India vs Pakistan: 'পাকিস্তানের উচিৎ ভারতের কাছে মাথা নত করা', এশিয়া কাপ নিয়ে বড় মন্তব্য খোদ পাক ক্রিকেটারের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs Pakistan: পাকিস্তানের বর্তমান ডামাডোল অবস্থার কথা বিচার করে ভারতের কাছে মাথা নোয়ানো উচিৎ বলে মনে করেন সেদেশের প্রাক্তন তারকা স্পিনার দানিশ কানেরিয়া।
করাচি: এশিয়া কাপ ক্রিকেটের আয়োজন নিয়ে সমস্যা যেন কিছুতেই শেষ হচ্ছে না। ভারতকে নিউট্রাল ভেন্যুতে খেলিয়ে বাকি ম্যাচ পাকিস্তানে করা থেকে অন্য দেশে গোটা প্রতিযোগিতার আয়োজন, নানা রকম সম্ভাবনার পরও পাকিস্তানের মাটিতেই এশিয়া কাপ আয়োজনে অনড় পিসিবি। ভারতও পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে না তা আগেই জানিয়ে দিয়েছিলেন বিসিসিআই সচিব জয় শাহ। ঘরের মাটিতে এশিয়ার কাপের মত প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট ধরে রাখার জন্য মরিয়া পিসিবিও। ভারত এশিয়া কাপ খেলতে না আসলে পাকিস্তানও ভারতে বিশ্বকাপ খেলতে না আসার হুঁশিয়ারিও দিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নাজম শেঠী।

দুই পক্ষ অনড় নিজেদের অবস্থানে। তারপর থেকেই দুই দেশের প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারদের মধ্যে বাকযুদ্ধ লেগেই ছিল। এই পরিস্থিতিতে পাকিস্তানের বর্তমান ডামাডোল অবস্থার কথা বিচার করে ভারতের কাছে মাথা নোয়ানো উচিৎ বলে মনে করেন সেদেশের প্রাক্তন তারকা স্পিনার দানিশ কানেরিয়া। পাকিস্তান ক্রিকেটের ভালোর জন্যই বিসিসিআইয়ের দাবি মেনে নেওয়া উচিৎ বলে মনে করেন কানেরিয়া। তিনি বলেছেন,"পাকিস্তানের পরিস্থিতি খুব একটা ভালো নয়। পাকিস্তান ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার যে হুশিয়ারি দিচ্ছে তার কোনও মানে নেই। কারণ পাকিস্তান খেলতে না গেলে আইসিসি পিসিবির বিরুদ্ধে পদক্ষেপ করবে। আর এশিয়ান ক্রিকেট কাউন্সিল জানিয়ে দিয়েছে একাধিক দেশে প্রতিযোগিতা আয়োজন খরচের কারণে সম্ভব নয়। তাই পাকিস্তানের উচিৎ ভারতের কাছে মাথ নত করা।"
advertisement
advertisement
প্রসঙ্গত, এবারের এশিয়া কাপ হবে ৫০ ওভারের। চলতি বছরে একদিনের বিশ্বকাপ থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে। যেমন গত বছর টি-২০ বিশ্বকাপ থাকায় টি-২০ ফর্ম্যাটে হয়ছিল এশিয়া কাপ। এশিয়া কাপের একটি গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান। অপর গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান ও যোগ্যতা অর্জনকারী দেশ। এবার দেখার শেষ পর্যন্ত এশিয়া কাপের ভেন্যু নিয়ে কোন সিদ্ধান্ত হয়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 17, 2023 5:13 PM IST