IPL 2023: অরিজিৎ সিংয়ের ধামাকাদার পারফরম্যান্স, তামান্না-রাশ্মিকার গ্ল্যামারের দ্যুতি, ঢাকে কাঠি আইপিএল ২০২৩-এর

Last Updated:

IPL 2023: বর্ণাঢ্য, জমকালো, জমজমাট, ধামাকাদার বললেও কম হবে। মাঝে ৩ বছরের অপেক্ষা। ২০১৯ সালের পর ফের একবার উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে শুরু হল আইপিএল।

আহমেদাবাদ: বর্ণাঢ্য, জমকালো, জমজমাট, ধামাকাদার বললেও কম হবে। মাঝে ৩ বছরের অপেক্ষা। ২০১৯ সালের পর ফের একবার উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে শুরু হল আইপিএল। করোনা পরিস্থিতি কেটে যাওয়ার পর এবারের আইপিএলে যে ধামাকাদার ওপেনিং সেরেমনি হবে তা আগেই জানা গিয়েছিল। গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়াম সাক্ষী থাকল আইপিএল ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানের। টেলিভিশন ও লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে দেখল গোটা দেশ। আর সুপার স্টার অরিজিৎ সিংয়ের গানের দিয়ে উদ্বোধনী অনষ্ঠানের শুরু হয় তাহলে সেই অনুষ্ঠান কোন উচ্চতায় পৌছবে তা নতুন করা বলার অপেক্ষা রাখে না। পরে স্টেজ মাতালেন দুই দক্ষিণী সুন্দরী তামান্না ভাটিয়া ও রশ্মিকা মান্ধানা৷
advertisement
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন মন্দিরা বেদী। দর্শক ঠাসা স্টেডিয়াম অনেকক্ষণ ধরেই সময় গুনছিল অনুষ্ঠানের শুরুর। মন্দিরা বেদী বাংলার অরিজিৎ সিংয়ের নাম ঘোষণা করতেই স্টেডিয়ামের গর্জন ছিল শোনার মত। 'বন্দে মা তরম' দিয়ে অনুষ্ঠান শুরু করেন। তারপর নিজের একের পর এক ব্লকবাস্টার হিট গান সকলকে উপহার দেন অরিজিৎ সিং। লাভস্টোরিয়া 'পাঠান', 'দেবা-দেবা' হয়ে 'ইন্ডিয়া জিতেগা' গান দিয়ে নিজের অনুষ্ঠান শেষ করেন অরিজিৎ সিং।
advertisement
advertisement
এরপর আইপিএলের উদ্বোধনী মঞ্চে শুধুই গ্ল্যামারের দ্যুতি। সুপারহিট গান 'টম টম' দিয়ে এন্ট্রি করেন তামান্না ভাটিয়া। তারপর একের পর এক গানে নেচে মঞ্চ মাতান তামান্না। এরপর স্টেজে আসেন রাশ্মিকা মান্ধানা। শুরুতেই পুষ্পা সিনেমার 'বলম স্বামী' গানে পারফর্ম করেন রাশ্মিকা। পুষ্পা সিনেমার 'শ্রীবল্লী'-তেও পারফর্ম করেন তিনি। ব্যাক টু ব্যাক এমন পারফরম্যান্স দেখে স্টেডিয়াম জুড়ে তখন পার্টির মেজাজ। ডাগআউটে ক্রিকেটারদেরও দেখা যায় উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করতে। শেষে বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি, সচিব জয় শাহ, দুই দলের অধিনায়ক এমএস ধেনি ও হার্দিক পান্ডিয়া এসে ট্রফি উন্মোচন করেন। সব মিলিয়ে মাঝে যে তিন বছর উদ্বোধনী অনুষ্ঠানের না হওয়ার যে আক্ষেপ ছিল তা ২০২৩ সালে সুদে-আসলে পূরণ করে দিলেন অরিজিৎ সিং, তামান্না ভাটিয়া, রাশ্মিকা মান্ধানারা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2023: অরিজিৎ সিংয়ের ধামাকাদার পারফরম্যান্স, তামান্না-রাশ্মিকার গ্ল্যামারের দ্যুতি, ঢাকে কাঠি আইপিএল ২০২৩-এর
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement