আরও একবার আইপিএলে আগুন ধরাতে প্রস্তুত আবেশ খান, ছেলের সাফল্য গর্বিত বাবা-মা

Last Updated:

৩১ মে থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২৩। এবার আইপিএলে যে তরুণ ক্রিকেটারদের দিকে নজর রয়েছে সকলের ক্রিকেট প্রেমিদের তাদের মধ্যে অন্যতম হল আবেশ খান। এবার আইপিএলেও নিজের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন ডান হাতি তারকা পেসার।

আবেশ খান
আবেশ খান
লখনউ: ৩১ মে থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২৩। এবার আইপিএলে যে তরুণ ক্রিকেটারদের দিকে নজর রয়েছে সকলের ক্রিকেট প্রেমিদের তাদের মধ্যে অন্যতম হল আবেশ খান। ২০২১ সালের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন আবেশ খান। তার সুবাদে ২০২২ মেগা আইপিএলে ১০ কোটি টাকায় আবেশকে দলে নেয় লখনউ সুপার জায়ান্টস। নতুন মরসুম শুরুর আগে আবেশের ক্রিকেটের প্রতি ভালোবাসা, লড়াই ও ছেলের সাফল্যে গর্বের কথা তুলে ধরল তাঁর পরিবার।
১৯৯৬ সালের ১৩ ডিসেম্বর ইন্দোরে জন্মগ্রহণ করেন আবেশ খান। ছোট বেলা থেকেই ক্রিকেটের প্রতি ভালোবাসা ছিল বলে জানান আবেশ খানের বাবা আশিক খান। আবেশ অ্যাডভান্স একাডেমি স্কুলে পড়াশোনা করেন। পরে তিনি আরসিসিএম থেকে বি.কম পাশ করেন। সঙ্গে চালিয়ে গিয়েছিলেন ক্রিকেট। ঘরোয়া ক্রিকেট ভালো পারফরম্যান্সের পর ২০১৬ সালের অনুর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের জন্য ভারতীয় স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন আবেশ খান।
advertisement
আবেশ খান বলের গতির জন্য সকলের নজরে আসেন। ঘণ্টায় ১৪৫ কিমি বেগে গতিতে বল করতে সক্ষম এই ডান হাতি তারকা পেসার। দিও এখন পর্যন্ত তার দ্রুততম ডেলিভারি ১৪৯ কিলোমিটার প্রতি ঘন্টা। ২০১৭ সালের আইপিএলেপ আরসিবির হয়ে প্রথম আইপিএলে অভিষেক হয়েছিল আবেশ খানের। ২০১৮ সালের নিলামে তাকে দিল্লি দলে নেয়। ২০২২ সালে ভারতীয় দলের হয়ে টি-২০ ও একদিনের ক্রিকেটে অভিষেক আবেশ খানের। ২০২২ আইপিএলে লখনউ সুপার জায়ান্টস যোগ দেওয়ার পর ১৩ ম্যাচে ১৮ উইকেট নিয়েছিলেন আবেশ খান।
advertisement
advertisement
ছেলের সাফল্যে গর্বিত বাবা আশিক খান বলেন, "আমার ছেলে আমার স্বপ্ন পূরণ করেছে। আমি প্রতিনিয়ত আবেশকে ভালো পারফর্ম করার জন্য অনুপ্রাণিত করতে থাকি।" অন্যদিকে আবেশ খানের মা সাবিয়া খান বলেন,"ছোটবেলা থেকেই আবেশের মধ্যে একটা আবেগ ছিল। যা আবেশকে অনেক উচ্চতায় নিয়ে গিয়েছে। আমি ওকে খেলার প্রতি আরও যত্নবান হওয়ার পরামর্শ দিয়ে থাকি।" এবার আইপিএলেও নিজের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন ডান হাতি তারকা পেসার।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
আরও একবার আইপিএলে আগুন ধরাতে প্রস্তুত আবেশ খান, ছেলের সাফল্য গর্বিত বাবা-মা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement