Home /News /sports /

IPL Auction 2021: ধোনির চেন্নাই সুপার কিংসে ইংল্যান্ডের অলরাউন্ডার মইন আলি

IPL Auction 2021: ধোনির চেন্নাই সুপার কিংসে ইংল্যান্ডের অলরাউন্ডার মইন আলি

IPL Auction 2021 Moeen Ali is SOLD for csk 7Cr INR

IPL Auction 2021 Moeen Ali is SOLD for csk 7Cr INR

ধোনির চেন্নাই সুপার কিংসে ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলি৷ সাত কোটি টাকায় তাঁকে দলে তুলে নিল সিএসকে৷ নিলামে পঞ্জাবের সঙ্গে রীতিমতো লড়াই করে মঈনকে টিমে নিল স্টিফেন ফ্লেমিংয়ের টিম৷

 • Share this:

  #চেন্নাই: ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস (CSK) তুলে নিল ইংল্যান্ডের অলরাউন্ডার মইন আলিকে (Moeen Ali) ৷ সাত কোটি টাকায় তাঁকে দলে নিয়েছে সিএসকে৷ নিলামে পঞ্জাবের সঙ্গে রীতিমতো লড়াই করে মইনকে টিমে নিল ইয়েলো আর্মি৷

  ভারতের বিরুদ্ধে চলতি চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দু'টি টেস্ট খেলেই মইন আলি দেশে ফিরে গিয়েছেন৷ ফের তিনি সীমিত ওভারের সিরিজ শুরুর আগে ভারতে চলে আসবেন৷ মইন একজন ভাল স্পিনারই নন, তার সঙ্গে ব্যাটিংটাও দুর্দান্ত করেন তিনি৷ চিপকে দ্বিতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৮টি উইকেট নেওয়া ছাড়াও দ্বিতীয় ইনিংসে দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন আলি।

  এবার ভারতের মাটিতে খেলা হবে৷ চেন্নাইয় বরাবর চিপকের কথা মাথাই রেখেই স্পিনিং ট্র্যাক বানায়৷ ফলে এবার নিলামের শুরুতেই তাঁরা বিশ্বমানের স্পিনার ও ব্যাটসম্যানকে নিয়ে নিলেন৷ গতবার সাত নম্বরে শেষ করেছিল চেন্নাই৷ আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ চ্যাম্পিয়ন টিমকে এত খারাপ দিন আগে দেখতে হয়নি৷ এবার শুরুতেই দলের একাধিক সিনিয়র প্লেয়ারকে ছেঁটে পার্সে টাকা বাড়িয়ে একদম নতুন করে দল গুছিয়ে নিতে চায় চেন্নাই৷

  Published by:Subhapam Saha
  First published:

  Tags: IPL Auction 2021, KL Rahul

  পরবর্তী খবর