IPL 2023 Final, CSK vs GT: বড় ম্যাচে সাই সুদর্শনের স্মরণীয় ইনিংস, নয়া তারকার জন্ম দিল আইপিএল ফাইনাল

Last Updated:

IPL 2023 Final, CSK vs GT: আইপিএলের সবথেকে বড় মঞ্চকেই নিজের প্রতিভা তুলে ধরার মঞ্চ হিসেবে বেছে নিলেন গুজরাত টাইটান্সের মিডল অর্ডার ব্যাটার সাই সুদর্শন। মেগা ফাইনালে খেললেন ৯৬ রানের বিধ্বংসী ইনিংস।

আহমেদাবাদ: আইপিএল ২০২৩-এ শুরু থেকেই দুরন্ত ফর্মে ব্যাট করছিলেন। ফাইনালের আগে এই মরসুমে তিনটি হাফ সেঞ্চুরিও করে ফেলেছিলেন। নজর কাড়লেও শুভমান গিল, হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলারদের মত তারকাদের নামে ভিড়ে কিছুটা ঢাকা পড়ে যাচ্ছিলেন। কিন্তু ওই যে কথায় আছে প্রতিভাকে কোনও চেপে রাখা যায় না। তাই আইপিএলের সবথেকে বড় মঞ্চকেই নিজের প্রতিভা তুলে ধরার মঞ্চ হিসেবে বেছে নিলেন গুজরাত টাইটান্সের মিডল অর্ডার ব্যাটার সাই সুদর্শন। মেগা ফাইনালে খেললেন ৯৬ রানের বিধ্বংসী ইনিংস।
এদিন টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুটা ভালই করে গুজরাত টাইটান্সের দুই ওপেনার শুভমান গিল ও ঋদ্ধিমান সাহা। ওপেনিং জুটিতে আক্রমণাত্মক ব্যাটিং করে ৬৭ রানের পার্টনারশিপ করেন দুজনে। গিল ৩৯ রানে ফিরতে ক্রিজে আসেন সাই সুদর্শন। ঋদ্ধিমান সাহার অর্ধশতরানের পর গুজরাতের গোটা ইনিংস জুড়ে শুধু সাই সুদর্শন শো। ক্রিজে নামার পর থেকেই একের পর এক আক্রমণাত্মক শট খেলতে থাকেন তিনি। ঋদ্ধির সঙ্গে অর্ধশতরানের পার্টনারশিপ করেন। ঋদ্ধি ৫৪ রান করে ফিরলেও নিজের রানের গতিবেগ কমাননি সাই সুদর্শন।
advertisement
দলের দ্বিতীয় উইকেট পড়ার পরও ক্রিজে আসেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তখন অপরদিকে রীতিমত ব্যাটিং তাণ্ডব চালাচ্ছেন সাই সুদর্শন। চার-ছয়ের বন্যা বইয়ে দেন। নিজের অর্ধশতরান পূরণ করেন। ডেথ ওভারে ধোনির দুই প্রধান অস্ত্র মাথিসা পাথিরানা ও তুষার দেশপাণ্ডের বোলিংকে তুলোধনা করেন সাই সুদর্শন। ধোনির কোও স্ট্র্যাটেজিই এদিন কাজ করেনি বাঁ হাতি ব্যাটারের সামনে। হার্দিকের সঙ্গেও ঝড়ের গতিতে অর্ধশতরানের পার্টনারশিপ পূরণ করেন।
advertisement
advertisement
বিধ্বংসী ব্যাটিং করে শেষ ওভারে কার্যত শতরানের দোড়গোরায় পৌছে গিয়েছিলেন সাই সুদর্শন। কিন্তু শেষ ব্যক্তিগত ৪৭ বলে ৯৬ রান করে সাজঘরে ফেরেন তিনি। হার্দিক পান্ডিয়ার সঙ্গে ৮১ রানের পার্টনারশিপ করেন। যেখানে গুজরাত অধনিয়াকের অবদান মাত্র ২০ রান। সাই সুদর্শনের ৯৬ রানের ইনিংস ৮টি চার ও ৬টি ছয় দিয়ে সাজানো। ২০০-র বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেন সাই সুদর্শন। আইপিএল ফাইনাল মহাতারকা করে তুলল সাই সুদর্শনকে। তাঁর ব্যাটিং তাণ্ডব ও ঋদ্ধির দুরন্ত ব্যাটিংয়ে ভর করে সিএসকের বিরুদ্ধে ২১৪ রানের বিশাল স্কোর করে গুজরাত টাইটান্স।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2023 Final, CSK vs GT: বড় ম্যাচে সাই সুদর্শনের স্মরণীয় ইনিংস, নয়া তারকার জন্ম দিল আইপিএল ফাইনাল
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement