী সেটা আগেই জানা ছিল।
কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) কোচ ব্রেন্ডন ম্যাককালাম ইঙ্গিত দিয়েছিলেন যে অস্ট্রেলিয়ার তারকা পেসার প্যাট কামিন্সের জন্য আইপিএলের নিলামে ঝাঁপানো হতে পারে। যিনি দলের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড় বলে মন্তব্য করেছেন নাইট কোচ। সেই মতো অস্ট্রেলিয়া টেস্ট অধিনায়ক এর জন্য লড়াই করে ছিনিয়ে আনল শাহরুখ খানের দল।
advertisement
advertisement
Pat Cummins has been bought by the Kolkata Knight Riders for $1.34m AUD #IPLAuction
— cricket.com.au (@cricketcomau) February 12, 2022
কেকেআর ছাড়াও প্যাট কামিন্সকে পেতে উৎসাহী ছিল গুজরাত টাইটান্স এবং লখনউ জয়েন্টস। শেষ পর্যন্ত কেকেআর ৭ কোটি ২৫ লাখ টাকা দিয়ে বাজিমাত করল। নিঃসন্দেহে কেকেআর অধিনায়ক হবেন প্যাট কামিন্স সেটা পরিষ্কার। আগেরবার ১৫:৫০ কোটি দিয়ে তাকে দলে নেওয়া হয়েছিল।
advertisement
এবার পাওয়া গেল প্রায় অর্ধেক দামে। কিন্তু অভিজ্ঞতা, ভাল বোলিং এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকায় প্যাট কামিন্স কলকাতার ভাল সংযোজন বলা যায়। গতবার কেকেআর জার্সিতে ৭ ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন তিনি। প্রয়োজনে নিচের দিকে ব্যাট হাতে রান করতে পারেন। তাই প্যাট কামিন্স প্রয়োজন অনুযায়ী কেকেআর দলের প্রয়োজন মেটাবেন বলা যায়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 12, 2022 12:50 PM IST