Kolkata News: আবার বাড়িতে ঢুকে প্রেমিকের গুলি! কৃষ্ণনগরের পর বিজয়গড়, প্রেমিকার বাবা 'টার্গেট', মারাত্মক ঘটনায় থমথমে এলাকা

Last Updated:

Kolkata News- কৃষ্ণনগরের পর কলকাতার বিজয়গড়। কৃষ্ণনগরে প্রেমিকার বাড়িতে ঢুকে গুলি করেছিল প্রেমিক। খুন হন প্রেমিকা। এবার বিজয়গড়ে প্রাক্তন প্রেমিকার বাবাকে খুনের চেষ্টা। তবে বরাতজোরে বাঁচলেন সেই ব্যক্তি।

News18
News18
কলকাতা : কৃষ্ণনগরের পর কলকাতার বিজয়গড়। কৃষ্ণনগরে প্রেমিকার বাড়িতে ঢুকে গুলি করেছিল প্রেমিক। খুন হন প্রেমিকা। এবার বিজয়গড়ে প্রাক্তন প্রেমিকার বাবাকে খুনের চেষ্টা। তবে বরাতজোরে বাঁচলেন সেই ব্যক্তি।
বিয়েতে আপত্তি জানিয়েছিলেন মেয়ের বাবা। সেই থেকেই ক্ষোভ। এর পর বাড়িতে ঢুকে বান্ধবীর বাবাকে লক্ষ্য করে প্রাক্তন প্রেমিক গুলি চালায়। জানা গিয়েছে, গ্রিলের দরজার বাইরে থেকেই গুলি চলেছে। কলিং বেল দেওয়ায় ভেতরের দরজা খুলতেই আচমকা গুলি চালিয়ে দেয় যুবক। দেওয়ালে গুলির চিহ্ন স্পষ্ট। যুবতীর বাবা দরজা খুলেছিল। বাবা সরে যেতেই দেওয়ালে লাগে গুলি।
advertisement
জানা যায়, নিচ তলার ঘরে ঘটে ঘটনা। রাস্তা থেকে প্রথম একটি গেট, তার পর সেই ঘরে ঢোকার আগেও বারান্দায় আরও একটি গেট রয়েছে। দুটো গেট টপকে ঘরে ঢুকে ছিল যুবত। তার মানে সম্মতিতেই ঘরে ঢুকেছে বলে মনে করা হচ্ছে। গুলি চালিয়ে ব্যাগ কাঁধে নিয়ে হেঁটে চলে যায় যুবক।
advertisement
আরও পড়ুন- রাত ১২টা থেকেই ভোটার তালিকা ফ্রিজ, নাম দেখতে কী করবেন?
হাসপাতালে চিকিৎসারত ওই ব্যক্তির মেয়ে। জানা গিয়েছে, এর আগেও বেঙ্গালুরুতে খুনের চেষ্টা হয়েছে ওই মেয়েকে। বেঙ্গালুরুতে ওই তরুণী পড়াশোনা করতে যান। সেই সময়েও তাঁর উপরে হামলা হয়। তরুণীর শরীরে সেলাই হয়েছিল। ওই যুবক অনেকদিন ধরেই যুবতীকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। এদিন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাড়ি থেকে বেরিয়ে বাঘাযতনীদের দিকে যাওয়ার রাস্তায় চলে যান অভিযুক্ত যুবক। গোটা ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ। পুলিশ তদন্তে নেমেছে। ওই যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata News: আবার বাড়িতে ঢুকে প্রেমিকের গুলি! কৃষ্ণনগরের পর বিজয়গড়, প্রেমিকার বাবা 'টার্গেট', মারাত্মক ঘটনায় থমথমে এলাকা
Next Article
advertisement
Bidhannagar Rail Station: এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মুহূর্তের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মিনিটের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
  • বিধাননগর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা৷

  • ট্রেন থেকে পড়ে মৃত্যু যাত্রীর৷

  • কী হয়েছে দেখতে গিয়ে মৃত আরও ১৷

VIEW MORE
advertisement
advertisement