Viral News: ৯টা-৫টার চাকরি ছেড়ে শুরু করলেন ব্যবসা, বছরে মহিলার আয় ৬৮ লাখ টাকা ! জেনে নিন বিশদে

Last Updated:

Business Opportunity: একটি ভিডিওতে সেই মহিলা দেখিয়েছেন ব্যবসা করে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বছরে ৬৮ লাখ টাকার বেশি জমা হয়েছে।

Photo: Instagram
Photo: Instagram
#ওয়াশিংটন: আমেরিকায় (America) বসবাসকারী মাকায়লার (Makayla) টিকটক (TikTok) অ্যাকাউন্ট makemoneywmark খুবই জনপ্রিয়। ১ বছর আগে এই অ্যাকাউন্টে একটি ভিডিওর মাধ্যমে সেই মহিলা জানিয়েছিলেন যে তিনি আর ৯-৫ টার চাকরি করবেন না। নিজের চাকরি ছেড়ে তিনি শুরু করেন অনলাইন রিটেল ব্যবসা। সেই ব্যবসা শুরু করার ১ বছরের মধ্যেই তিনি প্রায় লাখ টাকা উপার্জন করতে সক্ষম হন। এর পর ধীরে ধীরে তাঁর ব্যবসা তেজ গতিতে বাড়তে শুরু করে। এখন সেই ব্যবসা করে তিনি বছরে প্রায় ৬৮ লাখ টাকা আয় করছেন (Viral News)।
সেই মহিলা জানিয়েছেন যে, সবসময় কিছু বড় চিন্তা-ভাবনা করা দরকার এবং ঝুঁকি নিয়ে এগিয়ে যেতে হবে। একটা কথা সব সময় মনে রাখতে হবে যে গরিব ঘরে জন্মালেই ধনী হওয়া যায় না এই ধারণাটা ভুল। নিজের মধ্যে যদি জেদ এবং কিছু করার ইচ্ছা থাকে তাহলে সব কিছুই সম্ভব।
advertisement
advertisement
View this post on Instagram

A post shared by mak (@makemoneywmak)

advertisement
এক বছরে আয় প্রায় ৬৮ লাখ টাকা
সেই মহিলাকে সবাই যখন বলছিলেন অন্য কোনও চাকরিতে জয়েন করার কথা, তখন সেই মহিলা কারও কথা না শুনে নিজেই শুরু করেছিলেন অনলাইন ব্যবসা। একটি ভিডিওতে সেই মহিলা দেখিয়েছেন ব্যবসা করে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বছরে ৬৮ লাখ টাকার বেশি জমা হয়েছে। তাঁর আয় খুব তেজ গতিতে বাড়তে শুরু করেছে শুধুমাত্র ব্যবসার জন্য। সেই মহিলা ব্যবসা করেই নিজে একটি নতুন বাড়ি তৈরি করেন এবং কয়েক মাস আগে তিনি একটি নতুন রেঞ্জ রোভার গাড়ি ক্রয় করেন। এখন সেই মহিলা বিভিন্ন জায়গায় ঘুরতে যান চাকরির ধরাবাঁধায় আটকে না থেকে এবং বিলাসবহুল হোটেলে সময় কাটান। সেই মহিলা প্রমাণ করে দিয়েছেন যে, চাকরি ছেড়ে ব্যবসায় আসার সিদ্ধান্তটা একদম সঠিক। সেই মহিলা নিজের হাতে অনলাইন ব্যবসা দাঁড় করিয়ে সাফল্যের সীমা অতিক্রম করতে সফল হয়েছেন।
advertisement
শুরু করেছে অনলাইন রিটেল ব্যবসা
সেই মহিলা অনলাইনে ভিডিও পোস্ট করে জানিয়েছেন যে, তাঁর অনলাইন রিটেল ব্যবসার নাম ড্রপ শিপিং। এই অনলাইন রিটেল ব্যবসার মাধ্যমে তিনি অনলাইনে অর্ডার করা বিভিন্ন জিনিস ক্রেতাদের কাছে পৌঁছে দিতে সাহায্য করেন। এখানে সেই মহিলার সাইটে সেলার তাঁদের প্রডাক্ট বিক্রি করে এবং ক্রেতারা সেটি ক্রয় করে। এর ফলে সেই মহিলাকে কোনও জিনিস কিনতেও হয় না এবং কোনও রকম স্টকও রাখতে হয় না। তিনি শুধু তাঁর অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রেতা এবং ক্রেতার মধ্যে যোগসূত্র বজায় রাখতে সহায়তা করেন, পাশাপাশি অর্ডার করা জিনিস ক্রেতাদের কাছে পৌঁছে দিতে সাহায্য করেন।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Viral News: ৯টা-৫টার চাকরি ছেড়ে শুরু করলেন ব্যবসা, বছরে মহিলার আয় ৬৮ লাখ টাকা ! জেনে নিন বিশদে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement