IPL 2023 Final, CSK vs GT: আইপিএল ফাইনালে মোদির মাঠে পুলিসকে মার এক মহিলার, ভাইরাল ভিডিও ঘিরে সমালোচনার ঝড়
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2023 Final, CSK vs GT: রবিবার ফাইনাল ম্যাচ না হলেও রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ঘটে গিয়েছে একটি লজ্জাজনক ঘটনা। এক পুলিস আধিকারিককে মারধরের অভিযোগ ওঠে এক মহিলা দর্শকের বিরুদ্ধে।
আহমেদাবাদ: রবিবার বৃষ্টির কারণে আইপিএল ফাইনালে একটি বলও খেলা হয়নি। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর ম্যাচ শুরু করার মক পরিস্থিতি না হওয়া রবিরারের খেলা বাতিল করে দেওয়া হয়। সোমবার রিজার্ভ ডে-তে হবে সিএসকে বনাম গুজরাত টাইটান্সের ফাইনাল। তবে ফাইনাল ম্যাচ না হলেও রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ঘটে গিয়েছে একটি লজ্জাজনক ঘটনা। এক পুলিস আধিকারিককে মারধরের অভিযোগ ওঠে এক মহিলা দর্শকের বিরুদ্ধে।
তখন স্টেডিয়ামে চলছে বৃষ্টি। কখন খেলা শুরু হবে, আদৌ হবে কিনা সেই প্রতীক্ষাতেই ছিলেন দর্শকরা। কিন্তু একটি ভিডিও সামনে এসেছে যখন আহমেদাবাদে বৃষ্টির জন্য খেলা বন্ধ এক মহিলা পুলিসকে পেটাচ্ছেন। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ18 বাংলা ডিজিটাল। ভিডিওতে দেখা গিয়েছে, এক পুলিস অফিসারকে ওই মহিলা দর্শক বারবার ধাক্কা দিচ্ছেন। ওই পুলিস আধিকারিক দুবার বেকায়দায় পড়েও যান। ভিডিওতে বার তিনের ওই মহিলা ধাক্কা নারেন পুলিস আধিকারিককে।
advertisement
— Out Of Context Cricket (@GemsOfCricket) May 28, 2023
advertisement
এছাড়াও ভিডিওতে দেখা যায় পুলিস অফিসারও কথা বলার চেষ্টা করলে তার কোনও সুযোগ দেননি ওই মহিলা। ভিডিওতে দেখা না গেলেও নেটিজেনদের দাবি, ধাক্কা মারার আগে কমপক্ষে চার থেকে পাঁচবার ওই পুলিশ অফিসারকে থাপ্পড়ও মেরেছেন ওই মহিলা। আশপাশের কেউই পুলিস অফিসারকে সাহায্যের জন্য এগিয়ে আসেননি। পরে নিজে থেকেই ওই জায়গা ছেড়ে চলে যান পুলিস অফিসারটি। কেন এই রকম আচরণ করেছেন মহিলা, কী নিয়ে ওই পুলিস অফিসারের সঙ্গে ঝামেলা তা জানা যায়নি।
advertisement
This woman slapped and hit this male officer like anything and the helpless guy couldn’t do anything. Is this woman empowerment? pic.twitter.com/m4sMZg0Lds
— ∆ (@TheNaziLad) May 28, 2023
আরও পড়ুনঃ IPL 2023 Final, CSK vs GT: সোমবার কোন নিয়মে হবে আইপিএল ফাইনাল, ফের বৃষ্টিতে খেলা না হলে জিতবে কোন দল
advertisement
এই ঘটনার ভিডিও এক প্রত্যক্ষদর্শী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে এই লজ্জাজনক ঘটনার ভিডিও। তারপরও নেট দুনিয়ায় নিন্দার ঝড় ওঠে। কেন এক দর্শক এইভাবে পুলিসকে মারধর করবেন সেই সমালোচনায় সরব হন নেটাগরিকরা। যদিও বিষয়টি নিয়ে গুজরাট পুলিশ বা আহমেদাবাদ পুলিশের তরফে কোনও মন্তব্য করা হয়নি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 29, 2023 10:02 AM IST