KKR vs PBKS: শুরুতেই কেকেআরের ঘোর অশনি সংকেত, নয়া 'ভিলেন' বাড়াল চিন্তা

Last Updated:

KKR vs PBKS: শনিবার মোহালিতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএলের ১৬তম মরসুমের প্রথম ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। নতুন মরসুম, নতুন কোচ, নতুন অধিনায়ক, নতুন আশায় বুক বাঁধছে কেকেআর ফ্যানেরা। কিন্তু সামনে এবার নয়া ভিলেন।

কেকেআর
কেকেআর
মোহালি: শনিবার মোহালিতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএলের ১৬তম মরসুমের প্রথম ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। নতুন মরসুম, নতুন কোচ, নতুন অধিনায়ক, নতুন আশায় বুক বাঁধছে কেকেআক ফ্যানেরা। ২০১৪ সালের পর আর ট্রফি আসেনি ঘরে। সেই আশা পূরণ করার লক্ষ্যে প্রস্তুতি সেরেছে চন্দ্রকান্ত পণ্ডিত ও নীতিশ রানার দল। কিন্তু প্রথম ম্যাচে নামার আগেই অশনি সংকেত। পঞ্জাব কিংসের বিরুদ্ধে মাঠে নাও নামতে হতে পারে কেকেআরকে। যা চিন্তায় রেখেছে নাইট শিবিরকে।
মোহালিতে ম্যাচ হওয়ার নিয়ে অনিশ্চয়তার কারণ হল আবহাও। কারণ হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী শনিবার মোহালিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মোহালিতে বেশ কিছু দিন ধরেই বৃষ্টি হচ্ছে। শুক্রবার বৃষ্টির কারণে অনুশীলন করতে পারেনি কেকেআর। বাধ্য হয়ে ইন্ডোর অনুশীলন করতে হয় নাইটদের।হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী ম্যাচের দিনে মোহালিতে দফায় দফায় বৃষ্টি হতে পারে। বৃষ্টির হওয়ার সম্ভাবনা ৬০ শতাংশ। দুপুর ৩.৩০ মিনিট থেকে খেলা কেকেআর বনাম পঞ্জাব কিংসের। সেই সময়ই বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
advertisement
advertisement
তবে বৃষ্টি কমলে ও মাঠ খেলার মত পরিস্থিতি থাকলেও খেলা হওয়া নিয়ে কোনও সমস্যা নেই। তবে এদিনের ম্যাচে পুরো ২০-২০ ওভার খেলা না হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী কম করে ৫ ওভার করে খেলা হতে হবে ম্যাচে। আর একান্ত যদি বৃষ্টির কারণে খেলা না হয় তাহলে পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হবে। তবে আবহাওয়ার বিষয় করে হাতে নেই। তাই তা নিয়ে না ভেবে নিজেদের ম্যাচের জন্য প্রস্তুত রাখতেই ব্যস্ত নাীতিশ রানা ও শিখর ধওয়ানের দল।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
KKR vs PBKS: শুরুতেই কেকেআরের ঘোর অশনি সংকেত, নয়া 'ভিলেন' বাড়াল চিন্তা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement