বোর্ডের নতুন 'ফতোয়া'! আইপিএলের মাঝেই চাপে রোহিত-কোহলিরা! জানুন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
BCCI May Introduce New Rules Before England Tour: মনে করা হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর সেই সকল নিয়ম শিথিল করবে বিসিসিআই। কিন্তু বোর্ড সূত্রে খবর, ইংল্য়ান্ড সফরের আগে আরও কঠোর হতে চলেছে বিসিসিআই।
ঘরের মাঠে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে লজ্জার হারের পর ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে উঠেছিল নানা প্রশ্ন। লাগাতার হারের ফলে কঠোর হয়েছিল বিসিসিআইও। ড্রেসিং রুমের পরিবেশ ঠিক রাখা সহ সফরের সময় নানা নিয়ম জারি করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু মনে করা হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর সেই সকল নিয়ম শিথিল করবে বিসিসিআই। কিন্তু বোর্ড সূত্রে খবর, ইংল্য়ান্ড সফরের আগে আরও কঠোর হতে চলেছে বিসিসিআই।
আইপিএলের পরই ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজ খেলতে যাবে ভারতীয় দল। আইপিএলের মাঝেই ভারতীয় দলের অধিনায়ক ঠিক করা হবে বলে খবর। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে ভারতীয় এ দল ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দুটি প্রস্তুতি টেস্ট ম্যাচ খেলবে। সিরিজে ভাল পারফরম্যান্সের লক্ষ্যে ও ম্যাচ প্রস্তুতুর জন্য ভারতীয় এ দলে সিনিয়র দলের কিছু ক্রিকেটারের খেলা বাধ্যতামূলক করে দিতে পারে বোর্ড।
advertisement
অস্ট্রেলিয়া সফরে গিয়ে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেললেও কোনও দলের বিরুদ্ধে খেলেনি ভারতীয় দল। এবার দলের কিছুব ক্রিকেটারের প্রস্তুতি যাতে সঠিক হয় সেই কারনেই ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভারতীয় টেস্ট দলের তারকা ক্রিকেটারকে ভারত এ দলের হয়ে খেলতে দেখা যাবে। রোহিত শর্মা ও বিরাট কোহলিদেরও এর আগের টেস্ট সিরিজগুলিতে ছন্দে পাওয়া যায়নি। ফলে ফতোয়া জারি হতে পারে তাদের জন্যও।
advertisement
advertisement
প্রসঙ্গত, ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলে করুণ নায়ারের সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল। ঘরোয়া ক্রিকেটে যেভাবে রান করেছেন নায়ার তাতে তার কামব্যাক শুধু সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে। তবে ভারতীয় এ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে তাকে খেলিয়ে দেখে নেওয়া তে পারে। সেখানে রান পেলে মূল দলে ফেরা পাকা হয়ে যাবে করুণ নায়ারের।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 27, 2025 2:01 PM IST