১৫ তলার বারান্দা থেকে কোন মদ্যপ ক্রিকেটার ঝুলিয়েছিল, নামটা বলুক চাহাল- রেগে আগুন সেহওয়াগ

Last Updated:

অ্যান্ড্রু সাইমন্ডস এবং জেমস ফ্র্যাঙ্কলিন তাঁর মুখে টেপ দিয়ে আটকে দিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ন্সে থাকাকালীন৷

reveal name Virender Sehwag reacts to Yuzvendra chahal's revelation of being hung from balcony- Photo Courtesy- Virendra Shewag/Twitter
reveal name Virender Sehwag reacts to Yuzvendra chahal's revelation of being hung from balcony- Photo Courtesy- Virendra Shewag/Twitter
#মুম্বই: বেশ রেগে গেছেন বীরেন্দ্র সেহওয়াগ৷ সম্প্রতি রাজস্থান রয়্যালসের একটি ভিডিওতে যুজবেন্দ্র চাহাল বলেছেন যে তিনি যখন মুম্বই ইন্ডিয়ান্সে ছিলেন তখন তাঁকে ১৫ তলার বারান্দা থেকে এক প্লেয়ার মদ্যপ অবস্থায় তাঁকে ঝুলিয়ে দিয়েছিলেন৷
রাজস্থান রয়্যালস নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও শেয়ার হয়েছে৷ যাতে রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, করুণ নায়েক নিয়ে কথা বলতে দেখা গেছে৷ এই কথাবার্তার দরুণ চাহাল এক ভয়ানক গল্প শেয়ার করেছেন৷ তিনি বলেছেন, ২০১৩ সালে আইপিএলের সময় তাঁর প্রাণ বেরিয়ে গিয়েছিল৷
advertisement
advertisement
যুজবেন্দ্র চাহাল এই ভিডিওতে বলেন, ‘‘আমি আমার এই গল্প কাউকে শোনাইনি৷ কিন্তু এখন লোক এই বিষয়ে জানবে৷ এটা ২০১৩ সালের গল্প৷ যখন আমি মুম্বই ইন্ডিয়ান্সের অংশ ছিলাম৷ আমাদের একটা ম্যাচ ব্যাঙ্গালোরে ছিল৷ ম্যাচের পর একটা পার্টি ছিল৷ সেখানে একজন বিদেশি ক্রিকেটার ছিল৷ সে নেশায় একেবারে চুর ছিল৷ ও অনেকক্ষণ আমায় দেখছিল৷ অনেকক্ষণ ধরে আমায় দেখছিল৷ তারপর আমাকে নিজের কাছে ডাকে৷’’
advertisement
দেখে নিন যুজবেন্দ্র চাহালের ভিডিও৷
চাহাল আরও জানিয়েছেন, ‘‘ওই বিদেশি ক্রিকেটার আমায় বাইরে নিয়ে যান, আর আমায় ১৫ তলার বারান্দা থেকে আমাকে ঝুলিয়ে দেন৷ আমি দু হাত দিয়ে ওই ক্রিকেটারের গলা ধরে আঁকড়ে ছিলাম৷ যদি একটুও হাত ছেড়ে  যেত তাহলে ১৫ তলা থেকে পড়ে যেতাম৷ ওখানে অনেক লোক ছিল৷ তারা এই ঘটনা দেখতে পায়৷ তারা সঙ্গে সঙ্গে সেখানে এসে পরিস্থিতি সামলে নেয়৷ আমি অজ্ঞান হয়ে যাই৷ তারপর আমায় জল খাওয়ায়৷ ওই দিন আমি বুঝতে পারি বাইরে বেরোলে কতটা সতর্ক হওয়া প্রয়োজন৷ ’’ তিনি আরও বলেন, ‘‘তো এরকম একটা ঘটনা ছিল৷ যাতে আমার মনে হয় আমি মরতে মরতে বেঁচে গেছি৷ কারণ সামাণ্য ভুলেই মাটিতে পড়ে যেতাম ওত উঁচু থেকে৷’’
advertisement
এই ঘটনা জানার পরেই বীরেন্দ্র সেহওয়াগ বলেছেন এটা মারাত্মক আঁতকে ওঠার মতো ঘটনা৷ চাহাল নিজের এই প্রাণ ভয়ের কাহিনী বর্ণনা করার পরে প্রথম হাইপ্রোফাইল চরিত্র এই নিয়ে সামনে কমেন্ট করলেন৷
advertisement
তিনি নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে বলা হয়, ‘‘গুরুত্বপূর্ণ এটা যে সেই প্লেয়ারের নাম সামনে আসুক৷ যুজবেন্দ্র চাহাল যে মদ্যপের কথা বলেছে৷ এটা সত্যি হলে এটা মজা হিসেবে কখনই ভাবা উচিত নয়৷ জানা উচিত কি হয়েছিল এবং এই ঘটনার গুরুত্ব বিচার করে খতিয়ে দেখা হক৷ ’’
এই নিয়ে যুজবেন্দ্র চাহাল এই বছরে জুনিয়র ক্রিকেটারদের ওপর হওয়া অত্যাচারের বিবরণ দিলেন৷ এর আগে আরসিবি পডকাস্টে বলেছিলেন অ্যান্ড্রু সাইমন্ডস এবং জেমস ফ্র্যাঙ্কলিন তাঁর মুখে টেপ দিয়ে আটকে দিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ন্সে থাকাকালীন৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
১৫ তলার বারান্দা থেকে কোন মদ্যপ ক্রিকেটার ঝুলিয়েছিল, নামটা বলুক চাহাল- রেগে আগুন সেহওয়াগ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement