রোহিত শর্মা কাঁদছেন কেন? মুখ লুকিয়ে দেশের ক্যাপ্টেন! বিশ্বকাপের আগে হলটা কী!

Last Updated:

Rohit Sharma crying video goes viral: মুম্বই ইন্ডিয়ান্সের ওপেনার রোহিত শর্মা আইপিএল ২০২৪-এ নিজের খারাপ ফর্ম নিয়ে কি চিন্তিত! সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দলের শেষ ম্যাচে ভাল খেলতে পারেননি তিনি। এদিন মাত্র ৪ রান করে আউট হয়ে যান হিটম্যান। তার পরই তাঁর কান্নার ভিডিও ভাইরাল।

মুম্বই: মুম্বই ইন্ডিয়ান্সের ওপেনার রোহিত শর্মা আইপিএল ২০২৪-এ নিজের খারাপ ফর্ম নিয়ে কি চিন্তিত! সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দলের শেষ ম্যাচে ভাল খেলতে পারেননি তিনি। এদিন মাত্র ৪ রান করে আউট হয়ে যান হিটম্যান।
চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচ বাদ দিলে তিনি আপাতত একটি হাফ সেঞ্চুরিও করেননি। হায়দরাবাদ ম্যাচের পর রোহিতের একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দাবি করা হচ্ছে, ম্যাচের শেষে রোহিত শর্মা ড্রেসিংরুমে ফিরে কাঁদছিলেন।
আরও পড়ুন- কেকেআর কি Playoffs 2024 এ ফিল সল্টকে খেলাতে পারবে, বোর্ডের বড় সিদ্ধান্ত
সুহানা নামের একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স অ্যাকাউন্টে রোহিত শর্মার এই ভিডিও শেয়ার করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, রোহিত ড্রেসিংরুমে বসে কাঁদছেন। খুব মন খারাপ তাঁর। বিষাদ ও হতাশা ভরা তাঁর মুখ।
advertisement
advertisement
রোহিত শর্মা নিজের ব্যাটিংয়ে খুশি নন নিশ্চয়ই। বিশেষ করে টি২০ বিশ্বকাপের আগে নিজের ফর্ম নিয়ে তিনি হয়তো চিন্তিত! গত ৬ ম্যাচে তাঁর ব্যাট থেকে কোনো রান নেই। চারবার তিনি এক অঙ্কের স্কোরে আউট হয়েছেন।
রোহিত শর্মার ফর্ম ভারতীয় টিম ম্যানেজমেন্টকেও চাপে রাখবে। তিনি গুজরাটের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৪৩ রান করেছিলেন। দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২৬। তৃতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে খাতা না খুলেই আউট হন তিনি।
advertisement
চতুর্থ ও পঞ্চম ম্যাচে তিনি যথাক্রমে ৪৯ ও ৩৮ রান করে আউট হন। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে অপরাজিত সেঞ্চুরি করেন। সেদিন ১০৫ রানের ইনিংস খেলেন তিনি।
আরও পড়ুন- টি-২০ বিশ্বকাপে এটাই ভারতের সেরা ১১! প্রথম দলে একাধিক মহাচমক? জানুন বিস্তারিত
ওই ম্যাচের পর তাঁর ব্যাট থেকে রান নেই। ৬ ম্যাচে তাঁর স্কোর যথাক্রমে ৩৬, ৬, ৮, ৪, ১১, ৪। আইপিএল ২০২৪-এ এখনও পর্যন্ত ১২টি ম্যাচ খেলে রোহিত ৩৩০ রান করেছেন।
advertisement
মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল ২০২৪ থেকে ছিটকে গিয়েছে। এমন পরিস্থিতিতে ১লা জুন থেকে শুরু হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে যদি রোহিত শর্মার খারাপ ফর্ম অব্যাহত থাকে, তা হলে সমস্যা তৈরি হবে ভারতের জন্য।
advertisement
এই টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেট দলের নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। এই আইসিসি ইভেন্ট ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা যৌথভাবে আয়োজন করছে। ভারত ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
রোহিত শর্মা কাঁদছেন কেন? মুখ লুকিয়ে দেশের ক্যাপ্টেন! বিশ্বকাপের আগে হলটা কী!
Next Article
advertisement
Bidhannagar Rail Station: এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মুহূর্তের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মিনিটের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
  • বিধাননগর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা৷

  • ট্রেন থেকে পড়ে মৃত্যু যাত্রীর৷

  • কী হয়েছে দেখতে গিয়ে মৃত আরও ১৷

VIEW MORE
advertisement
advertisement