১৫ তলার বারান্দা থেকে কোন মদ্যপ ক্রিকেটার ঝুলিয়েছিল, নামটা বলুক চাহাল- রেগে আগুন সেহওয়াগ

Last Updated:

অ্যান্ড্রু সাইমন্ডস এবং জেমস ফ্র্যাঙ্কলিন তাঁর মুখে টেপ দিয়ে আটকে দিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ন্সে থাকাকালীন৷

reveal name Virender Sehwag reacts to Yuzvendra chahal's revelation of being hung from balcony- Photo Courtesy- Virendra Shewag/Twitter
reveal name Virender Sehwag reacts to Yuzvendra chahal's revelation of being hung from balcony- Photo Courtesy- Virendra Shewag/Twitter
#মুম্বই: বেশ রেগে গেছেন বীরেন্দ্র সেহওয়াগ৷ সম্প্রতি রাজস্থান রয়্যালসের একটি ভিডিওতে যুজবেন্দ্র চাহাল বলেছেন যে তিনি যখন মুম্বই ইন্ডিয়ান্সে ছিলেন তখন তাঁকে ১৫ তলার বারান্দা থেকে এক প্লেয়ার মদ্যপ অবস্থায় তাঁকে ঝুলিয়ে দিয়েছিলেন৷
রাজস্থান রয়্যালস নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও শেয়ার হয়েছে৷ যাতে রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, করুণ নায়েক নিয়ে কথা বলতে দেখা গেছে৷ এই কথাবার্তার দরুণ চাহাল এক ভয়ানক গল্প শেয়ার করেছেন৷ তিনি বলেছেন, ২০১৩ সালে আইপিএলের সময় তাঁর প্রাণ বেরিয়ে গিয়েছিল৷
advertisement
advertisement
যুজবেন্দ্র চাহাল এই ভিডিওতে বলেন, ‘‘আমি আমার এই গল্প কাউকে শোনাইনি৷ কিন্তু এখন লোক এই বিষয়ে জানবে৷ এটা ২০১৩ সালের গল্প৷ যখন আমি মুম্বই ইন্ডিয়ান্সের অংশ ছিলাম৷ আমাদের একটা ম্যাচ ব্যাঙ্গালোরে ছিল৷ ম্যাচের পর একটা পার্টি ছিল৷ সেখানে একজন বিদেশি ক্রিকেটার ছিল৷ সে নেশায় একেবারে চুর ছিল৷ ও অনেকক্ষণ আমায় দেখছিল৷ অনেকক্ষণ ধরে আমায় দেখছিল৷ তারপর আমাকে নিজের কাছে ডাকে৷’’
advertisement
দেখে নিন যুজবেন্দ্র চাহালের ভিডিও৷
চাহাল আরও জানিয়েছেন, ‘‘ওই বিদেশি ক্রিকেটার আমায় বাইরে নিয়ে যান, আর আমায় ১৫ তলার বারান্দা থেকে আমাকে ঝুলিয়ে দেন৷ আমি দু হাত দিয়ে ওই ক্রিকেটারের গলা ধরে আঁকড়ে ছিলাম৷ যদি একটুও হাত ছেড়ে  যেত তাহলে ১৫ তলা থেকে পড়ে যেতাম৷ ওখানে অনেক লোক ছিল৷ তারা এই ঘটনা দেখতে পায়৷ তারা সঙ্গে সঙ্গে সেখানে এসে পরিস্থিতি সামলে নেয়৷ আমি অজ্ঞান হয়ে যাই৷ তারপর আমায় জল খাওয়ায়৷ ওই দিন আমি বুঝতে পারি বাইরে বেরোলে কতটা সতর্ক হওয়া প্রয়োজন৷ ’’ তিনি আরও বলেন, ‘‘তো এরকম একটা ঘটনা ছিল৷ যাতে আমার মনে হয় আমি মরতে মরতে বেঁচে গেছি৷ কারণ সামাণ্য ভুলেই মাটিতে পড়ে যেতাম ওত উঁচু থেকে৷’’
advertisement
এই ঘটনা জানার পরেই বীরেন্দ্র সেহওয়াগ বলেছেন এটা মারাত্মক আঁতকে ওঠার মতো ঘটনা৷ চাহাল নিজের এই প্রাণ ভয়ের কাহিনী বর্ণনা করার পরে প্রথম হাইপ্রোফাইল চরিত্র এই নিয়ে সামনে কমেন্ট করলেন৷
advertisement
তিনি নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে বলা হয়, ‘‘গুরুত্বপূর্ণ এটা যে সেই প্লেয়ারের নাম সামনে আসুক৷ যুজবেন্দ্র চাহাল যে মদ্যপের কথা বলেছে৷ এটা সত্যি হলে এটা মজা হিসেবে কখনই ভাবা উচিত নয়৷ জানা উচিত কি হয়েছিল এবং এই ঘটনার গুরুত্ব বিচার করে খতিয়ে দেখা হক৷ ’’
এই নিয়ে যুজবেন্দ্র চাহাল এই বছরে জুনিয়র ক্রিকেটারদের ওপর হওয়া অত্যাচারের বিবরণ দিলেন৷ এর আগে আরসিবি পডকাস্টে বলেছিলেন অ্যান্ড্রু সাইমন্ডস এবং জেমস ফ্র্যাঙ্কলিন তাঁর মুখে টেপ দিয়ে আটকে দিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ন্সে থাকাকালীন৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
১৫ তলার বারান্দা থেকে কোন মদ্যপ ক্রিকেটার ঝুলিয়েছিল, নামটা বলুক চাহাল- রেগে আগুন সেহওয়াগ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement