মুম্বই ইন্ডিয়ান্স: ১৬২/৫ ( ২০ ওভার)
সানরাইজার্স হায়দরাবাদ: ১৬২/৬ ( ২০ ওভার)
সুপার ওভার স্কোর- সানরাইজার্স- ৮/২ মুম্বই ইন্ডিয়ান্স- ৯/০
সুপার ওভারে জয়ী মুম্বই ইন্ডিয়ান্স
#মুম্বই: চলতি আইপিএলে আরও একটা সুপার ওভার ৷ আরও একটা জমজমাট ম্যাচ ৷ ঘরের মাঠে হায়দরাবাদকে হারিয়ে প্লে অফে জায়গা করে নিল মুম্বই ইন্ডিয়ান্স ৷ অন্যদিকে হায়দরাবাদের হারে স্বস্তি ফিরল কেকেআর শিবিরেও ৷ প্লে অফের চতুর্থ স্থানের জন্য হায়দরাবাদের সঙ্গে এখন ভালমতো লড়াইয়ে কার্তিকরা ৷
Jasprit Bumrah is the Man of the Match for his phenomenal bowling tonight pic.twitter.com/wkrkFW8Ajm
— IndianPremierLeague (@IPL) May 2, 2019
এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা ৷ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬২ রান তোলে মুম্বই ৷ ওপেনার কুইন্টন ডি কক (৬৯ নট আউট) বাদে এদিন বলার মতো রান পাননি প্রায় কেউই ৷ ১৬৩ রান তাড়া করতে নেমে বুমরাহ, পান্ডিয়া ভাইদের আটোঁসাটো বোলিংয়ে চাপে পড়ে গিয়েছিল সানরাইজার্স ব্যাটসম্যানরাও ৷ ব্যতিক্রম একমাত্র মণীশ পাণ্ডে ৷ ৪৭ বলে ৭১ রান করে শেষপর্যন্ত অপরাজিত থাকেন তিনি ৷ তিনি এবং মহম্মদ নবি (৩১) মিলে ম্যাচ সুপার ওভারেও নিয়ে যেতে সফল ৷ কিন্তু সুপার ওভারে বিশেষ সুবিধা করতে পারেননি হায়দরাবাদের ব্যাটসম্যানরা ৷ ২ উইকেটে ৮ রানই তোলে তারা ৷ ম্যাচ জিততে বিশেষ সমস্যা হয়নি রোহিতদের ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।