KKR vs RCB: এক ম্যাচে একাই মেরেছেন ২৬টি ছয়! অনেক তারকার জায়গা খেয়ে নেবেন কেকেআরের নতুন ব্যাটার!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2025 KKR vs RCB: আরসিবির বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করতে চলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর। ২২ মার্চ ইডেনে মেগা ম্যাচ ঘিরে চড়ছে পারদ। তার আগে কেকেআকেক টিম কম্বিনেশন কেমন হবে তা নিয়ে রয়েছে জোর জল্পনা।
কলকাতা: আরসিবির বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করতে চলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর। ২২ মার্চ ইডেনে মেগা ম্যাচ ঘিরে চড়ছে পারদ। তার আগে কেকেআকেক টিম কম্বিনেশন কেমন হবে তা নিয়ে রয়েছে জোর জল্পনা। বিশেষ করে উইকেট কিপার ও ব্যাটার হিসেবে কাকে খেলানো হবে তা নিয়ে সমস্যায় পড়েছে কেকেআর টিম ম্যানেজমেন্ট।
প্রাথমিকভাবে মনে করা হয়েছিল লড়াইটা হবে কুইন্টন ডিকক ও রহমানউল্লাহ গুরবাজের মধ্যে। সেই লড়াইতে এগিয়ে ছিলেন প্রোটিয়া তারকাই। কিন্তু শেষ মুহূর্তে সব হিসেব ঘেটে দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের ২৫ বছর বয়সি লুবনিথ সিসোদিয়া। তিনিও একজন উইকেটকিপার-ব্যাটার। প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে ধ্বংসাত্মক ইনিংস খেলে ও উইকেটের পিছনে দুরন্ত কিপিং করে সকলের নজর কেড়েছেন তিনি।
advertisement

advertisement
একটি কর্পোরেট ক্রিকেট ম্যাচে ১২৯ বলে ৩১২ রানের ইনিংস খেলে নজরে আসেন লুবনিথ সিসোদিয়া। একাই মারেন ২৬টি ছয় ও ২৬টি চার। সেই সুবাদে ২০২২ সালে আরসিবি তাঁকে দলে নিলেও খেলার সুযোগ পাননি। এবার মেগা নিলাম থেতে তরুণ ক্রিকেটারকে দলে নিয়েছেন কেকেআর। তার বড় শট খেলার দক্ষতার কারণে তিনি একাদশে সুযোগ পেতে পারেন বলে মনে করা হচ্ছে।
advertisement
AN YOUNGSTER TO WATCH OUT FROM KKR IN IPL 2025:
– It’s Luvnith Sisodia 🔥 pic.twitter.com/PNGSwmqXCT
— Johns. (@CricCrazyJohns) March 15, 2025
আরও পড়ুনঃ KKR News: কেকেআরে খেলা প্রায় ১১ কোটির প্লেয়ার যোগ দিচ্ছে এলএসজিতে! আইপিএল শুরুর আগে জোর জল্পনা
advertisement
প্রস্তুতি ম্যাচে অবলীলায় কেকেআরের তারকা বোলারদের বল মাঠের বাইরে ফেলেছেন তিনি। লুবনিথ সিসোদিয়া ওপেনিং করে থাকেন। অনুশীলন ম্যাচে তার ব্যাটিং ও কিপিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ফলে ডিকক ও গুরবাজদের সঙ্গে লড়াইতে ঢুকে গিয়েছেন তিনি। প্রথম একাদশে সুযোগ পেলে নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন তরুণ বাঁ হাতি ব্যাটার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 20, 2025 1:25 PM IST