IPL 2023: আইপিএলের আগে মাথায় হাত সৌরভ-পন্টিংদের, অধিনায়ক খুঁজে পাচ্ছে না দিল্লি ক্যাপিটালস

Last Updated:

IPL 2023:আইপিএল শুরু হতে বাকি নেই আর দেড় মাসও। এখনও নিজেদের নতুন অধিনায়ক খুঁজে পায়নি দিল্লি ক্যাপিটালস। অধিনায়ক পেতে গিয়ে কালঘাম ছুটছে সৌরভ-পন্টিংদের।

দিল্লি ক্যাপিটালস
দিল্লি ক্যাপিটালস
দিল্লি: গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে মাঠের বাইরে ভারতীয় দলের তারকা উইকেট রক্ষক ব্যাটার ঋষভ পন্থ। কবে মাঠে ফিরতে পারবেন তিনি তা এখনও নিশ্চিৎ নয়। তবে পন্থ কবে মাঠে ফিরতে পারবেন তা নিয়ে এখনও নিশ্চিৎভাবে কিছুই বলা যাচ্ছে না। এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছে ঋষভ পন্থের আইপিএল দল দিল্লি ক্যাপিটালস। কারণ ঋষভ পন্থের পরিবর্তে অধিনায়ক খুঁজতে কালঘাম ছুটে যাচ্ছে দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্টের।
ঋষভ পন্থের দুর্ঘটনার পর ফ্র্যাঞ্চাইজির তরফ পরবর্তী অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নারকে ভাবা হয়েছিল। একাধিক আইপিএল অধিনায়কত্ব করার অভিজ্ঞতার পাশাপাশি সানরাইজার্স হায়দরাবাদ টিমকে একবার চ্যাম্পিয়নও করেছেন ডেভিড ওয়ার্নার। অজি তাপকাকে যে অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে সেই কথা জানিয়েছিলেন দিল্লি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়।
advertisement
advertisement
কিন্তু এবার ডেভিড ওয়ার্নারকে নিয়েও সমস্যায় পড়েছে দিল্লি ক্যাপিটালস। কারণ দিল্লি টেস্টে মহম্মদ শামির বলে হাতে চোট পান ওয়ার্নার। সেই কারনে আর ম্যাচে খেলতে পারেননি অজি ওপেনার। পরে চোট পরীক্ষা করতে গিয়ে দেখা যায়, ডান হাতের হাড়েও চিড় ধরেছে ওয়ার্নারের। যার ফলে ভারতের বিরুদ্ধে শেষ দুই টেস্টেও পাওয়া যাবে না ওয়ার্নারকে। আইপিএলের আগে ওয়ার্নার পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন কিনা সেই বিষয়ে এখনও কিছুই জানা যায়নি।
advertisement
ডেভিড আইপিএলের আগে সুস্থ হয়ে হয়ে উঠলেও আরও একটি সমস্যা হল তার ফর্ম। কারণ ভারতের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে একেবারেই চেনা ছন্দে দেখা যায়নি ডেভিড ওয়ার্নারকে। চোটের কারমে বাইরে থাকার কারণে ফর্মে ফেরার কোনও সুযোগও থাকছে না। এই পরিস্থিতিতে ওয়ার্নারকে দিল্লির অধিনায়ক করা মানে অনেকটাই ঝুঁকি নেওয়া। আইপিএল শুরুর দেড় মাসও বাকি নেই। অ। নতুন অধিনায়ক কে হবেন তা বাছতে নাজেহাল দিল্লি শিবির।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2023: আইপিএলের আগে মাথায় হাত সৌরভ-পন্টিংদের, অধিনায়ক খুঁজে পাচ্ছে না দিল্লি ক্যাপিটালস
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement