KKR News: কলকাতায় হলুদ ট্যাক্সিতে রিঙ্কু সিং ও নীতিশ রানা, 'প্রাণের শহর' ঘুরে দেখলেন দুই কেকেআর তারকা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Kolkata Knight Riders: আগামী শুক্রবার অ্য়াওয়ে ম্যাচে রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে কেকেআর। তার আগে দুই কেকেআর তারকার একটি ভিডিও ঝড় তুলেছে নেট দুনিয়ায়।
কলকাতা: জমে উঠেছে আইিপএল ২০২৪। প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুরন্ত জয় দিয়ে আইপিএল অভিযান শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। আগামী শুক্রবার অ্য়াওয়ে ম্যাচে রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে কেকেআর। তার আগে দুই কেকেআর তারকার একটি ভিডিও ঝড় তুলেছে নেট দুনিয়ায়।
যদিও ভিডিওটি আইপিএল শুরুর আগের। কিন্তু আইপিএলের পারদ চড়ার সঙ্গে সঙ্গে ভিডিওটিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত গতিতে ছুটতে শুরু করেছে। যেখানে দেখা গিয়েছে কলকাতার ঐতিহ্য হলুদ ট্যাক্সি করে গোটা শহর ঘুড়ে বেড়াচ্ছেন দুই কেকেআর তারকা রিঙ্কু সিং ও নীতিশ রানা। বেশ চুটিয়ে উপভোগ করছেন ‘প্রাণের শহরের’ পরিক্রমা।
advertisement
advertisement
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে রাস্তায় দাঁড়িয়ে একটি হলুদ ট্যাক্সিকে হাত দেখিয়ে দাঁড় করান রিঙ্কু সিং ও নীতিশ রানা। তারপর ওই ট্যাক্সি করেই ঘুড়ে দেখেন বিখ্যাত জায়গা থেকে শুরু করে ধর্মীয় স্থান। ভিডিওতে গড়ের মাঠ, ভিক্টোরিয়া, সেন্ট ক্যাথিড্রাল চার্চ, হাওড়া ব্রিজ, প্রিন্সেপ ঘাট, ধর্মতলা থেকে শুরু ককে দক্ষিণেশ্বর মন্দির, নিউটাউন, ইকো পার্ক, সবকিছুরই ঝলক ধরা পড়ে।
advertisement
কেকেআরের তরফ থেকে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছিল আইপিএল শুরুর বেশ কিছুটা সময় আগে। যা এখনও মন জয় করে চলেছে কেকেআর ফ্যান থেকে শুরু কলকাতাবাসীর। প্রাণের শহরের প্রাণের দল বলে কথা। লাইক ও কমেন্টের বন্যায় ভেসে গিয়েছে ভিডিওটি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 26, 2024 6:18 PM IST