হোম /খবর /খেলা /
দলে একাধিক চমক! পঞ্জাবের বিরুদ্ধে কেমন হতে পারে কেকেআরের প্রথম একাদশ

KKR vs PBKS: দলে একাধিক চমক! পঞ্জাবের বিরুদ্ধে কেমন হতে পারে কেকেআরের প্রথম একাদশ

কেকেআর বনাম পঞ্জাব

কেকেআর বনাম পঞ্জাব

KKR vs PBKS: শ্রেয়সের না থাকা, শাকিব আল হাসান ও লিটন দাস এখনও দলের সঙ্গে যোগ না দেওয়ার প্রথম ম্যাচে কেকেআরের প্রথম একাদশ কী হবে তা নিয়ে জল্পনা রয়েছে। পঞ্জাব কিংসের বিরুদ্ধে কেমন হতে পারে কেকেআরের প্রথম একাদশ দেখে নিন এক নজরে।

  • Share this:

মোহালি: পয়লা এপ্রিল আইপিএল ২০৩ অভিযান শুরু করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ পঞ্জাব কিংস। অ্যাওয়ে ম্যাচে শিখর ধওয়ানের দলের মুখোমুখি হবে নাইটরা। শ্রেয়স আইয়রের চোট থাকায় নতুন অধিনায়ক হিসেবে নীতিশ রানার নাম ঘোষণা করা হয়েছে। নতুন কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে দলকে ভালো রেজাল্ট এনে দিতে মুখিয়ে রয়েছেন নীতিশ রানা। শ্রেয়সের না থাকা, শাকিব আল হাসান ও লিটন দাস এখনও দলের সঙ্গে যোগ না দেওয়ার প্রথম ম্যাচে কেকেআরের প্রথম একাদশ কী হবে তা নিয়ে জল্পনা রয়েছে। পঞ্জাব কিংসের বিরুদ্ধে কেমন হতে পারে কেকেআরের প্রথম একাদশ দেখে নিন এক নজরে।

রহমানউল্লাহ গুরবাজ: টি-২০ ক্রিকেটে মারকাটারি ব্যাটিং করার জন্য প্রসিদ্ধ আফগানিস্তানের তরুণ উইকেটকিপার ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ। ওপেনিংয়ে নেমে পাওয়ার প্লে-র সুবিধা নিতে গুরবাজকে দলে রাখার সম্ভাবনা বেশি কেকেরআর টিম ম্যানেজমেন্টের। সুযোগ পেলে কেকেআরের জার্সিতে নিজেক প্রমাণ করার জন্য মুখিয়ে রয়েছেন আফগান তারকা।

এন জগদীশান: এর আগে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন এন জগদীশান। তবে খুব একটা সুযোগ মেলেনি। জগদীশানও উইকেট কিপার ব্যাটার। ঘোরায় ক্রিকেটে অনবদ্য পারফর্ম করেছেন তিনি। এবার আইপিএলে কেকেআরের হয়ে নিজেকে প্রমাণ করাই লক্ষ্য তরুণ ক্রিকেটারের। উইকেটকিপার হিসেবেও খেলতে পারেন তিনি।

নীতিশ রানা: গত মরসুমেও কেকেআরের জার্সিতে দারুণ ফর্মে ছিলেন নীতিশ রানা। এবার কাঁধে বাড়তি দায়িত্ব অধিনায়কত্বের। কেকেআরের মিডল অর্ডারে দলের অন্যতম ভরসা নীতিশের ব্যাট। নতুন মরসুমে ভালো ব্যাটিং ও অধিনায়কত্ব করে নিজেকে আরও একবার প্রমাণ করতে বদ্ধপরিকর দিল্লির এই ক্রিকেটার।

রিঙ্কু সিং: গত মরসুমে কেকেআরের ভালো না গেলেও অন্যতম প্রাপ্তি ছিল রিঙ্কু সিংয়ের ফর্ম। শেষে দিকে দলে নিয়মিত সুযোগ পান রিঙ্কু ও একাধিক অনবদ্য ইনিংস খেলেছিলেন। সেই ফর্ম এবারও ধরে রেখে সাফল্য এনে দিতে তৈপি উত্তর প্রদেশের এই ক্রিকেটার। ব্যাটিংয়ের পাশাপাশি অনবদ্য ফিল্ডিংও করে থাকেন রিঙ্কু সিং।

ভেঙ্কটেশ আইয়র: ২০২১ আইপিএলে দুরন্ত ব্যাটিং করেছিলেন ভেঙ্কটেশ আইয়র। ভারতীয় দলেও সুযোগ পেয়েছিলেন। কিন্তু ২০২২ মরসুম একেবারেই ছন্দে ছিলেন না এই বাঁ হাতি ব্যাটার। এবাপ নতুন মরসুমে ফের একবার ব্যাট হাতে জ্বলে ওঠার জন্য তৈরি ভেঙ্কটেশ আইয়র। প্রয়োজনে বোলিংও করে থাকেন ভেঙ্কটেশ আইয়র।

আন্দ্রে রাসেল: কেকেআরের এখনও সবথেকে বড় ম্যাচ উইনারের নাম আন্দ্রে রাসেল। ব্যাটে-বলে দলকে একাই জয় এনে দেওয়ার ক্ষমতা রাখেন তিনি। গত মরসুমে ফর্মেও ফিরেছিলেন ক্যারিবিয়ান তারকা। নতুন মরসুমে অনুশীলনে ছন্দে পাওয়া গিয়েছিল রাসেলকে। এবার মাঠে ফের একবার রাসেলের মাসেল পাওয়ার দেখার অপেক্ষায় ফ্যানেরা।

শার্দুল ঠাকুর: ২০২৩ সালের আইপিএল নিলামে ভারতীয় দলের তারকা ক্রিকেটার শার্দুল ঠাকুরকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। ফর্মে থাকলে নাইটদের বড় শক্তি হতে চলেছে শার্দুল ঠাকুর। মিডিয়াম পেস বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার ক্ষমতা রয়েছে শার্দুলের। এছাড়া শার্দুলের অভিজ্ঞতাও কাজে লাগবে দলের।

সুনীল নারিন: আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা বোলার সুনীল নারিন। বয়সের সঙ্গে বোলিংয়ের ধার একটু কমলেও এখনও কেকেআরের স্পিন অ্যাটাকে সেরা অস্ত্র তিনি। তার মিস্ট্রি স্পিন এখও ব্যাটারদের সমস্যায় ফেলার জন্য যথেষ্ট। বোলিংয়ের পাাশাপাশি মারকাটারি ব্যাটিং করতেও সক্ষম নারিন।

বরুণ চক্রবর্তী: কেকেআরের স্পিন অ্যাটাকে আরেকজন মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। গত মরসুম একেবারেই ভালো যায়নি তার। প্রথম একাদশ থেকে বাদও পড়তে হয়েছিল। জায়দা হারিয়েছেন ভারতীয় দল থেকেও। নতুন মরসুমে ফের স্পিনের ভেলকিতে নিজেকে প্রমাণ করতে ও দলকে সাফল্য এনে দিতে মুখিয়ে রয়েছেন বরুণ চক্রবর্তী।

টিম সাউদি: প্রথম ম্যাচে কেকেআরে বিদেশী পেসার হিসেবে খেলার সম্ভাবনা বেশি টিম সাউদির। গত মরসুমে ভালো বোলিং করেছিলেন সাউদি। নতুন বলে সুইং করানোর পাশাপাশি ডেথ ওভারেও ভালোও বোলিং করে থাকেন কিউই তারকা। এবারও নিজের সেরাটা দিতে তৈরি সাউদি।

উমেশ যাদব: গত মরসুমে অনবদ্য বোলিং করেছিলেন কেকেআরের ভারতীয় স্পিড স্টার উমেশ যাদব। টি-২০ ক্রিকেটেও যে তিনি সফল হতে পারেন তা প্রমাণ করেন উমেশ। এবারও আগুন ঝরাতে ও দলকে সাফল্য এনে দিতে পুরোপুরি তৈরি উমেশ যাদব।

Published by:Sudip Paul
First published:

Tags: IPL 2023, Kkr, Kolkata Knight Riders, Mohali, PBKS, Punjab Kings