BCCI meeting for IPL: আইপিএল কি ভারতে? নিলামের শহর কি পরিবর্তন হবে? একাধিক প্রশ্নের উত্তর খুঁজতে আজ বৈঠকে বিসিসিআই

Last Updated:

BCCI meeting for IPL 2022: শনিবার বোর্ডের শীর্ষ কর্তারা আইপিএলের সব ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে চলেছেন। ভার্চুয়াল এই বৈঠকে উপস্থিত থাকবেন ৷

IPL 2022
IPL 2022
কলকাতা: আসন্ন আইপিএল কি দেশের মাটিতে হবে? করোনা আবহের মধ্যে কী ভাবে আইপিএল আয়োজন সম্ভব দেশের মাটিতে? দেশের মাটিতে না করতে পারলে তাহলে কোন দেশে হতে পারে আইপিএল? অতি মহামারির বাড়বাড়ন্তে আইপিএলের মেগা নিলাম বেঙ্গালুরুর বদলে কি মুম্বইতে নিয়ে আসা হবে? এরকম একাধিক প্রশ্নের উত্তর খুঁজতে আজ, শনিবার বৈঠকে বসছে বিসিসিআই (BCCI meeting on IPL)।
শনিবার বোর্ডের শীর্ষ কর্তারা আইপিএলের সব ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে চলেছেন। ভার্চুয়াল এই বৈঠকে উপস্থিত থাকবেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি বৈঠকে থাকবে। করোনার তৃতীয় ইনিংস এখনও শেষ হয়নি। বরং দেশজুড়ে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। এমন অবস্থায় এপ্রিল-মে মাসে আইপিএল দেশের মাটিতে সত্যিই কি আয়োজন সম্ভব? হলে কী ভাবে? তা নিয়েই আলোচনায় বসবেন বোর্ড কর্তারা (BCCI meeting for IPL 2022)।
advertisement
advertisement
করোনা আতঙ্কে গতবারের মতো এবারও ঐতিহ্যশালী রঞ্জি ট্রফি-সহ দেশের ঘরোয়া ক্রিকেটের বেশিরভাগ প্রতিযোগিতাই স্থগিত করে দিয়েছে বিসিসিআই। কর্তাদের ভাবাচ্ছে গত বছরের অভিজ্ঞতা। দেশের মাটিতে আইপিএল শুরু করার পর মাঝপথে স্থগিত করতে হয়েছিল জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকা ক্রিকেটাররা করোনা আক্রান্ত হওয়ার জন্য। পরে টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব সংযুক্ত আরব আমিরশাহিতে নিয়ে যেতে হয়। তাই এবার সমস্ত দিক খতিয়ে দেখেই টুর্নামেন্ট কোথায় আয়োজন হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে চান বিসিসিআই (BCCI) কর্তারা।
advertisement
বোর্ড সূত্রে খবর, আইপিএল সংক্রান্ত বেশ কিছু প্রশ্নের উত্তর শনিবারের বৈঠকে মিলতে পারে। অন্তত টুর্নামেন্ট কোথায় হবে কবে শুরু এবং ফাইনাল কবে এইসব সংক্রান্ত বিষয় উত্তর পাওয়ার সম্ভাবনা। সূত্রের দাবি, বিসিসিআই কর্তারা চাইছেন ভারতেই আইপিএল করতে। অতি মহামারির বাড়বাড়ন্ত থাকলে সে ক্ষেত্রে শুধু মহারাষ্ট্রে আইপিএল করতে চান বোর্ড কর্তারা। কারণ মুম্বই ও পুণে মিলিয়ে চারটি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের মত স্টেডিয়াম রয়েছে। ফলে গোটা টুর্নামেন্টই মহারাষ্ট্রে করলে মাঠ সংক্রান্ত কোনও সমস্যা হবে না। যাতায়াতের ক্ষেত্রেও সুবিধা। এমনিতেই সংযুক্ত আরব আমিরশাহিতে তিনটি মাঠেই গোটা টুর্নামেন্ট আয়োজিত হয়েছে। তবে বেশ কয়েকজন কর্তা মনে করেন ভারতের টুর্নামেন্ট আয়োজন না করে বিদেশের মাটিতেই নিয়ে যাওয়া উচিৎ। তবে এই বছর বিদেশের মাটিতে টুর্নামেন্ট হলে সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে দৌড়ে রয়েছে শ্রীলঙ্কাও।
advertisement
টুর্নামেন্ট কোথায় হবে এছাড়াও বেশ কয়েকটি বিষয় বৈঠকে আলোচনা হতে পারে। দেশের মাটিতে হলে গ্যালারিতে কি দর্শকদের প্রবেশ থাকবে? জৈব সুরক্ষা বলয়ে কীভাবে ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফদের নিরাপত্তা সুনিশ্চিত করা হবে? এমন হাজারো প্রশ্ন এখন ঘুরছে ভারতীয় ক্রিকেটের অন্দরে। অন্যদিকে আরেকটি বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। আগামী ১১-১২ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে আইপিএল নিলাম। তবে ওখানে আক্রান্তের সংখ্যা বেশি হওয়াতে বোর্ড ও ফ্র্যাঞ্চাইজিদের একটা বড় অংশ চাইছে, আইপিএল নিলাম মুম্বইয়ে করতে।
বাংলা খবর/ খবর/খেলা/
BCCI meeting for IPL: আইপিএল কি ভারতে? নিলামের শহর কি পরিবর্তন হবে? একাধিক প্রশ্নের উত্তর খুঁজতে আজ বৈঠকে বিসিসিআই
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement