'বিরাট' অহংকার! এবার পাল্টা 'বাপি বাড়ি যা' মহারাজের! কোহলিকে আনফলো করলেন সৌরভ
- Published by:Sudip Paul
- Written by: ERON ROY BURMAN
Last Updated:
রবিবার রাতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে আনফলো করছিলেন বিরাট কোহলি। এবার পাল্টা দিতে বেশি দেরি করলেন 'ডাকাবুকো' সৌরভ।
কলকাতা: সৌরভ-বিরাট বিতর্ক চলছেই। এবার সেই বিতর্কে নয়া মোড়। সামনাসামনি দেখা হলে কথা বলা কিংবা করমর্দন বন্ধ হয়ে গিয়েছিল আগেই। এবার আরও মাত্রা বাড়ল এই তিক্ততায়। সম্পর্ক কার্যত তলানিতে গিয়ে ঠেকেছে তা বলাই যায়। সোশ্যাল মিডিয়া জুড়েও এবার সৌরভ-বিরাট বিতর্ক। রবিবার রাতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে আনফলো করছিলেন বিরাট কোহলি। এবার পাল্টা দিতে বেশি দেরি করলেন 'ডাকাবুকো' সৌরভ।
ইনস্টাগ্রামে বর্তমানে ২৭৬ জনকে ফলো করেন বিরাট। এত দিন সেই তালিকায় ছিলেন সৌরভও। কিন্তু শনিবারের ম্যাচের পরে সৌরভকে ফলো করা বন্ধ করে দিয়েছেন বিরাট। পুরনো তিক্ততার জেরে আরসিবি এবং দিল্লি ম্যাচের পর সৌরভ-বিরাট দুজনেই হাত মেলাননি। সেই ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, খেলা শেষ হবার পর বিরাট সৌরভ সামনাসামনি আসলেও পরস্পর পরস্পরকে ইগনোর করে এগিয়ে যান।
advertisement
তবে বিরাট যখন পন্টিং এর সঙ্গে কথা বলছিলেন। তখন সৌরভ হাত বাড়িয়েছিলেন বলে সৌরভ ঘনিষ্ঠদের দাবি। তবে বিরাট বিষয়টা পাত্তা না দেওয়ায় সৌরভও বিরাটকে আর পাত্তা দেননি। তারপর থেকেই শুরু হয় নতুন করে চর্চা। তবে সৌরভ সেই সময় বিরাটকে আনফলো করেননি। কিন্তু সোমবার বেলা গড়াতেই চোখে পড়ে সৌরভও বিরাট কোহলিকে আনফলো করে দিয়েছেন। ইনস্টাগ্রামে এ ১০৬ জনকে ফলো করেন সৌরভ। সেই তালিকায় বিরাট কোহলি নেই। যদিও এই নিয়ে বিরাট কিম্বা সৌরভ কোন মন্তব্যই করেননি। তবে সকাল থেকে বিরাটের আনফলো করার খবর রীতিমত ভাইরাল হয়ে যায়। এবার সৌরভ বিরাটকে আনফলো করে দিলেন। সৌরভ-বিরাট দ্বন্দ্ব নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে চর্চা তুঙ্গে।
advertisement
advertisement
একদিনের ছুটিতে কলকাতায় ফিরেছেন সৌরভ। মঙ্গলবার সকালে ফের দিল্লি উড়ে যাবেন। মঙ্গলবার দলের কর্তাদের সঙ্গে সঙ্গে রাতে বৈঠক রয়েছে। কুড়ি তারিখ কেকেআরের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামতে দিল্লি। সেই ম্যাচ থেকে ঘুরে দাঁড়াতে চাইছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দিল্লি ক্যাপিটালস এর পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ হয়েছে সেখানে দেখা যাচ্ছে সৌরভ দলকে তাটানোর জন্য উদ্বুদ্ধ করছেন। বাকি নটা ম্যাচে নটায় জেতার টার্গেট নিচ্ছে দিল্লি। নক আউটের কথা না ভেবে নিজেদের জন্য প্রত্যেকটা ম্যাচ খেলতে বলছেন সৌরভ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 17, 2023 8:21 PM IST