IPL 2023: অরিজিৎ সিংয়ের ধামাকাদার পারফরম্যান্স, তামান্না-রাশ্মিকার গ্ল্যামারের দ্যুতি, ঢাকে কাঠি আইপিএল ২০২৩-এর
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2023: বর্ণাঢ্য, জমকালো, জমজমাট, ধামাকাদার বললেও কম হবে। মাঝে ৩ বছরের অপেক্ষা। ২০১৯ সালের পর ফের একবার উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে শুরু হল আইপিএল।
আহমেদাবাদ: বর্ণাঢ্য, জমকালো, জমজমাট, ধামাকাদার বললেও কম হবে। মাঝে ৩ বছরের অপেক্ষা। ২০১৯ সালের পর ফের একবার উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে শুরু হল আইপিএল। করোনা পরিস্থিতি কেটে যাওয়ার পর এবারের আইপিএলে যে ধামাকাদার ওপেনিং সেরেমনি হবে তা আগেই জানা গিয়েছিল। গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়াম সাক্ষী থাকল আইপিএল ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানের। টেলিভিশন ও লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে দেখল গোটা দেশ। আর সুপার স্টার অরিজিৎ সিংয়ের গানের দিয়ে উদ্বোধনী অনষ্ঠানের শুরু হয় তাহলে সেই অনুষ্ঠান কোন উচ্চতায় পৌছবে তা নতুন করা বলার অপেক্ষা রাখে না। পরে স্টেজ মাতালেন দুই দক্ষিণী সুন্দরী তামান্না ভাটিয়া ও রশ্মিকা মান্ধানা৷
𝙈𝙚𝙡𝙤𝙙𝙞𝙤𝙪𝙨!
How about that for a performance to kick off the proceedings 🎶🎶@arijitsingh begins the #TATAIPL 2023 Opening Ceremony in some style 👌👌 pic.twitter.com/1ro3KWMUSW — IndianPremierLeague (@IPL) March 31, 2023
advertisement
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন মন্দিরা বেদী। দর্শক ঠাসা স্টেডিয়াম অনেকক্ষণ ধরেই সময় গুনছিল অনুষ্ঠানের শুরুর। মন্দিরা বেদী বাংলার অরিজিৎ সিংয়ের নাম ঘোষণা করতেই স্টেডিয়ামের গর্জন ছিল শোনার মত। 'বন্দে মা তরম' দিয়ে অনুষ্ঠান শুরু করেন। তারপর নিজের একের পর এক ব্লকবাস্টার হিট গান সকলকে উপহার দেন অরিজিৎ সিং। লাভস্টোরিয়া 'পাঠান', 'দেবা-দেবা' হয়ে 'ইন্ডিয়া জিতেগা' গান দিয়ে নিজের অনুষ্ঠান শেষ করেন অরিজিৎ সিং।
advertisement
𝘿𝙖𝙯𝙯𝙡𝙞𝙣𝙜 𝙖𝙨 𝙚𝙫𝙚𝙧!@tamannaahspeaks sets the stage on 🔥🔥 with her entertaining performance in the #TATAIPL 2023 opening ceremony! pic.twitter.com/w9aNgo3x9C
— IndianPremierLeague (@IPL) March 31, 2023
Sound 🔛@iamRashmika gets the crowd going with an energetic performance 💥 Drop an emoji to describe this special #TATAIPL 2023 opening ceremony 👇 pic.twitter.com/EY9yVAnSMN
— IndianPremierLeague (@IPL) March 31, 2023
advertisement
এরপর আইপিএলের উদ্বোধনী মঞ্চে শুধুই গ্ল্যামারের দ্যুতি। সুপারহিট গান 'টম টম' দিয়ে এন্ট্রি করেন তামান্না ভাটিয়া। তারপর একের পর এক গানে নেচে মঞ্চ মাতান তামান্না। এরপর স্টেজে আসেন রাশ্মিকা মান্ধানা। শুরুতেই পুষ্পা সিনেমার 'বলম স্বামী' গানে পারফর্ম করেন রাশ্মিকা। পুষ্পা সিনেমার 'শ্রীবল্লী'-তেও পারফর্ম করেন তিনি। ব্যাক টু ব্যাক এমন পারফরম্যান্স দেখে স্টেডিয়াম জুড়ে তখন পার্টির মেজাজ। ডাগআউটে ক্রিকেটারদেরও দেখা যায় উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করতে। শেষে বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি, সচিব জয় শাহ, দুই দলের অধিনায়ক এমএস ধেনি ও হার্দিক পান্ডিয়া এসে ট্রফি উন্মোচন করেন। সব মিলিয়ে মাঝে যে তিন বছর উদ্বোধনী অনুষ্ঠানের না হওয়ার যে আক্ষেপ ছিল তা ২০২৩ সালে সুদে-আসলে পূরণ করে দিলেন অরিজিৎ সিং, তামান্না ভাটিয়া, রাশ্মিকা মান্ধানারা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 31, 2023 7:07 PM IST