IPL 2023 Final, CSK vs GT: কেকেআর ও টিম ইন্ডিয়া ভাবে না যাঁকে নিয়ে, সেই ঋদ্ধির ধামাকা আইপিএল ফাইনালে

Last Updated:

IPL 2023 Final, CSK vs GT: ভারতীয় দল থেকে প্রায় ২ বছর বাইরে। টেস্ট চ্যাম্পিয়নশিপের দলে জায়গা থাকলেও তাঁর ভাগ্যে শিকে ছেঁড়েনি। কেকেআরও মুখ ফিরিয়েছে একসময়। মুখে কিছু না বললেও বড় মঞ্চে ফের একবার নিজের ব্যাটের মাধ্যমে জবাবটা দিয়ে দিলেন ঋদ্ধিমান সাহা।

আহমেদাবাদ: ভারতীয় দল থেকে প্রায় ২ বছর বাইরে। টেস্ট চ্যাম্পিয়নশিপের দলে জায়গা থাকলেও তাঁর ভাগ্যে শিকে ছেঁড়েনি। কেকেআরও মুখ ফিরিয়েছে একসময়। মুখে কিছু না বললেও বড় মঞ্চে ফের একবার নিজের ব্যাটের মাধ্যমে জবাবটা দিয়ে দিলেন ঋদ্ধিমান সাহা। আইপিএল ফাইনালে যেখানে শুভমান গিলের মত ইনফর্ম প্লেয়ার ব্যর্থ হলেন বড় রান করতে, সেখানে জ্বলে উঠল ঋদ্ধির ব্যাট। প্রয়োজনের সময় নিজের অভিজ্ঞতা ও দক্ষতার আরও একবার প্রমাণ দিলেন বাংলার ছেলে। খেললেন ৫৪ রানের ঝকঝকে ইনিংস।
গুজরাতের বিরুদ্ধে মেগা ফাইালে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন এমএস ধোনি। টস হেরে শুরুটা ভালই করে গুজরাতের দুই ওপেনার শুভমান গিল ও ঋদ্ধিমান সাহা। একের পর এক আক্রমণাত্মক শট খেলেন দুই তারকা। দীপক চাহারের তৃতীয় ওভারে একটি বিশাল ছক্কা ও দুটি অনবদ্য চার মেরে ঋদ্ধি বুঝিয়ে দিয়েছিলেন আজ তাঁর দিন। অপরদিকে, গিলের একটি ক্যাচ ফেলার পর তিনিও আক্রমণাত্মক রূপ ধারণ করেন। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই অর্ধশতরানের পার্টনারশিপ করেন ঋদ্ধি-গিল জুটি।
advertisement
দলের ৬৭ রানের মাথায় জাদেজার বলে গিলকে অবিশ্বাস্য স্টাম্প করেন ধোনি। এরপর সাই সুদর্শনের সঙ্গে ফের পার্টনারশিপ গড়া শুরু করেন। সুদর্শন প্রথম থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাটিং করায় তখন অভিজ্ঞতার পরিচয় দিয়ে ঠান্ডা মাথায় ইনিংস এগিয়ে নিয়ে যান ঋদ্ধি। প্রয়োজন মারেন খেলেন বুদ্ধিদীপ্ত বাউন্ডারি। সাই সুদর্শন ও ঋদ্ধিমান সাহাও অর্ধশতরানের পার্টনারশিপ করেন। ৩৬ বলে নিজের অর্ধশতরানও পূরণ করেন ঋদ্ধি। বড় ম্যাচে বড় রান করায় পুরো গুজরাত ডাগআউট দাঁড়িয়ে অভিবাদন জানান ঋদ্ধিকে।
advertisement
advertisement
আইপিএ ফাইনালে ৫০ করার পর দ্রুত রান করতে যান ঋদ্ধি। বিগ হিট করতে দীপক চাহারের বলে ধোনির হাতে ক্যাচ আউট হন ঋদ্ধিমান সাহা। ৩৯ বলে ৫৪ রানের অনবদ্য ইনিংস খেলেন বাংলার ছেলে। ৫টি চার ও ১টি চারে সাজানো তাঁর ইনিংস। ফাইনালের মত বড় ম্যাচে প্রয়োজনের সময় ঋদ্ধি ব্যাটের মাধ্যমে বুঝিয়ে দিলেন বয়স বাড়লেও তিনি ফুরিয়ে যাননি।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2023 Final, CSK vs GT: কেকেআর ও টিম ইন্ডিয়া ভাবে না যাঁকে নিয়ে, সেই ঋদ্ধির ধামাকা আইপিএল ফাইনালে
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement