IPL Auction 2021: ধোনির চেন্নাই সুপার কিংসে ইংল্যান্ডের অলরাউন্ডার মইন আলি
- Published by:Subhapam Saha
- news18 bangla
Last Updated:
ধোনির চেন্নাই সুপার কিংসে ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলি৷ সাত কোটি টাকায় তাঁকে দলে তুলে নিল সিএসকে৷ নিলামে পঞ্জাবের সঙ্গে রীতিমতো লড়াই করে মঈনকে টিমে নিল স্টিফেন ফ্লেমিংয়ের টিম৷
#চেন্নাই: ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস (CSK) তুলে নিল ইংল্যান্ডের অলরাউন্ডার মইন আলিকে (Moeen Ali) ৷ সাত কোটি টাকায় তাঁকে দলে নিয়েছে সিএসকে৷ নিলামে পঞ্জাবের সঙ্গে রীতিমতো লড়াই করে মইনকে টিমে নিল ইয়েলো আর্মি৷
Moeen Ali will now don the Yellow 💛 after @ChennaiIPL acquire his services for INR 7 Cr. @Vivo_India #IPLAuction pic.twitter.com/I4y4KaECdr
— IndianPremierLeague (@IPL) February 18, 2021
advertisement
We got it Ali figured out. Welcome to the #SuperFam! #WhistlePodu #Yellove #SuperAuction 💛🦁 pic.twitter.com/5IW7hM1xPi
— Chennai Super Kings (@ChennaiIPL) February 18, 2021
advertisement
ভারতের বিরুদ্ধে চলতি চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দু'টি টেস্ট খেলেই মইন আলি দেশে ফিরে গিয়েছেন৷ ফের তিনি সীমিত ওভারের সিরিজ শুরুর আগে ভারতে চলে আসবেন৷ মইন একজন ভাল স্পিনারই নন, তার সঙ্গে ব্যাটিংটাও দুর্দান্ত করেন তিনি৷ চিপকে দ্বিতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৮টি উইকেট নেওয়া ছাড়াও দ্বিতীয় ইনিংসে দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন আলি।
advertisement
এবার ভারতের মাটিতে খেলা হবে৷ চেন্নাইয় বরাবর চিপকের কথা মাথাই রেখেই স্পিনিং ট্র্যাক বানায়৷ ফলে এবার নিলামের শুরুতেই তাঁরা বিশ্বমানের স্পিনার ও ব্যাটসম্যানকে নিয়ে নিলেন৷ গতবার সাত নম্বরে শেষ করেছিল চেন্নাই৷ আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ চ্যাম্পিয়ন টিমকে এত খারাপ দিন আগে দেখতে হয়নি৷ এবার শুরুতেই দলের একাধিক সিনিয়র প্লেয়ারকে ছেঁটে পার্সে টাকা বাড়িয়ে একদম নতুন করে দল গুছিয়ে নিতে চায় চেন্নাই৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 18, 2021 3:55 PM IST