KKR Practice: উইকেটে মালা, নারকেল ফাটিয়ে শুরু কেকেআরের অনুশীলন! তবু রিঙ্কুর সিংদের ছক্কার খেলায় ‘বৃষ্টি’-ই বাধা

Last Updated:

চলতি আইপিএলে আরও বেশি আগ্রাসী ক্রিকেট খেলতে চান গম্ভীর, তা প্রথম দিনের অনুশীলনেই স্পষ্ট। তাই কেকেআরের অনুশীলনে শুরু থেকেই এদিন চলে ব্যাটিং তাণ্ডব। প্র্যাকটিস নেটে স্টেপ আউট করে ছয় মারার অনুশীলন করলেন রিঙ্কু সিং, ভেঙ্কাটেশ আইয়াররা ৷

উইকেটে মালা, নারকেল ফাটিয়ে শুরু কেকেআরের অনুশীলন (Photo Courtesy: KKR/Instagram)
উইকেটে মালা, নারকেল ফাটিয়ে শুরু কেকেআরের অনুশীলন (Photo Courtesy: KKR/Instagram)
ঈরণ রায় বর্মন, কলকাতা: করব লড়ব জিতব রে। আইপিএলের আগে সাত দিনের প্রস্তুতি শিবির কলকাতায় শুরু করে দিল কেকেআর। মেন্টর গৌতম গম্ভীর ও‌ কোচ চন্দ্রকান্ত পন্ডিতের তত্ত্বাবধানে অনুশীলন শুরু হল। প্রথম দিন প্র্যাকটিসে এসেই উইকেটে মালা পরিয়ে, নারকেল ফাটিয়ে প্রার্থনার মাধ্যমে ১৭তম আইপিএলের অভিযান শুরু করল শাহরুখের দল।
পিচের সামনে একটি ইটের উপর নারকেল ফাটানো হয় এদিন। দিন কয়েক আগে মুম্বই টিমেও ড্রেসিংরুমে পুজো দিয়ে অনুশীলন শুরু করার ভিডিও দেখা গিয়েছে। কলকাতার প্রথম দিনের অনুশীলনে একমাত্র বিদেশি হিসেবে উপস্থিত ছিলেন ইংল্যান্ডের ফিল সল্ট। জেসন রয়ের বদলি হিসেবে দিন কয়েক আগেই সল্টের নাম ঘোষণা করে ম্যানেজমেন্ট। এদিন অনুশীলনে ভারতীয়দের মধ্যে উপস্থিত ছিলেন রিঙ্কু সিং, ভেঙ্কাটেশ আইয়া, মণীশ পাণ্ডে-সহ প্রায় প্রত্যেকেই। শুধু ছিলেন না অধিনায়ক আইয়ার। যদিও এদিন নাইটদের ছক্কা অনুশীলনে বৃষ্টি বাধা হয়। ঘণ্টা তিনেকের অনুশীলনের কথা থাকলেও দেড় ঘণ্টাতেই গুটিয়ে ফেলতে হয় প্রথম দিনের অনুশীলন।
advertisement
advertisement
advertisement
তবে চলতি আইপিএলে আরও বেশি আগ্রাসী ক্রিকেট খেলতে চান গম্ভীর, তা প্রথম দিনের অনুশীলনেই স্পষ্ট। তাই কেকেআরের অনুশীলনে শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব চলে এদিন। প্র্যাকটিস নেটে স্টেপ আউট করে ছয় মারার অনুশীলন করলেন রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়াররা। স্পিনারদের সঙ্গে জোরে বোলারদের বিরুদ্ধেও চলল একই ধরনের অনুশীলন। প্রত্যেক ক্রিকেটারদের ব্যাটিং অনুশীলন নেটের সামনে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করলেন প্রাক্তন আইপিএল জয়ী অধিনায়ক গৌতম গম্ভীর। এদিনের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মণীশ পাণ্ডে। কেকেআরে দলের মেন্টরের মতই সাত বছর পর নাইট শিবিরে প্রত্যাবর্তন করেছেন মণীশ। গম্ভীরের সঙ্গে আইপিএলের খেলার অভিজ্ঞতা রয়েছে কর্ণাটকের এই ক্রিকেটারের। গোতি ভাইয়ের অতীতের কাজ করার অভিজ্ঞতা কাজে লাগবে বলে জানান তিনি। প্রথম একাদশে সুযোগ পাওয়ার কঠিন চ্যালেঞ্জ নিতে তৈরি কর্ণাটকের এই তারকা। দশ বছর আইপিএল না জিতলেও এবার ট্রফির খরা কাটতে পারে বলে মনে করছেন মণীশ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
KKR Practice: উইকেটে মালা, নারকেল ফাটিয়ে শুরু কেকেআরের অনুশীলন! তবু রিঙ্কুর সিংদের ছক্কার খেলায় ‘বৃষ্টি’-ই বাধা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement