IPL 2022 retention: প্লেয়ার ধরে রাখার কাজ শেষ, নিলামে এবার কোন দলের হাতে কত টাকা রয়েছে ? জেনে নিন

Last Updated:

IPL 2022 full list of players retained: একনজরে দেখে নেওয়া যাক আইপিএলে কোন দল কত টাকায় কাদের রিটেন করল ৷

Photo: Twitter
Photo: Twitter
মুম্বই: এ বছরের আইপিএল শেষ হয়েছে খুব বেশি মাস হয়নি ৷ এর মধ্যেই আগামী বছরের আইপিএলের জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ৷ কারণ অবশ্যই আইপিএল ২০২২-এর মেগা নিলামপর্ব (IPL 2022 Retention) ৷ এবারের আইপিএলের নিলামে থাকবে আরও দুটি ফ্র্যাঞ্চাইজি ৷ সর্বাধিক চার জন করেই ক্রিকেটার প্রত্যেক দল ধরে রাখতে পেরেছে ৷ এবার তাই দেখার, নিলামে কী হয় (IPL 2022 full list of players retained) ৷
সর্বাধিক মাত্র চার জন ক্রিকেটারই প্রত্যেক দল ধরে রাখতে পারত ৷ আর সেই বাছাইয়ের কাজটা ছিল স্বভাবতই অত্যন্ত কঠিন ৷ কেকেআর যেমন আন্দ্রে রাসেল, সুনীল নারিনদের ধরে রেখেছে, তেমনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও কোহলি, ম্যাক্সওয়েলদের এ বছর ধরে রাখতে সফল ৷ আরসিবি, পঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের মতো অনেক দলই চার জনের কম ক্রিকেটার রিটেন করেছেন আগামী মরশুমের জন্য ৷ অর্থাৎ আসল ‘খেলা হবে’ আইপিএলের নিলাম টেবিলেই ৷
advertisement
advertisement
একনজরে দেখে নেওয়া যাক কোন দল কত টাকায় ক্রিকেটার রিটেন করল
মুম্বই ইন্ডিয়ান্স
১. রোহিত শর্মা- ১৬ কোটি
২. জসপ্রীত বুমরাহ- ১২ কোটি
advertisement
৩. সূর্যকুমার যাদব- ৮ কোটি
৪. কিয়েরন পোলার্ড- ৬ কোটি
দিল্লি ক্যাপিটালস
১. ঋষভ পন্থ- ১৬ কোটি
২. অক্ষর প্যাটেল- ৯ কোটি
৩. পৃথ্বী শ- ৭.৫ কোটি
৪. অ্যানরিচ নখিয়া- ৬.৫ কোটি
কলকাতা নাইট রাইডার্স
advertisement
১. আন্দ্রে রাসেল- ১২ কোটি
২. বরুণ চক্রবর্তী- ৮ কোটি
৩. বেঙ্কটেশ আইয়ার- ৮ কোটি
৪. সুনীল নারিন- ৬ কোটি
চেন্নাই সুপার কিংস
১. রবীন্দ্র জাদেজা- ১৬ কোটি
২. এমএস ধোনি- ১২ কোটি
৩. মইন আলি- ৮ কোটি
advertisement
৪. রুতুরাজ গায়কোয়াড়- ৬ কোটি
রাজস্থান রয়্যালস
১. সঞ্জু স্যামসন- ১৪ কোটি
২. জস বাটলার- ১০ কোটি
৩.যশস্বী জয়সওয়াল- ৪ কোটি
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
১. বিরাট কোহলি- ১৫ কোটি
২. গ্রেন ম্যাক্সওয়েল- ১১ কোটি
advertisement
৩. মহম্মদ সিরাজ- ৭ কোটি
সানরাইজার্স হায়দরাবাদ
১. কেন উইলিয়মসন- ১৪ কোটি
২. আব্দুল সামাদ- ৪ কোটি
৩. উমরান মালিক- ৪ কোটি
পঞ্জাব কিংস
১. ময়াঙ্ক আগরওয়াল- ১২ কোটি
২. অর্শদীপ সিং- ৪ কোটি
advertisement
  • নিলামের জন্য কোন দলের কাছে কত টাকা আর হাত রয়েছে ?
পঞ্জাব কিংস- ৭২ কোটি
সানরাইজার্স হায়দরাবাদ- ৬৮ কোটি
রাজস্থান রয়্যালস- ৬২ কোটি
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- ৫৭ কোটি
চেন্নাই সুপার কিংস- ৪৮ কোটি
কলকাতা নাইট রাইডার্স- ৪৮ কোটি
মুম্বই ইন্ডিয়ান্স- ৪৮ কোটি
দিল্লি ক্যাপিটালস- ৪৭.৫ কোটি
আরসিবি দলে থাকলেও ২০২২ আইপিএলে আর অধিনায়কত্ব করতে দেখা যাবে না কোহলিকে ৷ সেটা তিনি আগেই জানিয়ে দিয়েছিলেন ৷ কোহলি জানান , ‘‘আরও তিন বছর এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে থাকতে পারব। এটা আমার কাছে বিরাট প্রাপ্তি। আমার বিশ্বাস, এবার আমরা সেরা ফল করব। ’’
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2022 retention: প্লেয়ার ধরে রাখার কাজ শেষ, নিলামে এবার কোন দলের হাতে কত টাকা রয়েছে ? জেনে নিন
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement