আইপিএলেও এই ফর্ম ধরে রাখতে বদ্ধপরিকর ঋদ্ধি

Last Updated:

উইকেটরক্ষক হিসেবে তিনি সেরা নিঃসন্দেহে ৷ এখন ব্যাটসম্যান ঋদ্ধিকে নিয়েও মেতে ক্রিকেটপ্রেমীরা ৷

#কলকাতা: মাত্র ২০ বলে ১০২ ! এমন ইনিংস এককথায় অবিশ্বাস্য ৷ ক্লাব ক্রিকেট হোক, রঞ্জি ট্রফি বা আন্তর্জাতিক ম্যাচ ৷ এই ইনিংস খেলা যে কোনও ফর্ম্যাটেই কঠিন ৷ কিন্তু সেই অবিশ্বাস্য কাজই অনায়াসে করেছেন ভারত ও বাংলার উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা ৷
টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের তিনি নিয়মিত সদস্য হলেও সীমিত ওভারের ক্রিকেটে একেবারেই তা নন তিনি ৷ কিন্তু ঘরোয়া ক্রিকেটে ঋদ্ধির অসাধারণ ইনিংস দেখার পর এখন সীমিত ওভারের ক্রিকেটেও তাঁর ব্যাট থেকে আগুন ঝরানোর আশায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা ৷ উইকেটরক্ষক হিসেবে তিনি সেরা নিঃসন্দেহে ৷ এখন ব্যাটসম্যান ঋদ্ধিকে নিয়েও মেতে প্রত্যেকেই ৷
advertisement
আইপিএল আসন্ন ৷ এইসময় আইপিএল-কে ঘিরেই যাবতীয় ফোকাস ঋদ্ধির ৷ তিনি বলেন, ‘‘ নিজের কর্তব্যটা ঠিকঠাক পালন করে যেতে হবে ৷ টেস্টের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত রান করে যেতে হবে ৷ একজন ব্যাটসম্যানের সবসময় পারফর্ম করে যাওয়াটাই কাজ ৷ তবে কোনও নির্দিষ্ট ব্যাটিং অর্ডার নয় ৷ দলের প্রয়োজেন যে কোনও নম্বরেই মানিয়ে নিতে চাই ৷ ’’
advertisement
advertisement
যাদবপুর বিশ্ববিদ্যালয় সল্টলেক ক্যাম্পাসের মাঠে রবিবার ম্যাচ শেষে ঋদ্ধিমানের জবাব, ‘‘স্বপ্ন তো রয়েইছে। তবে আমার কর্তব্য আমাকে পালন করে যেতে হবে। টেস্টের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত পারফর্ম করে যাব। বাকিটা নির্বাচকদের হাতে।’’
আইপিএলে নিজের ফর্ম ধরে রাখতে বদ্ধপরিকর ঋদ্ধিমান সাহা ৷ এ মাসের শেষেই আইপিএলের জন্য হায়দরাবাদ উড়ে যাবেন তিনি ৷ আইপিএলে ভাল খেলার ব্যাপারে আশাবাদী ঋদ্ধি নিজেও ৷
বাংলা খবর/ খবর/খেলা/
আইপিএলেও এই ফর্ম ধরে রাখতে বদ্ধপরিকর ঋদ্ধি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement