IPL 2022: সানরাইজার্স বনাম গুজরাত ম্যাচে কাদের ওপর লাগাবেন বাজি, জানুন Dream 11-র সম্ভাব্য দল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
সানরাইজার্স হায়দরাবাদ বনাম গুজরাত টাইটান্স ড্রিম ইলেভেন (SRH vs GT Dream 11 Team Prediction) আইপিএল ২০২২ (IPL 2022)
#মুম্বই: সানরাইজার্স হায়দরাবাদ এবং গুজরাত টাইটান্সের মধ্যে সোমবার আইপিএল ২০২২ -র ২১ নম্বর ম্যাচ খেলা হবে৷ টুর্নামেন্টে এই মরশুমে অভিষেক হওয়া গুজরাত টাইটান্স এই সময়ে জোশে ভরপুর৷ তারা লাগাতার তিন ম্যাচে জয় দাখিল করা হয়েছে৷ তাদের লক্ষ্য থাকবে সদ্য জয়ে আসা হায়দরাবাদের বিরুদ্ধে এই সফর জারি রাখবে৷ হায়দরাবাদ চেন্নাই সুপার কিংসকে হারিয়ে এই মরশুমের প্রথম জয় পেয়েছে৷
প্রতি ম্যাচে টাইটান্স আলাদা আলাদা ম্যাচ বিজেতারা সামনে এসেছে৷ পঞ্জাব কিংসের বিরুদ্ধে শুভমান গিল নিজের সর্বশ্রেষ্ঠ স্কোর বানায়৷ রাহুল তেওটিয়া ২ ছক্কা মেরে দলকে জিতেয়েছে৷ সেখানে হায়দরাবাদের ওপেনিং ব্যাটসম্যান অভিষেক শর্মা ৭৫ রানের ইনিংস খেলেছে৷ প্রথম জয় বড় ভূমিকা নিয়েছে৷ তাঁদের প্রচেষ্টা হবে এই ফর্ম জারি রাখা৷ রাহুল ত্রিপাঠীর ভূমিকা বিশেষ হবে৷ আর এতে নিকোলাস পুরান এবং এডেন মার্করামও সঙ্গী হবেন৷
advertisement
advertisement
সানরাইজার্স হায়দরাবাদ বনাম গুজরাত টাইটান্স ড্রিম ইলেভেন (SRH vs GT Dream 11 Team Prediction) আইপিএল ২০২২ (IPL 2022)
অধিনায়ক - হার্দিক পান্ডিয়া
সহ অধিনায়ক -রশিদ খান
উইকেটকিপার- ম্যাথু ওয়েড
ক্রিকেটার - শুভমান গিল, রাহুল ত্রিপাঠি, সাই সুদর্শন, কেন উইলিয়ামসন
advertisement
অলরাউন্ডার - হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, অভিষেক শর্মা
বোলার- রশিদ খান, টি নটরাজন, লউকি ফার্গুসন
গুজরাত টাইটান্স (Gujarat Titans Full Squad)- হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), রশিদ খান, শুভমান গিল, বিজয় শঙ্কর, ডেভিড মিলার, ঋদ্ধিমান সাহা, ম্যাথু ওয়েড, রগমতুল্লা গুরবাজ, লউকি ফার্গুসন, অভিনব সদারঙ্গানি, মহম্মদ শামি, রাহুল তেওটিয়া, নুর আহমেদ, আর সাই কিশোর, ডমিনিক ড্রেক্স, জয়ন্ত যাদব, দর্শন নালকন্ডে, যশ দয়াল, বি সাই সুদর্শন, গুরকিরাত সিং, অল্জারি জোসেফ, বরুণ অ্যারন, প্রদীপ সাঙ্গওয়ান
advertisement
সানরাইজার্স হায়দরাবাদ- (Sunrisers Hyderabad Full Squad)- কেন উইলিয়ামসন (অধিনায়ক), উমরান মালিক, রাহুল ত্রিপাঠি, এডেন মার্করম, নিকোলাস পুরান, প্রিয়ম গর্গ, ওয়াশিংটন সুন্দর, অভিষেক শর্মা, ভুবনেশ্বর কুমার, মার্কো যানসেন, জে সুচিত, শ্রেয়স গোপাল, কার্তিক ত্যাগী, টি নটরাজন, ফজল ফারুখি, বিষ্ণু বিনোদ, সৌরভ দুবে, শশাঙ্ক সিং, আর সমর্থ, সিন এবোট, রোমারিয়া শেফার্ড
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 11, 2022 1:47 PM IST