IPL 2019: সুপার ওভারে জিতে প্লে অফে মুম্বই, হায়দরাবাদের হারে স্বস্তিতে নাইটরা

Last Updated:
মুম্বই ইন্ডিয়ান্স:  ১৬২/৫ ( ২০ ওভার)
সানরাইজার্স হায়দরাবাদ: ১৬২/৬ ( ২০ ওভার)
সুপার ওভার স্কোর- সানরাইজার্স-   ৮/২       মুম্বই ইন্ডিয়ান্স- ৯/০
সুপার ওভারে জয়ী মুম্বই ইন্ডিয়ান্স
advertisement
#মুম্বই: চলতি আইপিএলে আরও একটা সুপার ওভার ৷ আরও একটা জমজমাট ম্যাচ ৷ ঘরের মাঠে হায়দরাবাদকে হারিয়ে প্লে অফে জায়গা করে নিল মুম্বই ইন্ডিয়ান্স ৷ অন্যদিকে হায়দরাবাদের হারে স্বস্তি ফিরল কেকেআর শিবিরেও ৷ প্লে অফের চতুর্থ স্থানের জন্য হায়দরাবাদের সঙ্গে এখন ভালমতো লড়াইয়ে কার্তিকরা ৷
advertisement
এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা ৷ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬২ রান তোলে মুম্বই ৷ ওপেনার কুইন্টন ডি কক (৬৯ নট আউট) বাদে এদিন বলার মতো রান পাননি প্রায় কেউই ৷ ১৬৩ রান তাড়া করতে নেমে বুমরাহ, পান্ডিয়া ভাইদের আটোঁসাটো বোলিংয়ে চাপে পড়ে গিয়েছিল সানরাইজার্স ব্যাটসম্যানরাও ৷  ব্যতিক্রম একমাত্র মণীশ পাণ্ডে ৷ ৪৭ বলে ৭১ রান করে শেষপর্যন্ত অপরাজিত থাকেন তিনি ৷ তিনি এবং মহম্মদ নবি (৩১) মিলে ম্যাচ সুপার ওভারেও নিয়ে যেতে সফল ৷ কিন্তু সুপার ওভারে বিশেষ সুবিধা করতে পারেননি হায়দরাবাদের ব্যাটসম্যানরা ৷ ২ উইকেটে ৮ রানই তোলে তারা ৷ ম্যাচ জিততে বিশেষ সমস্যা হয়নি রোহিতদের ৷
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2019: সুপার ওভারে জিতে প্লে অফে মুম্বই, হায়দরাবাদের হারে স্বস্তিতে নাইটরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement