গত Valentie's Dayতে বিয়ে, অন্যের বউয়ের সঙ্গে ঘর করছেন নাসির হুসেন, বিস্ফোরক অভিযোগ Bangladesh Cricketer-র বিরুদ্ধে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
বাংলাদেশি (Bangladesh) ক্রিকেটার (Cricketer) নাসির হুসেনের (Nasir Hossain ) বিরুদ্ধে যদি এই ব্যভিচারের (Adultery) অভিযোগ প্রমাণ হয় তাহলে তাঁর ৭ বছরের জন্য জেল হতে পারে৷
#ঢাকা: বাংলাদেশি (Bangladesh) ক্রিকেটার (Cricketer) নাসির হোসেন (Nasir Hossain) বড় বিপদের সামনে, অন্যের বউয়ের সঙ্গে ঘর করার মারাত্মক ব্যভিচারের (Adultery) অভিযোগ তাঁর বিরুদ্ধে৷ গত বছর ১৪ ফেব্রুয়ারি ভ্যালেনটাইন্স ডে-র (Valentine's Day) দিন বিয়ে করেছিলেন নাসির৷ তামিমা সুলতানার সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর৷ কিন্তু এখন তাঁর প্রথম স্বামী রাকিব হাসান বাংলাদেশের (Bangladesh) তারকা ক্রিকেটারের (Cricketer) বিরুদ্ধে ব্যভিচারের (Adultery) অভিযোগ দায়ের করেছেন৷ তাঁর আইনজীবী জানিয়েছেন তাঁর মক্কেল রাকিব হাসান ও তামিমা সুলতানা এখনও বিবাহিত৷ Photo- Collected
advertisement
বাংলাদেশি (Bangladesh) ক্রিকেটার (Cricketer) নাসির হুসেনের (Nasir Hossain ) বিরুদ্ধে যদি এই ব্যভিচারের (Adultery) অভিযোগ প্রমাণ হয় তাহলে তাঁর ৭ বছরের জন্য জেল হতে পারে৷ বাংলাদেশের সামাজিক নীতি অনুযায়ি মহিলা নয়, ব্যভিচারের জন্য শুধু পুরুষরাই শাস্তি পেতে পারেন৷ রাকিবের আইনজীবী ইশরত হাসান জানিয়েছেন তাঁর ক্লায়েন্টের স্ত্রী মিথ্যা ডিভোর্স পেপার দেখিয়ে ক্রিকেটারের সঙ্গে বিয়ে করেছেন৷ এক বছর আগের ভ্যালেন্টাইন্স ডে -তে বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই আরেক ভ্যালেন্টাইন্স ডে -তে এত বড় কেস শুরু হয়েছে বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলা এই ক্রিকেটারের বিরুদ্ধে৷ Photo- Collected
advertisement
advertisement
advertisement