IPL 2021: CSK vs DC: চেন্নাইয়ের হার, কতটা বদলালো আইপিএলের Points Table

Last Updated:

IPL 2021: CSK vs DC: চেন্নাইয়ের হার, কতটা বদলালো আইপিএলের Points Table ...

ধোনির চেন্নাই সুপার কিংগসেরও দ্বিতীয় স্থানে থাকা একরকম পাকা৷ খুব বেশি হলে তাদের আর আরসিবি-র পয়েন্ট সমান হতে পারে৷ কিন্তু সিএসকে-র রানে রেট এতটাই ভালো যে তাদের তিন নম্বরে নেমে আসার সম্ভাবনা প্রায় নেই৷
ধোনির চেন্নাই সুপার কিংগসেরও দ্বিতীয় স্থানে থাকা একরকম পাকা৷ খুব বেশি হলে তাদের আর আরসিবি-র পয়েন্ট সমান হতে পারে৷ কিন্তু সিএসকে-র রানে রেট এতটাই ভালো যে তাদের তিন নম্বরে নেমে আসার সম্ভাবনা প্রায় নেই৷
#কলকাতা: আইপিএল ২০২১ (IPL 2021) ১৩ ম্যাচের ৯ টি তে জিতে চেন্নাই সুপার কিংস আইপিএল পয়েন্ট টেবলের (IPL 2021 Points Table) দু নম্বরে রয়েছে৷ অন্যদিকে এদিনের ম্যাচে জিতে ১৩ ম্যাচে ১০ টি জিতে পয়েন্ট টেবলের (IPL 2021 Points Table) এক নম্বরে দেল দিল্লি ক্যাপিটাল্স (CSK vs DC)৷ এই দুই দলই আইপিএল ২০২১-র প্লে অফের টিকিট পেয়ে গিয়েছে৷ কিন্তু যে দল এক নম্বর হয়ে যাবে তারা বাড়তি সুযোগ পাবে৷এদিকে আইপিএল ২০২১ (IPL 2021) এর প্লে অফে পৌঁছে গেছে আরসিবি৷ ১২ ম্যাচের ৮ টি জিতে ১৬ পয়েন্ট নিয়ে প্লে অফে পৌঁছেছে বিরাট কোহলির দল৷
এদিকে আইপিএল  ২০২১ -র (IPL 2021)  পয়েন্ট টেবলে (IPL 2021 Points Table) কেকেআর এই মুহূর্তে চার নম্বরে রয়েছে৷ তাদের পয়েন্ট ১৩ ম্যাচের ৬ টি জিতে ১২৷  তিনটি প্লে অফের দল নিশ্চিত হয়ে যাওয়ার পর একমাত্র চতুর্থ স্লটটিই ফাঁকা রয়েছে৷ সেখানে কোন দল খেলবে তার জন্য লড়াইতে কেকেআর, পঞ্জাব, রাজস্থান ও মুম্বই৷ মুম্বই ও রাজস্থানের হাতে এখনও দুটি করে ম্যাচ রয়েছে অন্যদিকে কেকেআর ও পঞ্জাবের সামনে রয়েছে আর মাত্র একটি করে ম্যাচ৷
advertisement
advertisement
এদিকে এদিন বড়-বড় শট লাগানোর জন্য একেবার পৃথিবী বিখ্যাত৷ কিন্তু গত ২ বছর ধরে তাঁর ব্যাট থেকে বিশেষ কোনও পারফরম্যান্স সামনে আসছে না৷ গত মরশুমে শুধু মহেন্দ্র সিং ধোনিই নন, তাঁর দল চেন্নাই সুপার কিংসও আইপিএলে নিজেদর সবচেয়ে খারাপ পারফরম্যান্স করেছিল৷ গত মরশুমে প্লে অফে -র টিকিট অবধি পায়নি চেন্নাই সুপার কিংস৷ তবে আইপিএল ২০২১ এ (IPL 2021)  সিএসকে (CSK) ইতিমধ্যেই শেষ চারের টিকিট পেয়ে গেছে৷ তবে দলের পারফরম্যান্সের পাশাপাশি এ মরশুমে মহেন্দ্র সিং ধোনির পারফরম্যান্সে বিন্দুমাত্র উন্নতি হয়নি বরং অবনতি হয়েছে৷
advertisement
ধোনি ১৪ বছরে সবচেয়ে খারাপ ধোনির৷ এই মরশুমে ১৩ ম্যাচে ৯ ইনিংসে ১৪ গড়ে ৮৪ রান করেছেন৷ তাঁর স্ট্রাইকরেট ছিল ৯৭.৬৭৷ যা তাঁরআইপিএলে সবচেয়ে খারাপ পারফরম্যান্স৷ সিএসকে দিল্লি ক্যাপিটাল্সের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৩৬ রান করেন৷
advertisement
আইপিএলে ধোনির স্ট্রাইকরেট ১৩৬৷ ২১৭ ম্যাচে ৪০ গড়ে তিনি ৪৭১৬ রান করেছে৷ তিনি ২৩ টি অর্ধশতরান করেছেন৷ তিনি ৩০০ -র বেশি চার এবং ২০০-র বেশি ছক্কা মেরেছেন৷ এক মরশুমে সবচেয়ে বেশি রান তিনি ২০১৩ তে বানিয়েছিলেন৷ সে সময় ১৮ ম্যাচে ৪২ গড়ে ৪৬১ রান করেছেন৷ ৪ টি অর্ধশতরান মেরেছেন তিনি৷ স্ট্রাইকরেট ছিল ১৬৩৷
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2021: CSK vs DC: চেন্নাইয়ের হার, কতটা বদলালো আইপিএলের Points Table
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গের কোথাও কোথাও ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া?
দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া?
  • উত্তরবঙ্গের কোথাও কোথাও ভারী বৃষ্টি

  • দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

  • মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement