T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপে এটাই ভারতের সেরা ১১! প্রথম দলে একাধিক মহাচমক? জানুন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Best 11 Of Team India For ICC T20 World Cup 2024: টি-২০ দল ঘোষণার পর থেকে জল্পনা শুরু হয়ে গিয়েছে কেমন হতে পারে টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশ। টিম ইন্ডিয়ার ওপেনিং, মিডল অর্ডার, অলরাউন্ডার থেকে বোলিং কি কম্বিনেশন হবে তা নিয়ে চলছে জল্পনা।
advertisement
advertisement
টি-২০ বিশ্বকাপে ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ডিয়া (সহ-অধিনায়ক), শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, জশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ। রিজার্ভ দল: শুভমন গিল, রিঙ্কু সিংহ, খলিল আহমেদ, আবেশ খান।
advertisement
advertisement
এখনও পর্যন্ত যা মনে করা হচ্ছে রোহিত শর্মার সঙ্গে ইনিংস শুরু করবেন যশস্বী জয়সওয়াল। মিডল অর্ডারে খেলবেন বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ। অলরাউন্ডার হিসেবে দলে থাকতে পারেন হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা ও শিবম দুবে। স্পিনার হিসেবে খেলার সম্ভাবনা বেশি কুলদীপ যাদবের। পেস অ্যাটাকে খেলতে পারেন জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।
advertisement